Lava Shark Pro 5G এখন IMEI ডেটাবেসে LXX527 মডেল নম্বর সহ দেখা গিয়েছে।
Photo Credit: Lava
Lava Shark 2 was launched in October, 2025
Lava Shark 2 4G অক্টোবর মাসের শেষে 7,000 টাকার কম দামে ভারতে লঞ্চ হয়েছিল। ভারতীয় সংস্থাটি এবার Lava Shark Pro 5G এর উপর কাজ শুরু করেছে। এটি 4G মডেলটির বিপরীতে প্রিমিয়াম ফিচার্সের সঙ্গে আসবে বলে জানা গিয়েছে। দাম আয়ত্তের মধ্যেই থাকবে। সংস্থা এখনও লঞ্চ তারিখ ঘোষণা করেনি, তবে ফোনটি IMEI ডেটাবেসে লিস্টেড হয়েছে। ফলে খুব তাড়াতাড়ি রিলিজ হবে বলে আশা করা হচ্ছে। Lava Agni 4 লঞ্চ হওয়ার পরের দিনই এই খবর সামনে এসেছে। Agni সিরিজের এই মডেলটি কোম্পানির ইতিহাসে সর্বাধুনিক ফোন। ফোনটিতে অ্যালুমিনিয়াম অ্যালয় মেটাল ফ্রেম, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং 66W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
টেক ব্লগার পারস গুগলানির রিপোর্ট অনুসারে, Lava Shark Pro 5G এখন IMEI ডেটাবেসে LXX527 মডেল নম্বর সহ দেখা গিয়েছে। তবে লিস্টিংয়ে মার্কেটিং নাম নিশ্চিত হওয়া ছাড়া আর কোনও স্পেসিফিকশন বা হার্ডওয়্যারের তথ্য প্রকাশ হয়নি। IMEI বা অন্যান্য সার্টিফিকেশন ডেটাবেসে কোনও ফোন দেখতে পাওয়ার অর্থ হল, কোম্পানি ইন্টারনাল টেস্টিং শুরু করেছে।
আশা করা হচ্ছে, Lava Shark Pro 5G ডিভাইসটি 2026 সালের আগেই বাজারে আসতে পারে। এটি Lava Shark লাইনআপের চতুর্থ মডেল হতে চলেছে। এই সিরিজে ইতিমধ্যেই Lava Shark, Lava Shark 5G, ও Lava Shark 2 লঞ্চ হয়েছে। প্রতিটি স্মার্টফোনই বাজেট রেঞ্জে এসেছে। Shark 2 হল সর্বশেষ মডেল৷ ফোনটির দাম 6,999 টাকা থেকে শুরু।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iPhone 17e, Affordable MacBook Said to Launch Next Year Alongside 12th Generation iPad