ডিসেম্বর মাসে একটি মাত্র স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছিল Nokia 8.1। লঞ্চের সময় 4GB RAM/ 64GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন বিক্রি শুরু হয়েছিল। বুধবার নতুন ভেরিয়েন্টে বিক্রি শুরু হল Nokia 8.1। 4GB RAM/ 64GB স্টোরেজের সাথেই এবার 6GB RAM/ 128GB স্টোরেজে ভারতে এই ফোন পাওয়া যাবে। Nokia 8.1 ফোনে থাকছে 6.18 ইঞ্চি HDR10 ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, Snapdragon 710 চিপসেট, Android 9.0 Pie আর 3,500 mAh ব্যাটারি।
আরও পড়ুন: Samsung Galaxy M10 বনাম Galaxy M20: দাম ও স্পেসিফিকেশান
নতুন 6GB RAM/ 128GB স্টোরেজে Nokia 8.1 ফোনের দাম 29,999 টাকা। এছাড়াও 4GB RAM / 64GB স্টোরেজে Nokia 8.1 কিনতে 26,999 টাকা খরচ হবে। বুধবার নতুন ভেরিয়েন্টে Nokia 8.1 বিক্রি শুরু হল। শুধুমাত্র Amazon আর Nokia অনলাইন স্টোরে পাওয়া যাবে এই স্মার্টফোন।
আরও পড়ুন: সস্তা হল Samsung Galaxy S9+
ডুয়াল সিম Nokia 8.1 এ Android Pie অপারেটিং সিস্টেম চলবে। Nokia 8.1 এ রয়েছে একটি 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 710 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ।
Nokia 8.1 এ রয়েছে 12MP+13MP Zeiss ডুয়াল ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরায় EIS ও OIS সাপোর্ট থাকবে। ফোনের সামনে থাকছে 20MP সেলফি ক্যামেরা।
আরও পড়ুন: এই মাসে ফোল্ডেবেল স্মার্টফোন নিয়ে আসছে Huawei
কানেন্টিভিটির জন্য Nokia 8.1 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac সাথে VoWiFi, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, BeiDou, FM রেডিও, USB Type-C পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Nokia 8.1 এ রয়েছে 3500 mAh ব্যাটারি, সাথে থাকছে ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন