আজ থেকে ভারতে iQOO Z10 Lite 5G এর বিক্রি শুরু। SBI ও HDFC ব্যাঙ্কের ক্রেডিট/ডেবিট কার্ডে 500 টাকা ছাড় পাবেন।
Photo Credit: iQOO
iQOO Z10 Lite 5G সাইবার গ্রিন এবং টাইটানিয়াম ব্লু রঙে পাওয়া যাবে
iQOO Z10 Lite 5G গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ থেকে বাজেট ফোনটির বিক্রি শুরু হয়েছে। 10,000 টাকারও কম দামে উপলব্ধ এই স্মার্টফোনের বেস মডেলে 4GB RAM + 128GB স্টোরেজ রয়েছে। এছাড়াও, 6GB RAM + 128GB স্টোরেজ ও 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। ডিভাইসটি MediaTek Dimensity 6300 চিপসেট দ্বারা চালিত এবং সারাদিন ব্যবহারের জন্য শক্তিশালী 6,000mAh ব্যাটারি রয়েছে। ফটোগ্রাফির জন্য, iQOO Z10 Lite 5G-এর ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা এবং সামনে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। জলের ছিটে থেকে বাঁচতে ফোনটিতে IP64 রেটিংও রয়েছে।
iQOO Z10 Lite 5G এর 4GB + 128GB স্টোরেজের বেস মডেলের দাম 9,999 টাকা। আবার ফোনটি 6GB + 128GB স্টোরেজ এবং 8GB + 256GB স্টোরেজ অপশনেও লঞ্চ হয়েছে, যাদের দাম যথাক্রমে 10,999 টাকা ও 12,999 টাকা। স্মার্টফোনটি সাইবার গ্রিন ও টাইটানিয়াম ব্লু রঙে উপলব্ধ। কোম্পানি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, SBI ও HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহারকারীরা 500 টাকা ছাড় পাবেন। তবে এই অফারটি শুধুমাত্র বিক্রয়ের প্রথম দিন, অর্থাৎ আজ, 25 জুন বৈধ। ফোনটি Amazon অথবা iQOO ইন্ডিয়া ই-স্টোরে গিয়ে কিনতে পারবেন।
iQOO Z10 Lite 5G ফোনের সামনে 6.74 ইঞ্চি ডিসপ্লে আছে। প্যানেলটি 90Hz রিফ্রেশ রেট, 1,000 নিট পিক ব্রাইটনেস, ও HD+ রেজোলিউশন সাপোর্ট করে। ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট বর্তমান। 8GB পর্যন্ত RAM থাকলেও সেটা ভার্চুয়ালি অতিরিক্ত 8GB পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এতে 128GB এবং 256GB স্টোরেজ অপশন থাকছে। সফটওয়্যারের দিক থেকে, এটি Android 15 নির্ভর Funtouch OS 15 কাস্টম স্কিনে রান করে। কোম্পানি ফোনটিতে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের সিকিউরিটি প্যাচ নিশ্চিত করেছে।
iQOO Z10 Lite 5G-এর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরা হিসাবে একটি 50 মেগাপিক্সেল Sony সেন্সর রয়েছে। আর সেকেন্ডারি ক্যামেরা হল 2 মেগাপিক্সেলের একটি বোকেহ লেন্স। সেলফি ও ভিডিয়ো কলের জন্য একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। হ্যান্ডসেটে এআই ইরেজ, এআই ফটো এনহ্যান্স, ও এআই ডকুমেন্ট মোড সহ বিভিন্ন AI বৈশিষ্ট্য মিলবে। iQOO Z10 Lite 5G মডেলটি SGS ফাইভ-স্টার অ্যান্টি-ফল সার্টিফিকেশন পেয়েছে।
এছাড়াও, ডিভাইসটি MIL-STD-810H সার্টিফায়েড ও IP64 রেটিং প্রাপ্ত। ফোনটির 6,000mAh ব্যাটারি 15W চার্জিং সাপোর্ট করে। ব্যাটারি একবার চার্জ করলে 70 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম এবং 37 ঘন্টা পর্যন্ত কলিং টাইম প্রদান করবে বলে জানানো হয়েছে। কোম্পানি আরও দাবি করেছে যে 1,600 চার্জিং সাইকেলের পরেও ব্যাটারি 80 শতাংশ ক্ষমতা ধরে রাখবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Operation Undead Is Now Streaming: Where to Watch the Thai Horror Zombie Drama
Aaromaley OTT Release: When, Where to Watch the Tamil Romantic Comedy Online
Mamta Child Factory Now Streaming on Ultra Play: Know Everything About Plot, Cast, and More