Lava Agni 4 নভেম্বর 25 ভারতে লঞ্চ হয়েছিল। তার ঠিক পাঁচ দিন পর মঙ্গলবার থেকে ফোনটির সেল শুরু হয়েছে।
Photo Credit: Lava
Lava Agni 4 features a dual rear camera setup
Lava Agni 4 গত বৃস্পতিবার ভারতে লঞ্চ হয়েছিল। আর মঙ্গলবার থেকে ফোনটির সেল শুরু হয়েছে। এটি এখনও পর্যন্ত কোনও ভারতীয় সংস্থার তৈরি সর্বাধুনিক স্মার্টফোন। এতে অ্যালুমিনিয়াম অ্যালয় মেটাল ফ্রেম ব্যবহার হয়েছে। Amazon-এর মাধ্যমে হ্যান্ডসেটটি বিক্রি হচ্ছে। স্পেশাল লঞ্চ অফারের অংশ হিসেবে, ক্রেতারা দামে কিছুটা ছাড় পাবেন। Lava Agni 4 এর ফিচার্সের মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, কাস্টমাইজেবল অ্যাকশন কী, IP64-স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, X-অ্যাক্সিস লিনিয়ার মোটর, 4K ভিডিও রেকর্ডিং, ভ্যাপার চেম্বার (VC) কুলিং সিস্টেম, ইত্যাদি। চলুন ফোনটির দাম ও অফার সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Lava Agni 4 এর দাম ভারতে 24,999 টাকা। তবে ব্যাঙ্ক অফারের মাধ্যমে 22,999 টাকায় কেনার সুযোগ মিলবে। Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে প্রায় 2,700 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। আর ICICI ব্যাঙ্কের অন্যান্য ক্রেডিট কার্ডে EMI ও সরাসরি পেমেন্ট 2,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। স্মার্টফোনটি ফ্যান্টম ব্ল্যাক ও লুনার মিস্ট রঙে উপলব্ধ।
লাভা অগ্নি 4 এর সামনে একটি 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 2,400 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, ও 446 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। ফোনে অ্যালুমিনিয়াম মেটাল ফ্রেম ও পিছনে ম্যাট AG গ্লাস ব্যবহার করেছে কোম্পানি। লাভার নতুন ফোনে 5,000mAh ব্যাটারি ও 66W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। ব্যাটারি 19 মিনিটে 0-50 শতাংশ চার্জ হতে সক্ষম।
Lava Agni 4 শক্তিশালী MediaTek Dimensity 8350 প্রসেসরে রান করে। ফোনে 16 জিবি ভার্চুয়াল র্যাম (8 জিবি + 8 জিবি) সাপোর্ট আছে। স্মার্টফোন ঠান্ডা রাখার জন্য 4,300 স্কোয়ার মিলিমিটার ভ্যাপার চেম্বার লিকুইড কুলিং সিস্টেম রয়েছে। এটি স্টক Android 15 অপারেটিং সিস্টেমে চলে। সংস্থা তিনটি মেজর OS আপগ্রেড ও চার বছর সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।
হ্যান্ডসেটের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.79 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনটির সামনে 50 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা বর্তমান। ব্যাক এবং সেলফি ক্যামেরা উভয় 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনে একটি অ্যাকশন বাটন আছে যা আলতো চাপ, দীর্ঘ চাপ বা ডাবল প্রেসের মাধ্যমে একশোর বেশি কম্বিনেশন সেট করা যাবে — ক্যামেরা চালু, অ্যাপ খোলা বা ফ্লাশলাইট জ্বালানো।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন