Lava Bold N1 Lite ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করে
Photo Credit: Lava
Lava Bold N1 Lite ব্যাপক সস্তায় শীঘ্রই লঞ্চ হচ্ছে। ভারতীয় সংস্থাটি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, ফোনটি Amazon ই-কমার্স সাইটে লিস্টেড হয়েছে। অনলাইন শপিং প্ল্যাটফর্মটি এর ডিজাইন, স্পেসিফিকেশন, ফিচার্স, ও কালার অপশন প্রকাশ করেছে। ডিসকাউন্ট অর্ন্তভুক্ত করে এই ফোন 5,700 টাকারও কমে কেনা যেতে পারে। অর্থাৎ খেটে খাওয়া মানুষদের জন্য পারফেক্ট চয়েস। বৈশিষ্ট্যের কথা বললে, Lava Bold N1 Lite বড় HD+ ডিসপ্লে, 6 জিবি পর্যন্ত র্যাম (ভার্চুয়াল র্যাম অর্ন্তভুক্ত), 13 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, 64 জিবি অনবোর্ড স্টোরেজ, ফেস আনলক, ও 5,000mAh ব্যাটারি রয়েছে।
প্রতিবেদন লেখার সময় Lava Bold N1 Lite মডেলটি অ্যামাজনে 15 শতাংশ ছাড়ে 5,698 টাকায় বিক্রি হচ্ছে। যেখানে হ্যান্ডসেটটির এমআরপি (MRP) বা ম্যাক্সিমাম রিটেল প্রাইস 6,699 টাকা লেখা আছে। বাক্সের সঙ্গে চার্জার ও কভার দিচ্ছে লাভা। লিস্টিং অনুসারে, এটি ক্রিস্টাল ব্লু ও ক্রিস্টাল গোল্ড কালার অপশনে পাওয়া যাবে। ফোনটি 3 জিবি র্যাম এবং 64 জিবি ইন্টার্নাল স্টোরেজের একটাই ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে।
অ্যামাজনের লিস্টিং থেকে জানা গিয়েছে, লাভা বোল্ড এন1 লাইট একটি 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লে দিয়ে সজ্জিত। এটি HD+ রেজোলিউশন, 269 পিপিআই পিক্সেল ডেনসিটি এবং 90 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। সেলফি ক্যামেরার জন্য এর সামনে হোল-পাঞ্চ কাটআউট রয়েছে। ফোনটি 9.0 মিমি পুরু এবং ওজন 193 গ্রাম। ফোনে অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম আছে।
Lava Bold N1 Lite ফোনটিতে Unisoc-এর অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 3 জিবি পর্যন্ত র্যাম এবং 64 জিবি পর্যন্ত স্টোরেজের সঙ্গে যুক্ত। এর সঙ্গে 6 জিবি ভার্চুয়াল র্যামের (3 জিবি + 3 জিবি) সাপোর্ট আছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বৃদ্ধি করা যাবে কিনা, তা এখনও জানা যায়নি। পাওয়ার ব্যাকআপের জন্য, 10W ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারি আছে।
ফটোগ্রাফির কথা বললে, লাভার নতুন ফোনের রিয়ার প্যানেলে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি সেকেন্ডারি সেন্সর আছে। ব্যাক ক্যামেরা 30 ফ্রেম প্রতি সেকেন্ডে 1080p রেকর্ডিং সাপোর্ট করে। আর সামনে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। জল এবং ধুলো থেকে রক্ষার জন্য IP54 রেটিং আছে।
প্রসঙ্গত, Lava Agni 4 নভেম্বরে ভারতে লঞ্চ হবে। এটি সংস্থার প্রথম 7,000mAh ব্যাটারির হ্যান্ডসেট হবে বলে শোনা যাচ্ছে। দাম 25,000 টাকা হতে পারে। এতে 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে মিলতে পারে যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও FHD+ রেজোলিউশন সাপোর্ট করবে। এছাড়াও, MediaTek Dimensity 8350 প্রসেসর ব্যবহার হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.