57,900 টাকায় Samsung Galaxy S9+ ফোনের 64GB ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। 64GB স্টোরেজ মডেলের দাম কমলেও 128GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্ট আগের দামেই Samsung eStore থেকে বিক্রি হচ্ছে।
2018 সালের মার্চ মাসে লঞ্চ হয়েছিল Samsung Galaxy S9+
ভারতে সস্তা হল Samsung Galaxy S9+। গত বছর মার্চ মাসে লঞ্চ হয়েছিল কোম্পানির এই ফ্ল্যাগশিপ। Samsung Galaxy S9 ফোনের দামে পাওয়া যাচ্ছে Samsung Galaxy S9+। সম্প্রতি এই ফোনে কোম্পানির নিজস্ব OneUI আপডেট পৌঁছেছিল। ফেব্রুয়ারী মাসে সান ফ্রান্সিস্কোতে লঞ্চ হবে Samsung Galaxy S10 সিরিজের একগুচ্ছ নতুন ফোন। সেই লঞ্চের ঠিক আগে ভারতে সস্তা হল Samsung Galaxy S9+।
আরও পড়ুন: Redmi, Nokia, Realme, Honor সহ জনপ্রিয় সব ফোনে দেদার ছাড় দিচ্ছে Flipkart
মাত্র 57,900 টাকায় Samsung Galaxy S9+ ফোনের 64GB ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। 64GB স্টোরেজ মডেলের দাম কমলেও 128GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্ট আগের দামেই Samsung eStore থেকে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: নতুন আপডেটে আরও সুরক্ষিত থাকবে WhatsApp
তবে Flipkart এ মিডনাইট ব্ল্যাক রঙে 256GB স্টোরেজ মডেল মাত্র 65,349 টাকায় পাওয়া যাচ্ছে। 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 65,900 টাকা।
আরও পড়ুন: PUBG খেলার জন্য নতুন ফোনের আবদার না মেটায় আত্মহত্যা করল এক কিশোর
Galaxy S9+ এ রয়েছে একটি 6.2 ইঞ্চি Super AMOLED ইনফিনিটি ডিসপ্লে। এর সাথেই রয়েছে নিজস্ব Exynos 9810 প্রসেসার, সাথে রয়েছে 4GB RAM, 128GB স্টোরেজ। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে 3500mAh ব্যাটারি। ফোনের অপারেটিং সিস্টেম Android Oreo। এর সাথেই এই ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা আইরিস স্ক্যানারের মতো ফিচার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Civilization VII Coming to iPhone, iPad as Part of Apple Arcade in February
Google Photos App Could Soon Bring New Battery Saving Feature, Suggests APK Teardown