Lava আনছে প্রিমিয়াম ফিচার্সের বাজেট 5G ফোন, লঞ্চের আগে দেখা গেল IMEI সাইটে

Lava Shark Pro 5G এখন IMEI ডেটাবেসে LXX527 মডেল নম্বর সহ দেখা গিয়েছে।

Lava আনছে প্রিমিয়াম ফিচার্সের বাজেট 5G ফোন, লঞ্চের আগে দেখা গেল IMEI সাইটে

Photo Credit: Lava

Lava Shark 2 was launched in October, 2025

হাইলাইট
  • Lava Shark Pro 5G চলতি বছরেই লঞ্চ হতে পারে
  • এটি Lava Shark 2 4G-এর তুলনায় একাধিক আপগ্রেড আনবে
  • কোম্পানি এখনও লঞ্চ করার বিষয়ে কিছু জানায়নি
বিজ্ঞাপন

Lava Shark 2 4G অক্টোবর মাসের শেষে 7,000 টাকার কম দামে ভারতে লঞ্চ হয়েছিল। ভারতীয় সংস্থাটি এবার Lava Shark Pro 5G এর উপর কাজ শুরু করেছে। এটি 4G মডেলটির বিপরীতে প্রিমিয়াম ফিচার্সের সঙ্গে আসবে বলে জানা গিয়েছে। দাম আয়ত্তের মধ্যেই থাকবে। সংস্থা এখনও লঞ্চ তারিখ ঘোষণা করেনি, তবে ফোনটি IMEI ডেটাবেসে লিস্টেড হয়েছে। ফলে খুব তাড়াতাড়ি রিলিজ হবে বলে আশা করা হচ্ছে। Lava Agni 4 লঞ্চ হওয়ার পরের দিনই এই খবর সামনে এসেছে। Agni সিরিজের এই মডেলটি কোম্পানির ইতিহাসে সর্বাধুনিক ফোন। ফোনটিতে অ্যালুমিনিয়াম অ্যালয় মেটাল ফ্রেম, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং 66W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।

Lava Shark Pro 5G শীঘ্রই ভারতে লঞ্চ হবে

টেক ব্লগার পারস গুগলানির রিপোর্ট অনুসারে, Lava Shark Pro 5G এখন IMEI ডেটাবেসে LXX527 মডেল নম্বর সহ দেখা গিয়েছে। তবে লিস্টিংয়ে মার্কেটিং নাম নিশ্চিত হওয়া ছাড়া আর কোনও স্পেসিফিকশন বা হার্ডওয়্যারের তথ্য প্রকাশ হয়নি। IMEI বা অন্যান্য সার্টিফিকেশন ডেটাবেসে কোনও ফোন দেখতে পাওয়ার অর্থ হল, কোম্পানি ইন্টারনাল টেস্টিং শুরু করেছে।

আশা করা হচ্ছে, Lava Shark Pro 5G ডিভাইসটি 2026 সালের আগেই বাজারে আসতে পারে। এটি Lava Shark লাইনআপের চতুর্থ মডেল হতে চলেছে। এই সিরিজে ইতিমধ্যেই Lava Shark, Lava Shark 5G, ও Lava Shark 2 লঞ্চ হয়েছে। প্রতিটি স্মার্টফোনই বাজেট রেঞ্জে এসেছে। Shark 2 হল সর্বশেষ মডেল৷ ফোনটির দাম 6,999 টাকা থেকে শুরু।

প্রসঙ্গত, Lava Agni 4 বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে। এটি লাভার সর্বাধুনিক স্মার্টফোন। ফোনটি স্টক Android 15 অপারেটিং সিস্টেমে চলে। হ্যান্ডসেটটি তিনটি মেজর OS আপগ্রেড ও চার বছর সিকিউরিটি আপডেট পাবে। এতে অ্যাকশন বাটন পেয়েছে। এই শর্টকার্ট বোতামে আলতো চাপ, ডাবল প্রেস বা দীর্ঘ চাপের মাধ্যমে একশোর বেশি কম্বিনেশন সেট করা যাবে। বাটনটির মাধ্যমে ক্যামেরা চালু, অ্যাপ খোলা বা টর্চ জ্বালানো সহ বিভিন্ন কাজ করা যাবে।

ডিভাইসের সামনে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 1.5K রেজোলিউশন, 2,400 নিট পিক ব্রাইটনেস, এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা বর্তমান। পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স রয়েছে। Lava Agni 4 এর দাম ভারতে 22,999 টাকা (অফার যোগ করে)। ফোনটি 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের একটাই ভার্সনে উপলব্ধ।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Redmi Note 15 5G মিড-রেঞ্জে বড় ধামাকা নিয়ে ভারতে আসছে, ব্যাটারি চলবে 5 বছর!
  2. Samsung বছরের সেরা অফার আনল, 42,000 টাকারও বেশি ছাড়ে বিক্রি হচ্ছে এই ফোন
  3. মিসড কল মেসেজ সহ একঝাঁক নতুন ফিচার আনল WhatsApp, স্ট্যাটাস ও চ্যাটেও বিরাট পরিবর্তন
  4. Realme Narzo 90 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, সস্তায় সেরা ফিচার পাবেন
  5. Vivo S50 স্মার্টফোনের জগতে ঝড় তুলতে আসছে, যেমন ক্যামেরা, তেমন প্রসেসর ও ব্যাটারি
  6. Samsung গ্রাহকদের অভিযোগ মেনে নিয়ে স্মার্টফোনের প্রধান সমস্যা মেটাতে চলেছে
  7. Nothing Phone 4a এবং Phone 4a Pro স্মার্টফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, ফিচার্স কেমন দেখে নিন
  8. Poco M8 Pro: বাজেটে দুর্দান্ত ফোন আনছে পোকো, বিশাল ব্যাটারির সঙ্গে থাকছে 100W ফাস্ট চার্জিং
  9. OnePlus 15R Ace Edition স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা হল, বাজার কাঁপাতে আসছে এই মাসেই
  10. Redmi 15C 5G-এর সেল অবশেষে শুরু হল, এত সস্তায় 6,000mAh ব্যাটারি, AI ক্যামেরা!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »