বৃহস্পতিবার লঞ্চ হতে পারে Moto G7 সিরিজের চারটি নতুন স্মার্টফোন। আজ ভারতীয় সময় বিকাল 5 টা 30 মিনিটে ব্রাজিলে এই লঞ্চ ইভেন্ট শুরু হবে। এই ইভেন্টে লঞ্চ হতে পারে Moto G7, Moto G7 Play, Moto G7 Power আর Moto G7 Plus।
ইতিমধ্যেই ব্রাজিলের এক দোকানে Moto G7 Power দেখা গিয়েছে। ইতিমধ্যেই সেই দেশে বিক্রি শুরু হয়েছে এই স্মার্টফোন। Moto G7 Power ফোনের ডিসপ্লের উপরে থাকছে নচ, একটি রিয়ার ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
Moto G7 ফোনে থাকবে Snapdragon 660 চিপসেট 4GB RAM আর 32GB স্টোরেজ। হাই এন্ড Moto G7 Plus এ থাকবে Snapdragon 700 সিরিজের চিপসেট। এক রিপোর্টে জানানো হয়েছে এই ফোনে থাকতে পারে Snapdragon 710 চিপসেট।