Lava Agni 4 স্মার্টফোনটি 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত MediaTek Dimensity 8350 প্রসেসর দ্বারা পরিচালিত হবে।
Photo Credit: 91Mobiles
Lava Agni 4 ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করতে পারে
Lava Agni 4 মডেলটির লঞ্চ নিয়ে বড় আপডেট। Lava Agni 3 গত বছর অক্টোবরে ভারতে এসেছিল। ফোনটির উত্তরসূরী মডেল 13 মাস পর, নভেম্বরেই আত্মপ্রকাশ করবে বলে জানা গিয়েছে। ভারতীয় সংস্থাটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে হ্যান্ডসেটটির প্রথম টিজার প্রকাশ করেছে। ডিজাইন সম্পূর্ণ উন্মোচিত না করলেও, এতে কালো রঙ ও আড়াআড়ি ভাবে বসানো রিয়ার ক্যামেরা ইউনিটের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এটি দেখতে অনেকটা LG-এর পুরনো স্মার্টফোনগুলির মতো বলে মনে হচ্ছে। Lava Agni 4 সংস্থার প্রথম 7,000mAh ব্যাটারির হ্যান্ডসেট হবে বলে শোনা যাচ্ছে। বিভিন্ন সূত্র ইতিমধ্যেই ছবি ও ফিচারগুলি ফাঁস করেছে।
Lava Agni 4 ভারতে নভেম্বরে লঞ্চ হবে ঠিকই, কিন্তু সংস্থা এখনও তারিখ ঘোষণা করেনি। LG-এর পুরনো ফ্ল্যাগশিপে যেমন আড়াআড়ি বসানো ক্যামেরা মডিউল থাকতো, সেই স্টাইল অনুসরণ করে লাভার আপকামিং ফোনে হরাইজন্টাল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। মাঝখানে LED ফ্ল্যাশ এবং তার দুই পাশে উল্লম্বভাবে একজোড়া ক্যামেরা থাকবে। ক্যামেরা মডিউলের চারপাশে একটি মেটাল ফ্রেম থাকবে যা সামান্য কিছুটা উঁচু বলে মনে হচ্ছে।
পূর্বের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, লাভা অগ্নি 4 ভারতে 25,000 টাকায় লঞ্চ হতে পারে। এটি সম্ভবত বেস মডেলের দাম হবে। এতে পূর্বসূরী মডেলের স্টাইলে কোনও সেকেন্ডারি ডিসপ্লে থাকবে না। আবার কার্ভড প্যানেলের পরিবর্তে ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার হবে। এটি 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসতে পারে যা ফুল-এইচডি প্লাস (FHD+) রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
লাভার নতুন মিড-রেঞ্জ ফোনে উন্নত ক্যামেরা সিস্টেম থাকতে চলেছে। এটি ডুয়েল 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে আসবে। প্রাইমারি ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সিস্টেম থাকবে। ফলে চলমান বস্তুর ছবি তোলার সময় ঝাপসা লাগবে না, তেমনই কম আলোতে ঝকঝকে ছবি উঠবে। তবে ফ্রন্ট ক্যামেরার বিষয়ে এখনও বিশেষ কিছু জানা যায়নি। Lava Agni 4-এর-এর আরও দু'টি গুরুত্বপূর্ণ আপগ্রেড থাকবে প্রসেসর ও ব্যাটারিতে।
হ্যান্ডসেটটি 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত MediaTek Dimensity 8350 প্রসেসর দ্বারা পরিচালিত হবে। সঙ্গে UFS 4.0 অনবোর্ড স্টোরেজ থাকবে। এতে পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি থাকবে বলে জল্পনা শোনা যাচ্ছে। যেখানে Lava Agni 3 মডেলে 5,000mAh ক্ষমতার ব্যাটারি ছিল। প্রসঙ্গত, 2024 সালের অক্টোবরে লঞ্চ হওয়ার সময় এর দাম 20,999 টাকা রাখা হয়েছিল৷ লাভার আসন্ন দেশী স্মার্টফোন স্যামসাং, ওপ্পো, ভিভো, রিয়েলমি, রেডমির মতো প্রথম সারির সংস্থাগুলিকে টেক্কা দিতে পারবে কিনা, সেটাই এখন দেখার৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nothing Phone 3a Lite Reported to Launch in Early November: Expected Price, Specifications
HMD Fusion 2 Key Features, Specifications Leaked Online: Snapdragon 6s Gen 4, New Smart Outfits, and More
Google Says Its Willow Chip Hit Major Quantum Computing Milestone, Solves Algorithm 13,000X Faster