5,500mAh-ব্যাটারী নিয়ে উন্মোচিত হলো Motorola Edge 60 Fusion

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 3 এপ্রিল 2025 13:46 IST
হাইলাইট
  • Motorola Edge 60 Fusion-ফোনটিতে একটি 6.7 ইঞ্চির all-curved pOLED
  • হ্যান্ডসেটটিতে একটি 32-মেগাপিক্সেলের সেলফি শুটার আছে
  • এটি 68W-তারযুক্ত দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে

Motorola Edge 60 Fusion-এর MIL-810H মিলিটারি-গ্রেড স্থায়িত্ব সার্টিফিকেশন রয়েছে

Photo Credit: Motorola

ভারতে বিগত বুধবার Motorola Edge 60 Fusion লঞ্চ হয়েছে। হ্যান্ডসেটটি 12জিবি RAM-এর সাথে MediaTek Dimensity 7400 SoC-দ্বারা চালিত।এটিতে 68W-তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 5,500mAh-ব্যাটারী আছে। ধূলো এবং জল প্রতিরোধের জন্য মিলিতভাবে এটি IP68+IP69 রেটিং এবং MIL-810H ডুরাবিলিটি সার্টিফিকেশন পেয়েছে। ফোনটিতে 50-মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট এবং একটি 32-মেগাপিক্সেলের সেলফি শুটার আছে। পূর্বে Motorola Edge 50 Fusion'-ফোনটি দেশে 2024-সালের মে মাসে উন্মোচিত হয়েছিলভারতে Motorola Edge 60 Fusion-এর দাম এবং উপলব্ধতা:ভারতে Motorola Edge 60 Fusion-এর 8জিবি+256জিবি বিকল্পের দাম 22,999টাকা এবং 12জিবি+256জিবি বিকল্পের দাম 24,999টাকা।এটি ফ্লিপকার্ট এবং Motorola ভারতীয় ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে।স্মার্টফোনটি দেশে আগামী 9ই এপ্রিল দুপুর 12-টা থেকে বিক্রি করা হবে। এটি প্যানটোন অ্যামাজনাইট, প্যানটোন-স্লিপস্ট্রিম এবং প্যানটোন-জেফির রঙের বিকল্পগুলিতে উপলব্ধ হবে।

Motorola Edge 60 Fusion-এর ফিচার এবং স্পেসিফিকেশন:

Motorola Edge 60 Fusion-ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটের সাথে একটি 6.7-ইঞ্চির 1.5K(1,220×2,712 পিক্সেল) all-curved pOLED স্ক্রিন আছে, যেটির টাচ্ স্যাম্পলিং রেট 300Hz,সর্বোচ্চ উজ্জ্বলতা লেভেল 4,500নিট, ওয়াটার টাচ্ 3.0 এবং HDR10+ সমর্থন করে। এটি কর্নিং গরিলা গ্লাস 7i-এর সুরক্ষা পেয়েছে। এটিতে pantone ভ্যালিডেটেড ট্রু কালার সার্টিফিকেশন সহ SGS লো-ব্লু-লাইট এবং লো-মোশন-ব্লার সার্টিফিকেশন আছে।

হ্যান্ডসেটটি 12জিবি LPDDR4X RAM এবং 256জিবি uMCP অনবোর্ড স্টোরেজের সাথে MediaTek Dimensity 7400 SoC দ্বারা চালিত।ফোনটির স্টোরেজটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1টিবি পর্যন্ত বাড়ানো যাবে। এটি Android 15-ভিত্তিক Hello UI-দ্বারা চালিত এবং তিন বছরের Android OS আপগ্রেড ও চার বছরের সিকিউরিটি আপডেট পাবে।

ফোনটিতে OIS এবং f/1.8 অ্যাপারচার সহ একটি প্রধান 50-মেগাপিক্সেলের Sony LYT-700C ক্যামেরা, এবং f/2.2 অ্যাপারচার সহ একটি 13-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড শুটার এবং একটি ডেডিকেটেড থ্রি-ইন-ওয়ান লাইট সেন্সর আছে। ফোনটির সামনে f/2.2 অ্যাপারচার সহ একটি 32- মেগাপিক্সেলের ক্যামেরা আছে। এটি 4K-ভিডিও রেকর্ডিং সমর্থন করে।

হ্যান্ডসেটটি ইমেজিং এবং প্রোডাক্টিভিটি টুলের মতো Moto AI ফিচারগুলিকে সমর্থন করে,যেমন-ফটো-এনহান্সমেন্ট, অ্যাডাপটিভ-স্টেবলাইজেশন, ম্যাজিক-ইরেজার ইত্যাদি। এছাড়াও স্মার্টফোনটি গুগল-এর সার্কেল-টু-সার্চ এবং অন্যান্য ফিচার যেমন-Moto সিকিউর 3.0, স্মার্ট-কানেক্ট 2.0, ফ্যামিলি স্পেস 3.0 এবং Moto gesture-গুলিকে সমর্থন করে। এটি ডলবি অ্যাটমোস ভিত্তিক ডুয়াল স্টেরিও স্পিকার দ্বারা সজ্জিত। সংযোগের জন্য এটিতে 5G, 4G LTE,ডুয়াল-ব্যান্ড WiFi, ব্লুটুথ 5.4, GPS, Galileo, GLONASS, AGPS, LTEPP, SUPL, NFC এবং একটি USB Type-C-পোর্ট দেওয়া হয়েছে।

হ্যান্ডসেটটিতে 68W-তারযুক্ত Turbo-চার্জিং সমর্থিত 5,500mAh-ব্যাটারী প্যাক করা আছে। ফোনটির ডিসপ্লেতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।এটি MIL-810H মিলিটারি গ্রেড ডুরাবিলিটি সার্টিফিকেশন এবং ধূলো, জল প্রতিরোধের জন্য মিলিতভাবে IP68+IP69-রেটিং পেয়েছে। ফোনটির পরিমাপ 161×73×8.2মিমি এবং ওজন 180গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে।
...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. অবশেষে Google Pixel 10 Pro Fold-এর সেল শুরু, মিলছে 10,000 টাকা ডিসকাউন্ট
  2. Flipkart Diwali Sale 2025: মধ্যবিত্তরাও কিনতে পারবে, 4,000 টাকা ছাড় এই দুর্দান্ত 5G ফোনে
  3. কালীপুজোর আগে 7,000 টাকা দাম কমল OnePlus স্মার্টফোনের, এত সস্তায় প্রথমবার
  4. ভিভো-শাওমির আগেই Motorola চালু করল Android 16 আপডেট, আপনার ফোনে আসবে কিনা দেখে নিন
  5. Realme ভারতে আনল গেম অফ থ্রোনস স্মার্টফোন, দেখলেই কিনতে ইচ্ছা করবে
  6. মাত্র 799 টাকায় আধুনিক ফিচার্সের নতুন JioBharat ফোন লঞ্চ হল, ফুল চার্জে এক সপ্তাহ চলবে
  7. চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী AI এবার ভারতে, দিল্লি-মুম্বাই ছেড়ে এই শহরে অফিস খুলছে Anthropic
  8. পিন অতীত, আজ থেকে মুখ দেখালেই বা আঙুলের ছাপেই করা যাবে UPI পেমেন্ট
  9. ভারতের প্রথম হাইব্রিড মোবাইল ফোন HMD Touch 4G লঞ্চ হল, দাম মাত্র 3999 টাকা
  10. ChatGPT: চ্যাটজিপিটিতে নতুন ফিচার, একবার বললেই পছন্দের গান শোনাবে AI
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.