iQOO Z10 Lite 5G মাত্র 9,999 টাকায় 50MP ক্যামেরা ও 6,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল

iQOO Z10 Lite 5G এর দাম ভারতে 9,999 টাকা থেকে শুরু হচ্ছে। এতে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি পাওয়া যাবে।

iQOO Z10 Lite 5G মাত্র 9,999 টাকায় 50MP ক্যামেরা ও 6,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল

Photo Credit: iQOO

iQOO Z10 Lite 5G সাইবার গ্রিন এবং টাইটানিয়াম ব্লু রঙে পাওয়া যাবে

হাইলাইট
  • iQOO Z10 Lite 5G এর প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল
  • ফোনে Dimensity 6300 প্রসেসর ও 6,000mAh ব্যাটারি রয়েছে
  • দুই বছর ধরে মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড পাবে
বিজ্ঞাপন

iQOO Z10 Lite 5G অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার ভারতে লঞ্চ হল। ভিভোর সাব-ব্র্যান্ডের তৈরি এই বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর এবং 256GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে। ফলস্বরূপ, ছবি-গান-ভিডিয়োর পাশাপাশি প্রয়োজনীয় ফাইল রাখতে জায়গার অভাব হবে না। iQOO Z10 Lite 5G এর ব্যাটারি ক্যাপাসিটি হল 6,000mAh যা এক চার্জে গোটা দিন চালানোর জন্য যথেষ্ট। ফোনটি দুটি আকর্ষণীয় কালার অপশনে কেনা যাবে। ব্যাক প্যানেলের ট্রিপল ক্যামেরা সেটআপের প্রাইমারি সেন্সরটি 50 মেগাপিক্সেলের। এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত ইমেজ এডিটিং ফিচার অফার করে।

ভারতে iQOO Z10 Lite 5G এর দাম

iQOO Z10 Lite 5G এর 4GB RAM + 128GB স্টোরেজ এবং 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 9,999 টাকা এবং 10,999 টাকা। ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ অপশনেও এসেছে যার দাম 12,999 টাকা। এটি সাইবার গ্রিন এবং টাইটানিয়াম ব্লু রঙে উপলব্ধ হবে। ফোনটি জুন 25 থেকে Amazon এবং iQOO ইন্ডিয়া ই-স্টোরের মাধ্যমে বিক্রি শুরু হবে। লঞ্চ অফার হিসাবে, ক্রেতাদের জন্য 500 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি।

iQOO Z10 Lite 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

এই নতুন বাজেট ফোনে 6.74-ইঞ্চি ডিসপ্লে রয়েছে যা 90Hz রিফ্রেশ রেট, HD+ (720x1,600 পিক্সেল) রেজোলিউশন এবং 1,000 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট ব্যবহার করা হয়েছে। সর্বাধিক 8GB RAM থাকলেও সেটা ভার্চুয়ালি অতিরিক্ত 8GB পর্যন্ত বাড়ানো যেতে পারে। 128GB এবং 256GB স্টোরেজ অপশন থাকছে। ফোনটি অ্যান্ড্রয়েড 15 নির্ভর Funtouch OS 15 সংস্করণে চলে। দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের সিকিউরিটি প্যাচের প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি।

iQOO Z10 Lite 5G ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করছে। প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেল Sony AI সেন্সর ও সেকেন্ডারি ক্যামেরাটি একটি 2 মেগাপিক্সেল বোকেহ লেন্স। সামনে, 5 মেগাপিক্সেল সিঙ্গেল সেলফি ক্যামেরা রয়েছে। ডিভাইসটি এআই ইরেজ, এআই ফটো এনহ্যান্স, ও ডকুমেন্ট মোড সহ বিভিন্ন AI বৈশিষ্ট্য সমর্থন করে। iQOO Z10 Lite 5G একটি কম দামি ফোন হলেও, ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP64 রেটিং এবং SGS ফাইভ-স্টার অ্যান্টি-ফল সার্টিফিকেশন পেয়েছে।

এছাড়াও, ফোনটি MIL-STD-810H সার্টিফায়েড। এতে 15W চার্জিং সাপোর্ট সহ 6,000 ব্যাটারি রয়েছে। এটি একবার চার্জ করলে 70 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম এবং 37 ঘন্টা পর্যন্ত কলিং টাইম প্রদান করবে বলে দাবি করা হয়েছে। কোম্পানি আরও জানিয়েছে যে 1,600 চার্জিং সাইকেলের পরেও ব্যাটারি 80 শতাংশ ক্ষমতা ধরে রাখবে। উল্লেখ্য,10,000 টাকার প্রাইস সেগমেন্টে iQOO Z10 Lite 5G প্রথম 6,000mAh ব্যাটারির স্মার্টফোন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Nothing Phone 3a Lite এর দাম ফাঁস, অবশেষে সস্তায় ফোন আনছে কোম্পানি
  2. OnePlus Turbo ভারতে দুর্দান্ত ফিচার্স নিয়ে আসছে, থাকবে বিশাল 8,000mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং
  3. ChatGPT Go এখন 1 বছরের জন্য ফ্রি! OpenAI-এর ঘোষণায় ইন্টারনেট তোলপাড়
  4. iQOO 15 নতুন অপারেটিং সিস্টেম সহ ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 7,000mAh ব্যাটারি ও 100x জুম ক্যামেরা
  5. 200MP পেরিস্কোপ এবং 50MP প্রাইমারি ক্যামেরার সঙ্গে Xiaomi 17 Ultra আসছে বাজার তোলপাড় করতে
  6. OnePlus Ace 6: কম দামে 7,800mAh ব্যাটারি ও 165Hz স্ক্রিনের দুর্ধর্ষ গেমিং ফোন আনল ওয়ানপ্লাস
  7. OnePlus 15 বাজার কাঁপিয়ে লঞ্চ হল, নতুন ক্যামেরা, 120W ফাস্ট চার্জিং, 7,300mAh ব্যাটারি রয়েছে
  8. iQOO 15 ভারতে লঞ্চ হবে এই তারিখে, 100x ক্যামেরা জুম সহ থাকবে গেমিং প্রসেসর
  9. Nothing Phone 3a Lite অক্টোবর 29 লঞ্চ হচ্ছে, নজর কাড়বে LED আলোর ডিজাইন!
  10. Lava Shark 2 4G বাজারে এল মাত্র 6,999 টাকায়, রয়েছে 50 মেগাপিক্সেল AI ক্যামেরা
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »