Photo Credit: Ishsan Agarwal/ MySmartPrice
Moto G7 সিরিজের চারটি নতুন ফোন লঞ্চের প্রস্তুতি চরমে। এই চারটি ফোন হল Moto G7, Moto G7 Play, Moto G7 Power আর Moto G7 Plus। ইতিমধ্যেই এই চারটি স্মার্টফোনের ছবি, সম্ভাব্য স্পেসিফিকেশান ও দাম ইন্টারনেটে প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন: এটাই বিশ্বের সেরা স্মার্টফোন ক্যামেরা
Moto G7 Play ফোনের দাম শুরু হচ্ছে 149 ইউরো (প্রায় 12,100 টাকা) থেকে। এটাই Moto G7 সিরিজের সবথেকে কম দামের স্মার্টফোন। সোনালি ও নীল রঙে পাওয়া যাবে Moto G7 Play। Moto G7 Power এর দাম শুরু হচ্ছে 209 ইউরো থেকে (প্রায় 16,900 টাকা)। কালো ও বেগুনি রঙে এই ফোন পাওয়া যাবে। অন্যদিকে কালো ও সাদা রঙে পাওয়া যাবে Moto G7। নীল ও লাল রঙে পাওয়া যাবে Moto G7 Plus। শেষ দুটি ভেরিয়েন্টের দাম জানা না গেলেও সব থেকে বেশি দামে বিক্রি হবে Moto G7 Plus।
আরও পড়ুন: Redmi Note 7 পায়ে লাগিয়ে চলছে স্কেটিং, তারপর . . .
একই রিপোর্টে জানানো হয়েছে Moto G7 আর Moto G7 Plus ফোনে থাকবে Snapdragon 660 চিপসেট। Moto G7 Play তে থাকবে তুলনামুলক কম শক্তিশালী Snapdragon 632 চিপসেট। আর Moto G7 Power ফোনে থাকবে Snapdragon 625 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি।
আরও পড়ুন: এক নম্বরে Jio, চাপে Vodafone
আরও পড়ুন: WhatsApp -এ মেসেজ ফরওয়ার্ড করেন? অবশ্যই পড়ুন এই খবর
ইতিমধ্যেই ব্রাজিলের এক দোকানে Moto G7 Power দেখা গিয়েছে। ইতিমধ্যেই সেই দেশে বিক্রি শুরু হয়েছে এই স্মার্টফোন। Moto G7 Power ফোনের ডিসপ্লের উপরে থাকছে নচ, একটি রিয়ার ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন