Motorola তাদের বেশ কয়েকটি স্মার্টফোনে Android 16 আপডেট রোলআউট শুরু করেছে।
Photo Credit: Motorola
Motorola Edge 60 ফোনে প্রথমে Android 16 আসছে
Motorola এবার যে কাজ করল তা অবাক করার মতো। প্রতিদ্বন্দ্বী OnePlus, Vivo, Xiaomi-দের পিছনে ফেলে লেনোভোর মালিকানাধীন সংস্থাটি তাদের বেশ কয়েকটি স্মার্টফোনে স্টেবেল Android 16 আপডেট রোলআউট শুরু করেছে। অন্যান্য হ্যান্ডসেট নির্মাতাদের পথে হেঁটে সবার প্রথমে প্রিমিয়াম মডেলগুলি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সন আপডেট করছে তারা। প্রসঙ্গত, গুগল জুনে পিক্সেল লাইনআপের জন্য Android 16 আপডেটের ঘোষণা করেছিল। তারপর থেকে, Samsung সহ বেশ কিছু ব্র্যান্ড তাদের ফোনে আপডেটটি চালু করা শুরু করেছে। এই সফটওয়্যারের অন্যতম আকর্ষণ হল রিফ্রেশিং Material-3 এক্সপ্রেসিভ ইউআই।
এপ্রিলে ভারতে লঞ্চ হওয়া Motorola Edge 60 Pro কোম্পানির প্রথম স্মার্টফোন, যা স্থিতিশীল Android 16 আপডেট পেয়েছে। এর পরে আপডেটটি ধীরে ধীরে আরও Edge মডেলগুলিতে আসতে শুরু করেছে। Edge 60 Pro ছাড়াও, Edge 60 Fusion, ও Edge 50 Pro ফোনে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন আসছে। মোটোরোলা জানিয়েছে, শীঘ্রই আরও কয়েকটি ফোন ভারতে Android 16 রোলআউটের লিস্টে যোগ দেবে।
আপনার Motorola ফোনে Android 16 এসেছে কিনা চেক করার জন্য প্রথমেই সেটিংস ওপেন করতে হবে। তারপর সিস্টেম আপডেটে গিয়ে OS আপডেটের জন্য চেক করুন। যে কোনো সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করতে কেবল স্ক্রিন প্রদর্শিত নির্দেশগুলি অনুসরণ করলেই হবে। আপডেট করার পর, ব্যবহারকারীরা একটি রিফ্রেশড ইন্টারফেস, স্মার্ট সিস্টেম সেটিংস, নতুন ডায়াগনস্টিক টুল, উন্নত অ্যাক্সেসিবিলিটি ও সিকিউর পাওয়ার-অফের মতো বৈশিষ্ট্য উপভোগ করতে পারবেন।
প্রসঙ্গত, গতকাল ভারতে Moto G06 Power লঞ্চ হয়েছে। 7,4999 টাকা দামের এই ফোনে 7,000mAh ব্যাটারি আছে। এটি একবার সম্পূর্ণ চার্জ করলে 65 ঘন্টা ব্যাকআপ দেবে বলে দাবি করেছে মোটোরোলা। এতে Corning Gorillla Glass 3 প্রোটেকশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং 600 নিট পিক ব্রাইটনেস সহ 6.88 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। ফোনে Helio G81 Extreme প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 4 জিবি র্যাম ও 64 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।
বাজেট ফোন হওয়া সত্ত্বেও Moto G06 Power ভিগান লেদারের ব্যাক প্যানেল দিয়ে সজ্জিত। পিছনে f/1.8 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আছে। সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 30fps-এ FHD ভিডিও রেকর্ড করতে সক্ষম। ডিভাইসটির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে IP64 জলরোধী রেটিং, থিঙ্কশিল্ড ফর মোবাইল, মোটো সিকিওর, Dolby Atmos স্টেরিও স্পিকার, ও সার্কেল টু সার্চ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন