ডিসপ্লে ও পারফরম্যান্সের নিরিখে পোকো-কে টেক্কা দিয়েছে লাভা। কিন্তু ব্যাটারি ব্যাকআপে পোকো এগিয়ে।
Poco C85 vs Lava Play Max comparison
Lava Play Max ও Poco C85 5G মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে। দুই ফোনই 13,000 টাকার মধ্যে এসেছে। Poco C85 5G বড় ডিসপ্লে এবং পাওয়ারফুল ব্যাটারি অফার করে। Lava Play Max মডেলটিও শক্তিশালী প্রসেসর ও ভেপার চেম্বার কুলিং সিস্টেমের সঙ্গে এসেছে। কম বাজেটে নতুন ফোন কিনতে চাইলে, লাভা ও পোকো উভয় ভাল অপশন। কিন্তু দুই ফোনের মধ্যে ঠিক কোনটি বেছে নিলে উপযুক্ত হবে, সেই নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগতে শুরু করেছে। তাই Gadgets 360 বাংলার এই প্রতিবেদনে Lava Play Max ও Poco C85 5G-এর পূর্ণাঙ্গ তুলনা তুলে ধরা হল। এর ফলে আপনি নতুন ফোনগুলির বৈশিষ্ট্য সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন।
পোকো সি85 5G-এর সামনে 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে যা HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল), 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ও 810 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন TUV Rheinland এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। অর্থাৎ, এটি চোখ সুস্থ রাখতে সাহায্য করবে।
অন্য দিকে, লাভা প্লে ম্যাক্স 6.67 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে এসেছে যা FHD+ রেজোলিউশন (1,080 x 2,400 পিক্সেল) সমর্থন করে। অর্থাৎ, পোকোর HD+ স্ক্রিনের তুলনায় লাভার ফোনের FHD+ পর্দায় ছবি বা ভিডিও আরও তীক্ষ্ণ ও স্পষ্ট দেখাবে। এই ফোনেও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট আছে।
Poco C85 5G মডেলে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার হয়েছে। এটি ইন্টারনেট ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া চালানো, ও টুকটাক গেম খেলার জন্য মোটামুটি ভাল মানের চিপসেট। সঙ্গে 8 জিবি পর্যন্ত LPDDR4x র্যাম এবং সর্বোচ্চ 128 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজ অপশন আছে। SD কার্ডের মাধ্যমে স্টোরেজ 1 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যায়।
অন্য দিকে, Lava Play Max মডেলে Dimensity 7400 প্রসেসর রয়েছে৷ এটি পোকোর প্রসেসরের থেকেও পাওয়াফুল। চিপটি সর্বাধিক 8 জিবি LPDDR4x র্যাম এবং 128 জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ইন্টারনাল স্টোরেজের অব্যবহৃত অংশ 8 জিবি অব্দি ভার্চুয়াল র্যামে বদলে ফেলা যাবে। এতে SD কার্ডের মাধ্যমে স্টোরেজ 1 টেরাবাইট পর্যন্ত বাড়ানোর সুবিধা মিলবে।
পারফরম্যান্সের দিক থেকে পোকো-কে টেক্কা দিয়েছে লাভা। আবার মাল্টিটাস্কিং ও গেম খেলার সময় Play Max-এর তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে ভেপার চেম্পার (VC) কুলিং প্রযুক্তি ব্যবহার হয়েছে। লাভা দাবি করছে, COD, BGMI, Free Fire-এর মতো জনপ্রিয় মোবাইল গেমগুলি হিটিং বা গরম হওয়ার সমস্যা ছাড়াই ফোনে খেলা যাবে।
Poco C85 5G বিশাল 6,000mAh ব্যাটারি পেয়েছে যা 33W ফাস্ট চার্জিং ও 10W রিভার্স চার্জিং সাপোর্ট করে।সংস্থা দাবি করছে, ব্যাটারি একবার চার্জ দিলে 29 ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, 16 ঘন্টা রিলস ওয়াচ টাইম, 23 ঘন্টা WhatsApp, এবং 106 ঘন্টা মিউজিক প্লেব্যাক অফার করবে। কম রেজোলিউশনের ডিসপ্লে থাকার ফলে ফোনটি সহজেই এক চার্জে দেড় থেকে দুই দিন টিকবে বলে আশা করা যায়।
Lava Play Max তুলনামূলকভাবে কম ক্ষমতার 5,000mAh ব্যাটারি পেয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ব্যাটারি ডিপার্টমেন্টে পোকোর ফুল অ্যাডভ্যান্টেজ।
Poco C85 5G-এর পিছনে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল AI মেইন ক্যামেরা আছে। সঙ্গে একটি সেকেন্ডারি সেন্সরও রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে f/2.0 অ্যাপারচার-যুক্ত 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে৷
Lava Play Max-এর পিছনে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। ব্যাক ক্যামেরা 30 ফ্রেম প্রতি সেকেন্ড (FPS)-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। পোকোর থেকে লাভার ফোনের ক্যামেরা বেশি উন্নত বলে মনে করা হচ্ছে।
Poco C85 5G এর বেস 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের দাম 11,999 টাকা। অন্য দিকে, 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 12,999 টাকা ও 14,499 টাকা। অন্য দিকে, Lava Play Max-এর দাম ভারতে 12,999 টাকা (6 জিবি + 128 জিবি) থেকে শুরু হচ্ছে। আর 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজের মূল্য 14,499 টাকা।
Poco C85 5G তাদের জন্য উপযুক্ত, যারা লম্বা ব্যাটারি ব্যাকআপ চান বা বড় পর্দায় সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে ভালবাসেন। আবার লাভার থেকে 1,000 টাকা সাশ্রয় করা যাচ্ছে। অন্য দিকে, আপনি যদি মোবাইলে গেম খেলতে ভালবাসেন, কুলিং সিস্টেম ও উন্নত ডিসপ্লে চান, তাহলে Lava Play Max 5G পারফেক্ট চয়েস হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Neutrino Detectors May Unlock the Search for Light Dark Matter, Physicists Say
Uranus and Neptune May Be Rocky Worlds Not Ice Giants, New Research Shows
Steal OTT Release Date: When and Where to Watch Sophie Turner Starrer Movie Online?
Murder Report (2025): A Dark Korean Crime Thriller Now Streaming on Prime Video