Oppp A6L features a 50-megalpixel primary OIS camera
Photo Credit: Oppo
Oppo A6L মিড-রেঞ্জ স্মার্টফোন মার্কেটে আত্মপ্রকাশ করল। এটি Oppo A6 সিরিজের ষষ্ঠ মডেল৷ চাইনিজ সংস্থাটি এই লাইনআপের অধীনে ইতিমধ্যেই A6 GT, A6, A6i, A6 Pro, এবং A6 Max লঞ্চ করেছে। নতুন ফোনটি 7,000Ah ব্যাটারির সঙ্গে এসেছে। শক্তিশালী ব্যাটারি থাকার ফলে ফোনে বারবার চার্জ দিতে হবে না। আবার 80W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার ফলে অল্প সময়ের মধ্যেই ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। IP68 + IP69 রেটিং স্মার্টফোনটিতে সর্বোচ্চ মানের সুরক্ষা স্তর যোগ করেছে। এটি ডিভাইসের ভিতরে জল বা ধুলো প্রবেশ করতে দেবে না। এই ফোনে Snapdragon 7 Gen 3 প্রসেসর ব্যবহার করেছে কোম্পানি। চলুন Oppo A6L মডেলটির দাম ও খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।
ডুয়াল সিম যুক্ত Oppo A6L-এর সামনে 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, এবং 1,600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির স্ক্রিনে ক্রিস্টাল শিল্ড গ্লাস কভার যুক্ত করেছে সংস্থা। এটি ডিউরাবিলিটি বাড়াতে সাহায্য করবে। স্ক্রিনের চারপাশে মাত্র 1.68 মিমি বেজেল আছে। ডিভাইসটি Android 15 নির্ভর ColorOS 15 কাস্টম সফটওয়্যারে রান করে।
ওপ্পোর নতুন ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরার মাধ্যমে 4K ভিডিও রেকর্ড করা যাবে।
Oppo A6L-এর সবথেকে বড় হাইলাইট হল 7,000mAh ব্যাটারি যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটিতে স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 12 জিবি পর্যন্ত LPDDR4x র্যাম ও সর্বোচ্চ 256 জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে ইন-ডিসপ্লে ফিঙ্গারফ্রিন্ট সেন্সর, ডুয়াল সেন্সর, 5G কানেক্টিভিটি, NFC, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, IP68/69 স্তরের ওয়াটার রেজিস্ট্যান্স, GPS, USB, উল্লেখযোগ্য। ডিভাইসটি 7.86 মিমি স্লিম বডির সঙ্গে এসেছে এবং ওজন 204 গ্রাম।
Oppo A6L এর 12 জিবি র্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজের সিঙ্গেল ভ্যারিয়েন্টের দাম চীনে 1,799 ইউয়ান ধার্য করা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় 22,800 টাকার সমান। এটি পিঙ্ক, হোয়াইট, এবং ব্লু কালার অপশনে পাওয়া যাবে। স্মার্টফোনটি ভারতে আসবে কিনা, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.