Lava Blaze Duo 3 5G ফোনের সামনে ও পিছনে যথাক্রমে 6.74 ইঞ্চি এবং 1.6 ইঞ্চি ডিসপ্লে রয়েছে।
Photo Credit: Lava
Lava Blaze Duo 3 5G features a 1.6 inch secondary AMOLED display
Lava Blaze Duo 3 5G সোমবার ডুয়াল ডিসপ্লের সাথে ভারতে লঞ্চ হল। সংস্থা দাবি করছে, এটি সেগমেন্টের প্রথম ফোন যা দুইটি স্ক্রিনের সাথে এসেছে। ফোনের সামনে ও পিছনে যথাক্রমে 6.74 ইঞ্চি এবং 1.6 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। উভয় স্ক্রিনে অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে। সেকেন্ডারি ডিসপ্লে ক্যামেরা মডিউলের পাশে অবস্থিত। এর মাধ্যমে এক নজরে নোটিফিকেশন দেখা যাবে। আবার সেলফির জন্য ভিউফাইন্ডার হিসেবে কাজ করবে। ফলে পিছনের ক্যামেরার মাধ্যমে সহজেই হাই-কোয়ালিটি সেলফি তোলা যাবে। চলুন Lava Blaze Duo 3 5G মডেলের দাম এবং সমস্ত খুঁটিনাটি তথ্য দেখে নেওয়া যাক।
লাভা ব্লেজ ডুও 3 5G ফোনের সামনের ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (2,400 x 1080 পিক্সেল ) ও 1,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সেলফি ক্যামেরা একটি হোল পাঞ্চ কাটআউটের মধ্যে অবস্থিত। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। নতুন স্মার্টফোনের রিয়ার ক্যামেরায় 50 মেগাপিক্সেল Sony IMX752 প্রাইমারি সেন্সর (f/1.8 অ্যাপারচার) আছে। সেলফি ও ভিডিও কলের জন্য একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
Lava Blaze Duo 3 5G মডেলে 2.6 গিগাহার্টজ পিক ক্লক স্পিডের MediaTek Dimensity 7060 প্রসেসর দেওয়া হয়েছে। এটি 6 জিবি LPDDR5 র্যাম এবং 128 জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনে 12 জিবি ভার্চুয়াল র্যাম (6 জিবি + 6 জিবি) সাপোর্ট আছে। লাভার নতুন ফোনে শক্তিশালী 5,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি রয়েছে। এটি 33 ওয়াট (W) ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে।
এছাড়াও, এই ফোনে 7.55 মিমি স্লিক বডি, IP64 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, স্টেরিও স্পিকার, IR (ইনফ্রারেড) ব্লাস্টার, 5G কানেক্টিভিটি, ব্লুটুথ 5.2, 3.5 মিলিমিটার অডিও জ্যাক, ব্লোটওয়্যার-মুক্ত Android 15 অপারেটিং সিস্টেম, 2K ভিডিও রেকর্ডিং-সহ একাধিক ফিচার্স পাওয়া যাবে। আরও জানিয়ে রাখি, সেকেন্ডারি ডিসপ্লেটি ওয়াচ ফেসের সাথে কাস্টমাইজ করার সুবিধা মিলবে।
Amazon এর লিস্টিং অনুসারে, Lava Blaze Duo 3 5G ভারতে 16,999 টাকায় লঞ্চ হয়েছে৷ এটি 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের একটাই কনফিগারেশনে বিক্রি হবে। স্মার্টফোনটি মুনলাইট ব্ল্যাক ও ইম্পেরিয়াল গোল্ড রঙের বিকল্পে উপলব্ধ। ফোনটির সেল ইতিমধ্যেই শুরু হয়েছে। অ্যামাজনে গ্রেট রিপাবলিক ডে সেল উপলক্ষে 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এর ফলে দাম 15,999 টাকায় নেমে আসবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন