24 ফেব্রুয়ারি ভারতীয় সময় সন্ধ্যা 6 টা 30 মিনিটে বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে Huawei ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ ইভেন্ট শুরু হবে।
Huawei ফোল্ডেবেল স্মার্টফোনে থাকবে একটি 7.2 ইঞ্চি ডিসপ্লে
ফোল্ডেবেল স্মার্টফোন তৈরিতে ব্যস্ত কোম্পানি, এই কথা জানিয়েছে Huawei। ফেব্রুয়ারিতে বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে সামনে আসবে Huawei এর 5G ফোল্ডেবেল স্মার্টফোন। টুইটারে এই ডিভাইজ লঞ্চের আমন্ত্রণপত্র প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। 24 ফেব্রুয়ারি ভারতীয় সময় সন্ধ্যা 6 টা 30 মিনিটে বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে Huawei ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ ইভেন্ট শুরু হবে।
আরও পড়ুন: PUBG Mobile নিষিদ্ধ করার আবেদন জানিয়ে আদালতে গেল 11 বছরের বালক
আমন্ত্রণপত্রে ফোল্ডেবেল স্মার্টফোন কথাটি লেখা না থাকলেও এই ফোনের একটি ছবি প্রকাশিত হয়েছে। সেখানে ভাঁজ করা স্মার্টফোন এর মাঝে ‘ভবিষ্যতের সাথে যুক্ত' হওয়ার বার্তা দেওয়া হয়েছে। এটাই কোম্পানির প্রথম 5G স্মার্ট ফোন হতে চলেছে. ফোনের ভিতরে থাকবে কোম্পানির নিজস্ব HiSilicon Kirin 980 চিপসেট আর Balong 5000 মডেম।
আরও পড়ুন: Redmi Note 7 Pro তে থাকবে আরও বেশি স্টোরেজ
2017 সালে প্রথম Huawei এর ফোল্ডেবেল স্মার্টফোন তৈরীর খবর সামনে এসেছিল। একই সময় থেকে ফোল্ডেবেল স্মার্টফোন তৈরীর কাজে ব্যস্ত দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট Samsung। Huawei ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চের ঠিক আগে 20 ফেব্রুয়ারি এক ইভেন্টে লঞ্চ হবে Samsung এর ফোল্ডেবেল স্মার্টফোন।
আরও পড়ুন: এটাই বিশ্বের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন, দেখুন ভিডিও
Huawei ফোল্ডেবেল স্মার্টফোনে থাকবে একটি 7.2 ইঞ্চি ডিসপ্লে। 24,000 থেকে 30,000 টি ফোল্ডেবেল স্মার্ট ফোন তৈরি করবে Huawei। Huawei ছাড়াও ফোল্ডেবেল স্মার্টফোন তৈরীর কাজে ব্যস্ত রয়েছে Samsung, LG আর Xiaomi -র মতো কোম্পানিগুলি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Shambala Now Streaming Online: What You Need to Know About Aadi Saikumar Starrer Movie
Microsoft CEO Satya Nadella Says AI’s Real Test Is Whether It Reaches Beyond Big Tech: Report