Lava Agni 4 তিনটি মেজর OS আপগ্রেড এবং চার বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে।
Photo Credit: Lava
Lava Agni 4 features a dual rear camera setup
Lava Agni 4 অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে। এটি ভারতীয় সংস্থাটির সর্বাধুনিক স্মার্টফোন ও অ্যালুমিনিয়াম অ্যালয় মেটাল ফ্রেমের সঙ্গে এসেছে। পূর্বসূরী Agni 3-এর তুলনায় ডিসপ্লে, ক্যামেরা সেটআপ, ফাস্ট চার্জিং — প্রতিটি ডিপার্টমেন্টে আপগ্রেড এনেছে কোম্পানি। Lava Agni 4 এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্টেরিও স্পিকার, কাস্টমাইজেবল অ্যাকশন কী, X-অ্যাক্সিস লিনিয়ার স্পিকার, IP64-স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 4K ভিডিও রেকর্ডিং, ইনফ্রারেড (IR) ব্লাস্টার), VC কুলিং সিস্টেম, ইত্যাদি। এটি মিড-রেঞ্জে Vivo, Samsung, ও Oppo-এর মতো সংস্থাকে টেক্কা দিতে সক্ষম। ফোনটির ডিজাইন খুব সুন্দরভাবে করেছে লাভা। চলুন এর দাম এবং খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।
Lava Agni 4 একটি 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে যা 1.5K রেজোলিউশন, 2,400 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 446 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। সংস্থা জানিয়েছে, তারা ফোনটির সামনের দিকে 1.7 মিমি সমান বেজেল সহ অ্যালুমিনিয়াম মেটাল ফ্রেম ও পিছনে ম্যাট AG গ্লাস ব্যবহার করেছে।
Corning Gorillla Glass স্ক্রিনকে যে কোনও আঘাত ও আঁচড় থেকে রক্ষা করবে। এই স্মার্টফোনে ওয়েট টাচ কন্ট্রোল নামে একটি বৈশিষ্ট্য রয়েছে, যা তেলতেলে বা ভেজা হাতে ব্যবহার করার সময় স্ক্রিনের টাচ রেসপন্স বাড়াতে সাহায্য করবে।
ছবি ও ভিডিও তোলার জন্য, লাভা অগ্নি 4 এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.79 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনটির সামনে 50 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা বর্তমান। ব্যাক ও সেলফি ক্যামেরা উভয় 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Lava Agni 4 শক্তিশালী MediaTek Dimensity 8350 প্রসেসর দ্বারা চালিত, যা 8 জিবি LPDDR4x র্যাম এবং 256 জিবি UFS 4.0 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটিতে 16 জিবি ভার্চুয়াল র্যামের (8 জিবি + 8 জিবি) সাপোর্ট আছে। ডিভাইসটি AnTuTu বেঞ্চমার্কে 14 লাখে উপর স্কোর করেছে বলে দাবি কোম্পানির। স্মার্টফোনের তাপমাত্রা কন্ট্রোল করার জন্য 4,300 স্কোয়ার মিলিমিটার ভ্যাপার চেম্বার লিকুইড কুলিং সিস্টেম রয়েছে।
লাভার নতুন ফোনে 5,000mAh ব্যাটারি ও 66W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। ব্যাটারি 19 মিনিটে 0-50 শতাংশ চার্জ হতে সক্ষম। এটি সংস্থার প্রথম মডেল যা অ্যাকশন বাটন পেয়েছে৷ এই শর্টকার্ট বোতামে আলতো চাপ, দীর্ঘ চাপ বা ডাবল প্রেসের মাধ্যমে একশোর বেশি কম্বিনেশন সেট করা যাবে। বাটনটির মাধ্যমে ক্যামেরা চালু, অ্যাপ খোলা বা টর্চ জ্বালানো সহ বিভিন্ন কাজ করা যাবে।
ডিভাইসটির প্রাইভেসি ও সিকিউফিটি ফিচারের মধ্যে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, অ্যান্টি-থেফ্ট এলার্ম। এটি স্টক Android 15 অপারেটিং সিস্টেমে চলে। হ্যান্ডসেটটি তিনটি মেজর OS আপগ্রেড এবং চার বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে।
Lava Agni 4 এর দাম ভারতে 22,999 টাকা। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড অফার অর্ন্তভুক্ত করে এই দাম। ফোনটি 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজের একটাই অপশনে এসেছে। স্মার্টফোনটি ফ্যান্টম ব্ল্যাক ও লুনার মিস্ট রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। নভেম্বর 25 থেকে Amazon-এর মাধ্যমে হ্যান্ডসেটটির সেল শুরু হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Night Swim Streaming Now On JioHotstar: Everything You Need To Know About This Supernatural Horror
Apple's App Store Awards 2025 Finalists Include BandLab, HBO Max, Detail and More