চীনের বাজারের পর এবার ভারতের বাজারেও আসতে চলেছে-Oppo Reno 13 5G Series

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 27 ডিসেম্বর 2024 10:51 IST
হাইলাইট
  • Oppo Reno 13-সিরিজের ফোনগুলি একটি মাত্র গ্লাস দ্বারা নির্মিত রিয়ার প্য
  • হ্যান্ডসেটগুলি কর্নিং গরিলা গ্লাস 7i ডিসপ্লে সুরক্ষার সাথে আসছে
  • এই সিরিজের অন্তর্গত উভয় হ্যান্ডসেটেই OLED স্ক্রিন থাকবে

Oppo Reno 13 Pro 5G গ্রাফাইট গ্রে এবং মিস্ট ল্যাভেন্ডার রঙের বিকল্পগুলিতে আসবে

Photo Credit: Oppo

চীনের বাজারে নভেম্বর মাসে লঞ্চ করা হয়েছে Oppo Reno 13-সিরিজ। সিরিজটি একটি বেস-মডেল এবং অন্যটি Oppo Reno 13 Pro-মডেলের সমন্বয়ে এসেছে। বর্তমানে এই হ্যান্ডসেটগুলি ভারতের বাজারেও আসবে বলে নিশ্চিত করা হয়েছে। কোম্পানি আসন্ন ভারতীয় লঞ্চের ডিজাইন ও রঙের বিকল্পগুলি সম্মন্ধে টিজ করেছে। একইসাথে স্মার্টফোনগুলোর উপলব্ধতা সম্পর্কেও নিশ্চিতভাবে জানানো হয়েছে। আশা করা যাচ্ছে, Reno 13-সিরিজের ভারতীয় সংস্করণটি কোম্পানির চীনের সংস্করনগুলির মতই হবে। সম্ভবত হ্যান্ডসেটগুলি Oppo Reno 12 Pro 5G এবং Reno 12 5G-এর উত্তরসূরী হয়ে আসতে চলেছে,যেগুলি এদেশের বাজারে জুলাই মাসে লঞ্চ করা হয়েছিল।

Oppo Reno 13 5G-সিরিজের ভারতীয় লঞ্চ:

একটি X-পোস্টের মাধ্যমে Oppo নিশ্চিত করেছে যে, তাদের Oppo Reno 13-সিরিজটি খুব শীঘ্রই ভারতে আসবে। তবে এখনো পর্যন্ত কোম্পানি কোনো সঠিক তারিখ নিশ্চিত করেনি। ফিল্পকার্টের একটি মাইক্রোসাইটে দেখানো হয়েছে যে,আসন্ন সিরিজটি দেশের বাজারে ওয়ালমার্ট ভিত্তিক ই-কমার্স সাইট এবং Oppo India ই-স্টোরের মাধ্যমে পাওয়া যাবে।

অফিসিয়াল তালিকায় Oppo Reno 13-সিরিজের হ্যান্ডসেটগুলিকে দুটি RAM এবং স্টোরেজ কনফিগারেশনের সাথে দেখানো হয়েছে। বেস-মডেলটি আইভরি-হোয়াইট রঙ এবং শুধুমাত্র ভারতের জন্য লুমিনাস-ব্লু রঙের বিকল্পে পাওয়া যাবে। অন্যদিকে প্রো-মডেলটি গ্রাফাইট-গ্রে এবং মিস্ট ল্যাভেন্ডার রঙের বিকল্পে পাওয়া যাবে।

একটি সাংবাদিক বৈঠকে কোম্পানি জানিয়েছে, Oppo Reno 13-এর আইভরি-হোয়াইট বিকল্পটি প্রোফাইল 7.24 মিমি এবং লুমিনাশ-ব্লু বিকল্পটির মাপ 7.29মিমি এবং এই দুই রঙের হ্যান্ডসেটগুলিরই ওজন 181গ্রাম। Oppo Reno 13 Pro-এর দুটি রঙের হ্যান্ডসেটেরই পুরুত্বরে পরিমাপ 7.55মিমি এবং ওজন 195গ্রাম। উভয় হ্যান্ডসেটে একটি অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া থাকবে।

Oppo Reno 13-সিরিজের উভয় স্মার্টফোনই একটি মাত্র গ্লাস দিয়ে নির্মিত রিয়ার প্যানেল, OLED স্ক্রিন, ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 7i-এর সুরক্ষা পেয়েছে। বেস মডেলটিতে 1.81 মিমির পাতলা কাঠামো আছে এবং স্ক্রিন-টু-বডি রেশিও 93.4%। অন্যদিকে প্রো-মডেলটির কাঠামো 1.62 মিমি এবং স্ক্রিন-টু-বডি রেশিও 93.8%।

Oppo Reno 13 5G-সিরিজের বৈশিষ্ট্য:

আশা করা যাচ্ছে, লঞ্চের তারিখের সাথে Oppo Reno 13 5G সিরিজের ভারতীয় বিকল্পের হ্যান্ডসেটগুলির অন্যান্য বিবরণও খুব শীঘ্রই প্রকাশ করা হবে। চীনের বাজারে হ্যান্ডসেটগুলি MediaTek Dimensity 8350 চিপসেট এবং Android 15-ভিত্তিক ColorOs 15 দ্বারা চালিত। উভয় হ্যান্ডসেটেই ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য IP69 রেটিং যুক্ত করা আছে।

একটি 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে Oppo Reno 13 বেস মডেলটিতে একটি 50 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট এবং Reno 13 Pro-টিতে একটি তৃতীয় 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর আছে। ভ্যানিলা বিকল্পটি একটি 6.59 ইঞ্চির full-HD+ স্ক্রিন এবং 80W তারযুক্ত এবং 50W-এর তারবিহীন চার্জিং সমর্থিত একটি 5,600mAh ব্যাটারী দ্বারা সজ্জিত হয়ে আছে। অন্যদিকে Pro-মডেলটিতে সামান্য বড় 6.83 ইঞ্চির ডিসপ্লে এবং 5,800mAh ব্যাটারী আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. জিও-এয়ারেটেলের ঘুম কেড়ে প্ল্যানের দাম কমাল BSNL, নতুন গ্রাহকদের এক মাস ফ্রি
  2. 3,000 টাকা ছাড়ে দুর্দান্ত Vivo ফোনের সেল শুরু, রয়েছে 6,500mAh ব্যাটারি ও অনবদ্য ক্যামেরা
  3. Jio Frames: চশমাতেই ক্যামেরা, ফোন ও স্পিকার, জিওর জাদুতে স্মার্টফোন অতীত!
  4. Samsung বড় চমক নিয়ে হাজির, 12,000 টাকা ছাড় 200 মেগাপিক্সেল ক্যামেরার এই স্মার্টফোনে
  5. Samsung Galaxy A17 5G ভারতে লঞ্চ হল, 6 বছর নতুনের মতো চলবে, দাম জেনে নিন
  6. HyperOS 3 আপডেট নিয়ে এল Xiaomi, অ্যান্ড্রয়েড ফোনকেই মনে হবে আইফোন!
  7. Redmi 15 5G ফোনের সেল শুরু, 15,000 টাকার মধ্যে 7,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে
  8. ভারতে লঞ্চের আগেই Relme 15T এর দাম ফাঁস, থাকবে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  9. আজ থেকেই WhatsApp বিনা ইন্টারনেটে চলবে! যুগান্তকারী ফিচার এল এই ফোনে
  10. iPhone 17 সিরিজের আগেই বিরাট চমক, Samsung-এর নতুন প্ল্যানে চাপে Apple
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.