বৃহস্পতিবার লঞ্চ হয়েছে Moto G7 সিরিজের চারটি নতুন স্মার্টফোন।এই ইভেন্টে লঞ্চ হয়েছে Moto G7, Moto G7 Play, Moto G7 Power আর Moto G7 Plus। ব্রাজিলের সাও পাওলো শহরে এক ইভেন্টে এই ফোনগুলি লঞ্চ হয়েছে। ইতিমধ্যেই ব্রাজিল ও মেক্সিকোতে বিক্রি শুরু হয়েছে এই চারটি ফোন। কিছুদিনের মধ্যেই উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপের দেশ গুলি ও ভারতে এই ফোন গুলি লঞ্চ হবে বলে জানিয়েছে কোম্পানি।
আরও পড়ুন: ভারতে Redmi Note 7 লঞ্চ: পাঁচটি আকর্ষনীয় তথ্য
এটি 2019 সালের Motorola -র প্রথম লঞ্চ। সম্প্রতি একই দামে লঞ্চ হয়েছে Samsung Galaxy M সিরিজ। 2019 সালে বিশ্বব্যাপী Moto G7 সিরিজের সামনে করা প্রতিযোগিতার সম্মুখীন হবে Samsung ফোনগুলি।
আরও পড়ুন: ফোল্ডেবল ডিসপ্লে সহ স্মার্টফোন দুনিয়ায় বিপ্লব আনবে নতুন Motorola Razr
Motorola জানিয়েছে Moto G7 এর দাম 299 মার্কিন ডলার (প্রায় 21,300 টাকা)। Moto G7 Plus এর দাম 299.99 ইউরো (প্রায় 24,500 টাকা)। Moto G7 Power 249 মার্কিন ডলার (প্রায় 17,800 টাকা) আর Moto G7 Play ফোনের দাম 199 মার্কিন ডলার (প্রায় 14,200 টাকা)। চারটি ফোনে চলবে লেটেস্ট Android 9 Pie অপারেটিং সিস্টেম।
আরও পড়ুন: এখনই কীভাবে কিনবেন Xiaomi -র জুতো?
Moto G7 এ থাকবে একটি 6.24 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 632 চিপসেট, 4GB RAM আর 3,000mAh ব্যাটারি। ছবি তোলার জন্য থাকছে 12 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। লঞ্চের সময় Moto G7 ফোনে চলবে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম।
আরও পড়ুন: এক নজরে Nokia 9 PureView ফোনের পাঁচটি রিয়ার ক্যামেরা
Moto G7 Plus এ থাকবে একই 6.24 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 3,000mAh ব্যাটারি। ছবি তোলার জন্য থাকছে 16 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
আরও পড়ুন: 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা নিয়ে আসছে Vivo V15 Pro, জেনে নিন স্পেসিফিকেশন
Moto G7 Power এ থাকবে একই 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 632 চিপসেট, 3GB RAM আর 5,000mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জিং। ছবি তোলার জন্য থাকছে একটি 12 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
আরও পড়ুন: নতুন ভেরিয়েন্টে আরও বেশি স্টোরেজ সহ বিক্রি শুরু হল Nokia 8.1
Moto G7 Play এ থাকবে একই 5.7 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 632 চিপসেট, 2GB RAM আর 3,000mAh ব্যাটারি। বি তোলার জন্য থাকছে একটি 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। লঞ্চের সময় Moto G7 Play ফোনে চলবে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন