Lava Shark Pro 5G এখন IMEI ডেটাবেসে LXX527 মডেল নম্বর সহ দেখা গিয়েছে।
Photo Credit: Lava
Lava Shark 2 was launched in October, 2025
Lava Shark 2 4G অক্টোবর মাসের শেষে 7,000 টাকার কম দামে ভারতে লঞ্চ হয়েছিল। ভারতীয় সংস্থাটি এবার Lava Shark Pro 5G এর উপর কাজ শুরু করেছে। এটি 4G মডেলটির বিপরীতে প্রিমিয়াম ফিচার্সের সঙ্গে আসবে বলে জানা গিয়েছে। দাম আয়ত্তের মধ্যেই থাকবে। সংস্থা এখনও লঞ্চ তারিখ ঘোষণা করেনি, তবে ফোনটি IMEI ডেটাবেসে লিস্টেড হয়েছে। ফলে খুব তাড়াতাড়ি রিলিজ হবে বলে আশা করা হচ্ছে। Lava Agni 4 লঞ্চ হওয়ার পরের দিনই এই খবর সামনে এসেছে। Agni সিরিজের এই মডেলটি কোম্পানির ইতিহাসে সর্বাধুনিক ফোন। ফোনটিতে অ্যালুমিনিয়াম অ্যালয় মেটাল ফ্রেম, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং 66W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
টেক ব্লগার পারস গুগলানির রিপোর্ট অনুসারে, Lava Shark Pro 5G এখন IMEI ডেটাবেসে LXX527 মডেল নম্বর সহ দেখা গিয়েছে। তবে লিস্টিংয়ে মার্কেটিং নাম নিশ্চিত হওয়া ছাড়া আর কোনও স্পেসিফিকশন বা হার্ডওয়্যারের তথ্য প্রকাশ হয়নি। IMEI বা অন্যান্য সার্টিফিকেশন ডেটাবেসে কোনও ফোন দেখতে পাওয়ার অর্থ হল, কোম্পানি ইন্টারনাল টেস্টিং শুরু করেছে।
আশা করা হচ্ছে, Lava Shark Pro 5G ডিভাইসটি 2026 সালের আগেই বাজারে আসতে পারে। এটি Lava Shark লাইনআপের চতুর্থ মডেল হতে চলেছে। এই সিরিজে ইতিমধ্যেই Lava Shark, Lava Shark 5G, ও Lava Shark 2 লঞ্চ হয়েছে। প্রতিটি স্মার্টফোনই বাজেট রেঞ্জে এসেছে। Shark 2 হল সর্বশেষ মডেল৷ ফোনটির দাম 6,999 টাকা থেকে শুরু।
প্রসঙ্গত, Lava Agni 4 বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে। এটি লাভার সর্বাধুনিক স্মার্টফোন। ফোনটি স্টক Android 15 অপারেটিং সিস্টেমে চলে। হ্যান্ডসেটটি তিনটি মেজর OS আপগ্রেড ও চার বছর সিকিউরিটি আপডেট পাবে। এতে অ্যাকশন বাটন পেয়েছে। এই শর্টকার্ট বোতামে আলতো চাপ, ডাবল প্রেস বা দীর্ঘ চাপের মাধ্যমে একশোর বেশি কম্বিনেশন সেট করা যাবে। বাটনটির মাধ্যমে ক্যামেরা চালু, অ্যাপ খোলা বা টর্চ জ্বালানো সহ বিভিন্ন কাজ করা যাবে।
ডিভাইসের সামনে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 1.5K রেজোলিউশন, 2,400 নিট পিক ব্রাইটনেস, এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা বর্তমান। পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স রয়েছে। Lava Agni 4 এর দাম ভারতে 22,999 টাকা (অফার যোগ করে)। ফোনটি 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজের একটাই ভার্সনে উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket