লঞ্চ হলো OnePlus Ace সিরিজের দুটি নতুন হ্যান্ডসেট

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 31 ডিসেম্বর 2024 10:55 IST
হাইলাইট
  • OnePlus Ace 5 Pro এবং OnePlus Ace 5- Android 15-ভিত্তিক ColorOS 15.0
  • হ্যান্ডসেটগুলির সামনে একটি 16মেগাপিক্সেলের ক্যামেরা আছে
  • OnePlus Ace 5-ফোনটিতে একটি 6,400mAh ব্যাটারী আছে

স্ন্যাপড্রাগন 8 এলিট সহ OnePlus Ace 5 Pro

Photo Credit: OnePlus

বৃহস্পতিবার চীনের বাজারে লঞ্চ হয়েছে OnePlus Ace 5 Pro এবং OnePlus Ace 5। নতুন OnePlus Ace-সিরিজের হ্যান্ডসেটগুলি 16জিবি পর্যন্ত RAM এবং 1টিবি পর্যন্ত স্টোরেজের সাথে আসছে। হ্যান্ডসেটগুলিতে 1.5k রেজোলিউশন সমৃদ্ধ একটি 6.78ইঞ্চির ডিসপ্লে আছে। Pro-মডেলটি একটি Snapdragon 8 Elite Extreme Edition SoC দ্বারা চালিত,সেখানে Ace 5-টিতে একটি Snapdragon 8 Gen 3 চিপসেট আছে। হ্যান্ডসেটগুলিতে একটি 50 মেগাপিক্সেলের প্রধান সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। OnePlus Ace 5 Pro এবং OnePlus Ace 5 চীনের বাজারে কেনার জন্য উপলব্ধ আছে।

OnePlus Ace 5 Pro এবং OnePlus Ace 5-এর দাম:

OnePlus Ace 5 Pro-এর 12জিবিRAM + 256জিবি স্টোরেজ বিকল্পটির দাম-CNY3,399( প্রায় 39,000টাকা) নির্ধারণ করা হয়েছে। এটির 16জিবি+256জিবি,12জিবি+512জিবি, 16 জিবি+ 512জিবি এবং 16জিবি+1টিবি মডেলগুলির দাম যথাক্রমে CNY3,699 (প্রায় 42,000 টাকা), CNY3,999 (প্রায় 46,000 টাকা), CNY4,199 (প্রায় 49,000 টাকা), CNY4,699 (প্রায় 54,000 টাকা)।

এটি স্টারি-পার্পল, সাবমেরিন-ব্ল্যাক, হোয়াইট-মুন পোরসেলিন সিরামিক রঙের বিকল্পে উপলব্ধ আছে। এছাড়াও এটির একটি হোয়াইট মুন পোরসেলিন-সিরামিকের স্পেশাল এডিশন আছে, যেটির 16জিবি + 512জিবি মডেলটির দাম CNY4299( প্রায় 50,000 টাকা) এবং 16জিবি+1টিবি মডেলটির দাম CNY 4,799 (প্রায় 56,000টাকা)।

অন্যদিকে OnePlus Ace 5-এর 12জিবি+ 256জিবি মডেলটির দাম CNY2,299 (প্রায় 26,000 টাকা)। হ্যান্ডসেটটির 16 জিবি+256 জিবি বিকল্পটির দাম CNY2,499 (প্রায় 29,000 টাকা), সেখানে 12জিবি+512জিবি মডেলটির দাম CNY 2,799 (প্রায় 32,000টাকা)। 16জিবি+512জিবি এবং 16জিবি+1টিবি স্টোরেজের মডেলগুলির দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে CNY3,099 (প্রায় 38,000 টাকা) এবং CNY3,499( প্রায় 40,000 টাকা)। এটি ফুল-ব্ল্যাক, সেলাডন-সিরামিক স্পেশাল এডিশন এবং গ্রাভিটেশনাল টাইটেনিয়াম রঙের বিকল্পগুলির সাথে এসেছে।
সেলাডন সিরামিক স্পেশাল এডিশনের 16জিবি+ 512জিবি এবং 16জিবি+1টিবি মডেলগুলির দাম যথাক্রমে CNY3,099 এবং 3,599।

OnePlus Ace 5 Pro এবং OnePlus Ace 5-এর স্পেসিফিকেশন:

ডুয়াল ন্যানো সিম সমৃদ্ধ Oneplus Ace 5 Pro এবং Ace 5 ফোনগুলি Android 15-ভিত্তিক ColorOS 15.0-দ্বারা চালিত এবং এগুলি 93.9% স্ক্রিন-টু-বডি রেশিওর সাথে একটি 6.78 ইঞ্চির full-HD+ (1264×2780 পিক্সেল) স্ক্রিন দ্বারা সজ্জিত। যেটির পিক্সেল ডেন্সিটি 450ppi, অ্যাডাপটিভ রিফ্রেশরেট 120Hz এবং এটি সর্বোচ্চ 1600নিট পর্যন্ত উজ্জ্বলতা প্রদান করতে সক্ষম। হ্যান্ডসেটগুলোর মাঝের ফ্রেমটি ধাতব এবং পিছনটি কাঁচের। এতে তিনধাপের একটি অ্যালার্ট স্লাইডারও রয়েছে।

Pro-মডেলটি Snapdragon 8 Elite Extreme Edition- চিপসেট দ্বারা চালিত, সেখানে বেস-মডেলটি Snapdragon 8 Gen 3-চিপসেট পেয়েছে। ফোনগুলিতে 16জিবি পর্যন্ত RAM এবং 1টিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত করা আছে।

ক্যামেরার ক্ষেত্রে উভয় হ্যান্ডসেটই ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দ্বারা সজ্জিত, যার মধ্যে প্রধান ক্যামেরাটি OIS-সমর্থিত 50মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও এটিতে অটোফোকাসের সাথে একটি 8মেগাপিক্সেলের দ্বিতীয় সেন্সর আছে এবং একটি 2মেগাপিক্সেলের ম্যাক্রো-সেন্সর আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 16মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও আছে।

যোগাযোগের জন্য ফোনদুটিতে 5G, 4G LTE, Wi-Fi 7, ব্লুটুথ 5.4, Beidou, GLONASS, Galileo, GPS এবং NFC যুক্ত করা হয়েছে। এছাড়াও অ্যাক্সিলোমিটার, ই-কম্পাস, জাইরোস্কোপ, গ্র্যাভিটি-সেন্সর, জিওম্যাগনেটিক-সেন্সর, IR কন্ট্রোল, আলো-সেন্সর, রঙের-তাপমাত্রা-সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং X-অ্যাক্সিস রৈখিক মোটর অন্তর্ভুক্ত রয়েছে। ফোনগুলিতে OReality অডিও সমর্থিত তিনটি মাইক্রোফোন এবং ডুয়াল স্টোরিও স্পিকার আছে। হ্যান্ডসেটগুলির ডিসপ্লেতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। উভয় মডেলেই IP64-রেটিং আছে।

Advertisement

Pro-মডেলটিতে 100W SuperVOOC চার্জিং সমর্থিত একটি 6,100mAh ব্যাটারী আছে। কোম্পানি দাবি করেছে, এটি মাত্র 35 মিনিটে 0 থেকে 100% চার্জ হতে সক্ষম। এটির মাপ 161.72×75.77×8.14মিমি এবং ওজন 203 গ্রাম।

অন্যদিকে ভ্যানিলা মডেলটি 80W এর দ্রুত চার্জিং সমর্থিত একটি 6,400mAh ব্যাটারী দ্বারা চালিত। ব্যাটারীটি একবার চার্জ করে 14ঘণ্টা পর্যন্ত একইভাবে Tiktok শর্ট ভিডিও দেখা যেতে পারে। হ্যান্ডসেটটির পরিমাপ 161.72×75.77×8.02 মিমি এবং ওজন 207 গ্রাম।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo জানুয়ারি মাসে তিন দুর্দান্ত স্মার্টফোন ভারতে আনছে, লঞ্চের আগেই দাম ফাঁস হল
  2. 108MP ক্যামেরা-সহ Redmi Note 15 5G ভারতে 6 জানুয়ারি লঞ্চ হচ্ছে, দাম, ফিচার্স এক ক্লিকে জেনে নিন
  3. 6,800mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, 200MP ক্যামেরা সহ আসছে নয়া Xiaomi স্মার্টফোন
  4. Vivo X200T স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, ফাঁস হওয়া ফিচার্স দেখলে চোখ কপালে উঠবে
  5. Redmi Note 15 5G: রেডমির নতুন 108 মেগাপিক্সেল ক্যামেরা ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  6. 200MP ক্যামেরার সঙ্গে Realme 16 Pro সিরিজ 6 জানুয়ারি ভারতে আসছে, DSLR স্টাইলে তুলবে পোট্রেট ছবি
  7. Redmi Pad 2 Pro 5G-এর প্রথম টিজার প্রকাশ্যে, 12,000mAh ব্যাটারি-সহ শীঘ্রই ভারতে আসতে পারে
  8. বাজারে আসার পাঁচ মাসের মধ্যেই 11,000 টাকার বেশি দাম কমল এই দুর্দান্ত ক্যামেরা স্মার্টফোনের
  9. বছরের শেষে লোভনীয় অফার, Nothing Phone 3 বিক্রি হচ্ছে 30,000 টাকা সস্তায়
  10. Pornhub: পর্ন দেখার নেশা সর্বনাশ ডেকে আনল, ঠিকানা সহ পরিচয় ফাঁসের আশঙ্কা প্রচুর মানুষের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.