4GB RAM/ 64GB স্টোরেজের সাথেই এবার 6GB RAM/ 128GB স্টোরেজে ভারতে এই ফোন পাওয়া যাবে। Nokia 8.1 ফোনে থাকছে 6.18 ইঞ্চি HDR10 ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, Snapdragon 710 চিপসেট, Android 9.0 Pie আর 3,500 mAh ব্যাটারি।
6GB RAM/ 128GB স্টোরেজে Nokia 8.1 ফোনের দাম 29,999 টাকা
ডিসেম্বর মাসে একটি মাত্র স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছিল Nokia 8.1। লঞ্চের সময় 4GB RAM/ 64GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন বিক্রি শুরু হয়েছিল। বুধবার নতুন ভেরিয়েন্টে বিক্রি শুরু হল Nokia 8.1। 4GB RAM/ 64GB স্টোরেজের সাথেই এবার 6GB RAM/ 128GB স্টোরেজে ভারতে এই ফোন পাওয়া যাবে। Nokia 8.1 ফোনে থাকছে 6.18 ইঞ্চি HDR10 ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, Snapdragon 710 চিপসেট, Android 9.0 Pie আর 3,500 mAh ব্যাটারি।
আরও পড়ুন: Samsung Galaxy M10 বনাম Galaxy M20: দাম ও স্পেসিফিকেশান
নতুন 6GB RAM/ 128GB স্টোরেজে Nokia 8.1 ফোনের দাম 29,999 টাকা। এছাড়াও 4GB RAM / 64GB স্টোরেজে Nokia 8.1 কিনতে 26,999 টাকা খরচ হবে। বুধবার নতুন ভেরিয়েন্টে Nokia 8.1 বিক্রি শুরু হল। শুধুমাত্র Amazon আর Nokia অনলাইন স্টোরে পাওয়া যাবে এই স্মার্টফোন।
আরও পড়ুন: সস্তা হল Samsung Galaxy S9+
ডুয়াল সিম Nokia 8.1 এ Android Pie অপারেটিং সিস্টেম চলবে। Nokia 8.1 এ রয়েছে একটি 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 710 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ।
Nokia 8.1 এ রয়েছে 12MP+13MP Zeiss ডুয়াল ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরায় EIS ও OIS সাপোর্ট থাকবে। ফোনের সামনে থাকছে 20MP সেলফি ক্যামেরা।
আরও পড়ুন: এই মাসে ফোল্ডেবেল স্মার্টফোন নিয়ে আসছে Huawei
কানেন্টিভিটির জন্য Nokia 8.1 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac সাথে VoWiFi, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, BeiDou, FM রেডিও, USB Type-C পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Nokia 8.1 এ রয়েছে 3500 mAh ব্যাটারি, সাথে থাকছে ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iOS 26.2 Beta 1 Rolled Out to Developers With Enhanced Safety Alerts, Reminder Alarms