Lava Shark 2 4G একটি মেজর Android আপগ্রেড এবং 2 বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে।
Photo Credit: Lava
Lava Shark 2 4G has a 50-megapixel AI camera
Lava Shark 2 4G ভারতে 7,000 টাকারও কম দামে লঞ্চ হয়েছে। এটি একটি বাজেট মোবাইল হিসেবে এসেছে, যা খেটে খাওয়া মানুষদের সস্তায় স্মার্টফোন কেনার স্বপ্নপূরণ করবে। লাভার এই স্বদেশি ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত 6.75 ইঞ্চি ডিসপ্লে, 5,000mAh ব্যাটারি, Unisoc T7250 প্রসেসর, 8 জিবি পর্যন্ত (ভার্চুয়াল র্যাম অর্ন্তভুক্ত), 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 2 টেরাবাইট পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। সংস্থা জানিয়েছে, নতুন স্মার্টফোনটি 2 বছরের জন্য সিকিউরিটি আপডেট ও একটি মেজর Android আপগ্রেড পাবে। এতে Android 15 আগে থেকে ইনস্টল অবস্থায় মিলবে।
লাভা শার্ক 2 4G একটি 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি HD+ রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফলে স্ক্রোলিং, গেমিং, এবং ভিডিও দেখার সময় মসৃণ অভিজ্ঞতা পাওয়া যাবে।
ছবি ও ভিডিও তোলার জন্য, লাভার নতুন স্মার্টফোনের পিছনের অংশে একটি 50 মেগাপিক্সেল AI ক্যামেরা আছে। আর সামনে সেলফি ও ভিডিও কলের জন্য, একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
Lava Shark 2 4G ফোনটিতে অক্টা-কোর Unisoc T7250 প্রসেসর ও Mali-G57 MP1 GPU ব্যবহার করা হয়েছে। এটি 4 জিবি পর্যন্ত র্যাম এবং 64 জিবি পর্যন্ত সঙ্গে যুক্ত। এর সঙ্গে 8 জিবি ভার্চুয়াল র্যাম (4 জিবি + 4 জিবি) সাপোর্ট আছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, লাভার নতুন ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি আছে। USB টাইপ C কেবলের মাধ্যমে চার্জ দেওয়া যাবে। তবে বাক্সের মধ্যে 10W চার্জার পাওয়া যাবে। হ্যান্ডসেটটির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ডুয়াল 4G VoLTE, IP54 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, ব্লুটুথ 5.2, এলইডি ফ্ল্যাশ, ইত্যাদি।
Lava Shark 2 4G ইক্লিপস গ্রে এবং অরোরা গোল্ড রঙে পাওয়া যাচ্ছে এবং এর দাম 6,999 টাকা। এটি চলতি মাস থেকেই রিটেল স্টোরে বিক্রি শুরু হবে বলে জানা গেছে। আবার অন্যান্য লাভা ফোনের মতো এতেও বিনামূল্যে হোম সার্ভিস পাওয়া যাবে। লাভা ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রোডাক্ট হেড সুমিত সিং বলেন, আমরা নিশ্চিত যে, এটি ক্রেতাদের পরবর্তী স্মার্টফোনে আপগ্রেড করার জন্য একটি নির্ভরযোগ্য পছন্দ হয়ে উঠবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Google Introduces Vibe Coding to Its AI Studio, Lets Users Create AI Apps With Text Prompts