Lava Bold N1 5G এর বডি IP54 সার্টিফায়েড। এর অর্থ ফোনটি জল এবং ধুলো থেকে নির্দিষ্ট সীমা পর্যন্ত সুরক্ষিত।
Photo Credit: Lava
Lava Bold N1 5G অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের সময় বিক্রি হবে
Lava Bold N1 5G শুক্রবার ভারতে লঞ্চ হল। এই ফোন 7,000 টাকারও কম দামে কিনতে পারবেন। লাভা দাবি করেছে, এটি দেশের সবথেকে সস্তা ট্রু 5G স্মার্টফোন যা ভারতের সমস্ত 5G নেটওয়ার্ক সাপোর্ট করে। প্রিমিয়াম ডিজাইন, দুর্দান্ত ফিচার্স, ও স্টক Android সফটওয়্যার হ্যান্ডসেটটির মুখ্য আকর্ষণ। Lava Bold N1 5G এর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে 90 হার্টজ ডিসপ্লে, অক্টা-কোর প্রসেসর, 8 জিবি র্যাম (ভার্চুয়াল র্যাম অর্ন্তভুক্ত), 1 টিবি পর্যন্ত স্টোরেজ সাপোর্ট, ডুয়াল সিম, Android 15, ডুয়াল সিম (5G+5G) স্ট্যান্ডবাই, IP54 জলরোধী রেটিং, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Lava Bold N1 5G ভারতে 7,499 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 4 জিবি র্যাম এবং 64 জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে। তবে। তবে SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ফোনটি 6,749 টাকায় কিনতে পারবে। কারণ, 750 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট আছে। অন্য দিকে, 4 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 7,999 টাকা। এটিও 750 টাকা ছাড়ে 7,249 টাকায় পাওয়া যাবে। স্মার্টফোনটি শ্যাম্পেন গোল্ড ও রয়্যাল ব্লু রঙে উপলব্ধ। Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভালের সময় সেল শুরু হবে। দেশজুড়ে নতুন ফোনটির গ্রাহকদের জন্য বিনামূল্যে হোম সার্ভিস দেবে লাভা।
Lava Bold N1 5G বিএসএনএল, এয়ারটেল, জিও, ও ভোডাফোন আইডিয়া (ভি)-এর 5G নেটওয়ার্ক সাপোর্ট করে। ডিভাইসটির সামনে 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন HD+ রিফ্রেশ রেট 90 হার্টজ, এবং আসপেক্ট রেশিও 20:9। ফোনটিতে Unisoc T765 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 4 জিবি পর্যন্ত র্যাম ও 128 জিবি পর্যন্ত স্টোরেজের সঙ্গে যুক্ত। সঙ্গে 8 জিবি ভার্চুয়াল র্যামের (4 জিবি + 4 জিবি) সাপোর্ট আছে। একটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যেতে পারে।
লাভা বোল্ড এন1 5G স্টক Android 15 অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত। এটি দু'টি মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড (Android 17) 3 বছরের সিকিউরিটি আপডেট পাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি। পাওয়ার ব্যাকআপের জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ক্ষমতার ব্যাটারি রয়েছে। সুরক্ষার জন্য ফোনটিতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচার বর্তমান।
ফটোগ্রাফির কথা বললে, লাভার নতুন 5G হ্যান্ডসেটের পিছনে AI সমর্থিত 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা রয়েছে যা 4K ভিডিয়ো রেকর্ডিং সাপোর্ট করে। আর সামনে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরায় পোর্ট্রেট, নাইট, প্রো এবং স্লো মোশন মোড দেওয়া হয়েছে। Lava Bold N1 5G এর বডি IP54 সার্টিফায়েড। এর অর্থ ফোনটি জল এবং ধুলো থেকে নির্দিষ্ট সীমা পর্যন্ত সুরক্ষিত। ফোনটির বাক্সে 10W চার্জিং অ্যাডাপ্টার মিলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন