Moto G7 ফোনে থাকবে Snapdragon 660 চিপসেট 4GB RAM আর 32GB স্টোরেজ। হাই এন্ড Moto G7 Plus এ থাকবে Snapdragon 700 সিরিজের চিপসেট। এক রিপোর্টে জানানো হয়েছে এই ফোনে থাকতে পারে Snapdragon 710 চিপসেট।
Photo Credit: Mr. Gizmo
Moto G7 আর Moto G7 Plus ফোনে থাকতে চলেছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে
আগামী বছর বাজারে আসবে Motorola র পরবর্তী বাজেট স্মার্টফোন Moto G7 আর Moto G7 Plus। এছাড়াও আগামী বছর সামনে আসবে Moto Z4। ইতিমধ্যেই এই ফোনগুলি সম্পর্কে বিভিন্ন খবর সামনে আসতে শুরু করেছে। Moto Z4 ফোনে থাকতে চলেছে Qualcomm এর পরবর্তী ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 8150 চিপসেট।
সম্প্রতি ইন্টারনেটে এক রিপোর্টে জানানো হয়েছে Moto G7 ফোনে থাকবে Snapdragon 660 চিপসেট 4GB RAM আর 32GB স্টোরেজ। হাই এন্ড Moto G7 Plus এ থাকবে Snapdragon 700 সিরিজের চিপসেট। এক রিপোর্টে জানানো হয়েছে এই ফোনে থাকতে পারে Snapdragon 710 চিপসেট। সাথে থাকবে 4GB/6GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ।
Moto Z4 ফোনে থাকতে চলেছে Qualcomm এর পরবর্তী ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 8150 চিপসেট। সাথে থাকবে 6GB RAM আর 64GB/128GB স্টোরেজ। তবে এই তইনটি ফোনে এক্সপ্যান্ডেবেল স্টোরেজ ব্যবহার করা যাবে কী না জানা যায়নি।
ইতিমধ্যেই একাধিক ছবিতে দেখা গিয়েছে Moto G7 আর Moto G7 Plus ফোনে থাকতে চলেছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এছাড়াও থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। ডিসপ্লের নীচে থাকবে Motorola লোগো।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Is Space Sticky? New Study Challenges Standard Dark Energy Theory
Sirai OTT Release: When, Where to Watch the Tamil Courtroom Drama Online
Wheel of Fortune India OTT Release: When, Where to Watch Akshay Kumar-Hosted Global Game Show