Lava Agni 4 সংস্থার প্রথম 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাযুক্ত স্মার্টফোন হবে।
Photo Credit: Lava
Lava Agni 4 May Feature a 50 Megapixel Front Camera
Vivo, Samsung, Xiaomi, OnePlus-দের সঙ্গে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের মঞ্চ তৈরি করে ফেলেছে লাভা। আসলে ভারতীয় সংস্থাটির আসন্ন প্রিমিয়াম স্মার্টফোন Lava Agni 4 নিয়ে ক্রেতাদের প্রত্যাশা তুঙ্গে। অবশেষে চাইনিজ ব্র্যান্ডগুলিকে টেক্কা দেওয়ার মতো একটি ভাল ফোন বাজারে আসছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। Lava Agni 4 ভারতে নভেম্বর 20 লঞ্চ হচ্ছে। তার আগে হ্যান্ডসেটটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এসেছে। এটি লাভার প্রথম মডেল হতে চলেছে, যেখানে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। ফোনটি শক্তিশালী MediaTek Dimensity 8350 প্রসেসরে রান করবে, এর ফলে দুর্দান্ত পারফরম্যান্স পাওয়া যাবে।
টেক ব্লগার দেবায়ন রায় (গ্যাজটসডেটা)-এর X পোস্ট থেকে জানা গেছে, লাভা অগ্নি 4 ডুয়াল ক্যামেরা সিস্টেম সহ আসতে পারে। মেইন ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্টযুক্ত 50 মেগাপিক্সেল সেন্সর ও একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে। লাভার ফোনে প্রথমবার সেলফি ও ভিডিও কল করার জন্য 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা মিলবে।
Lava Agni 4 একটি 6.67 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশন সমর্থন করবে। হাই-পারফরম্যান্সের জন্য, স্মার্টফোনটি LPDDR4x র্যাম এবং UFS 4.0 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 প্রসেসর দ্বারা চালিত হবে।
লাভার আপকামিং ফোনে Android-এর কোন ভার্সন ইনস্টল করা থাকবে, তা জানা যায়নি। তবে এটি তিন বছরের জন্য অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং চার বছর সিকিউরিটি প্যাচ আপডেট পাবে বলে জানা গেছে। ফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে থাকছে ইনফ্রারেড ব্লাস্টার, ইউএসবি 3.2, কাস্টমাইজেবল অ্যাকশন কী, IP64 স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতা, এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, ও Wi-Fi 6E.
উল্লেখ্য, Lava Agni 4 এর ব্যাটারি ক্যাপাসিটি এবং চার্জিং স্পিড এখনও নিশ্চিত করা যায়নি। এটি 5,000mAh অথবা 7,000mAh হতে পারে। ফোনের দাম 30,000 টাকার মধ্যে থাকবে। অন্য দিকে, একই দিনে (নভেম্বর 20) Realme GT 8 Pro ভারতে লঞ্চ হবে। এটি একটি পিওর ফ্ল্যাগশিপ ডিভাইস যা Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলে।
রিয়েলমির নতুন ফোনে 7,000mAh ব্যাটারি আছে। এটি 120 ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটির রিয়ার ক্যামেরা সেটআপ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং 120x ডিজিটাল জুম সহ 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। ডিভাইসটির সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
WhatsApp for Android May Let Users Reserve Same Usernames Used on Facebook and Instagram