Lava Play Max তার প্রাইস রেঞ্জে একমাত্র মডেল যা ভেপার চেম্বার (VC) কুলিং সিস্টেম দিয়ে সজ্জিত।
Photo Credit: Lava
Lava Play Max features a Vapor Chamber cooling system
Lava Play Max মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে। এটি একটি গেমিং স্মার্টফোন যা 13,000 টাকার কম দামে বাজারে এসেছে। ফোনটি তার প্রাইস রেঞ্জে একমাত্র মডেল যা ভেপার চেম্বার (VC) কুলিং সিস্টেম দিয়ে সজ্জিত। এই ব্যবস্থায় ডিভাইসের প্রসেসর ও অন্যান্য অংশ থেকে উৎপন্ন তাপ কার্যকরভাবে ব্যাক প্যানেল বা ফ্রেমের দিকে ছড়িয়ে পড়ে। এর ফলে ফোন দ্রুত ঠান্ডা হয়। হ্যান্ডসেটে MediaTek Dimensity 7400 প্রসেসর ব্যবহার হয়েছে। Lava Play Max-এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে IP54-স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 16 জিবি পর্যন্ত র্যাম (ফিজিক্যাল + ভার্চুয়াল), 33W ফাস্ট চার্জিং, 4K ভিডিও রেকর্ডিং, ব্লোটওয়্যার মুক্ত Android 15, ইত্যাদি।
Lava Play Max-এর দাম ভারতে 12,999 টাকা (6 জিবি +128 জিবি) থেকে শুরু হচ্ছে। ফোনটির 8 জিবি র্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 14,999 টাকা। এটি ডেকান ব্ল্যাক ও হিমালয়ান হোয়াইট কালার অপশনে উপলব্ধ। ডিসেম্বর থেকে বিক্রি শুরু হবে। তবে সেল ডেট এবং কোন ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাবে, তা এখনও বলেনি সংস্থা।
লাভা প্লে ম্যাক্স 6.67 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে এসেছে যা FHD+ রেজোলিউশন (1,080x2,400 পিক্সেল) ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটিতে মাল্টিটাস্কিং ও গেমিং-এর সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে ভেপার চেম্পার কুলিং প্রযুক্তি ব্যবহার করেছে সংস্থা। লাভা দাবি করছে, ক্ল্যাশ অফ ক্ল্যানস (COD), BGMI, Free Fire-এর মতো জনপ্রিয় মোবাইল গেমগুলি হিটিং বা গরম হওয়ার সমস্যা ছাড়াই ফোনে খেলা যাবে।
লাভার নতুন ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 প্রসেসর (4 ন্যানোমিটার) ও Mali-G615 MC2 GPU রয়েছে৷ চিপটি সর্বাধিক 8 জিবি LPDDR4x র্যাম এবং 128 জিবি পর্যন্ত UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ইন্টারনাল স্টোরেজের অব্যবহৃত অংশ 8 জিবি অব্দি ভার্চুয়াল র্যামে বদলে ফেলা যাবে। আবার SD কার্ডের মাধ্যমে স্টোরেজ 1 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করার সুবিধা মিলবে।
ছবি ও ভিডিও তোলার জন্য, Lava Play Max-এর পিছনে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনটির সামনে 8 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা বর্তমান। ব্যাক ক্যামেরা 30 ফ্রেম প্রতি সেকেন্ড (FPS)-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনটিতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
নয়া ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে রান করে। এতে কোনও ব্লোটওয়্যার প্রি-ইনস্টল করা নেই। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনে 5,000mAh ব্যাটারি দিয়েছে কোম্পানি। এই ব্যাটারি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Truecaller Introduces New Feature to Protect the Entire Family from Call-Based Scams
Starlink Executive Clarifies: India Pricing Was a 'Glitch', Still Awaiting Launch Approval
Honor Robot Phone to Enter Mass Production in H1 2026, Tipster Claims