সাশ্রয়ী মূল্যে ভারতের বাজারে এসে গিয়েছে Lava Yuva 4
Lava Yuva 4 হ্যান্ডসেটটি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। বৃহস্পতিবার হ্যান্ডসেট উন্মোচিত হয়েছে। Lava কোম্পানী সাশ্রয়ী মূল্যে হ্যান্ডসেটটির নিয়ে এসেছে। এটিতে Unisoc T606 চিপসেট যুক্ত করা আছে। হ্যান্ডসেটটি 5000 মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে এসেছে, যেটি এই মূল্যের দামের স্মার্টফোনের জন্য এক অসাধারণ পরিষেবা। এছাড়াও এটিতে একটি 50মেগাপিক্সেলের ক্যামেরা আছে