Photo Credit: Oppo
Oppo Reno 13 5G এবং Reno 13 Pro 5G হ্যান্ডসেটগুলি বিগত বৃহস্পতিবার ভারতে লঞ্চ করা হয়েছে, চীনের উন্মোচিত হওয়ার প্রায় দুই মাস পরে হ্যান্ডসেটগুলি এলো। নতুন Reno সিরিজের ফোনগুলি MediaTek Dimensity 8350 চিপসেট এবং একটি 50-মেগাপিক্সেলের সেলফি শুটার পেয়েছে। Oppo Reno 13 Pro 5G-হ্যান্ডসেটটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে যার মধ্যে প্রধান ক্যামেরাটি Sony IMX890 সেন্সর, সেখানে ভ্যানিলা মডেলটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে। এগুলি 80W-তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত এবং এগুলির সাথেএকটি SignalBoost X1 চিপ যুক্ত করা হয়েছে।
Oppo Reno 13 Pro 5G-হ্যান্ডসেটটির 12-জিবি RAM+ 256 জিবি স্টোরেজ বিকল্পটির দাম 49,999টাকা। 12জিবি+ 512জিবি বিকল্পটির দাম 54,999টাকা। এটি গ্রাফাইট-গ্রে এবং মিস্ট-ল্যাভেন্ডার রঙের বিকল্পে পাওয়া যায়।
Oppo Reno 13 5G-ফোনটি 8-জিবি+128-জিবি বিকল্পটির দাম 37,999টাকা এবং 8-জিবি+256-জিবি বিকল্পটির দাম 39,999টাকা। আগামী 11ই জানুয়ারী দুপুর 12টা থেকে হ্যান্ডসেটগুলি ফ্লিপকার্ট এবং Oppo-এর অনলাইন স্টোরের মাধ্যমে বিক্রি করা হবে।
ডুয়াল ন্যানোসিম সমৃদ্ধ Oppo Reno 13-এর নতুন হ্যান্ডসেটগুলি Android 15-ভিত্তিক ColorOS 15-দ্বারা চালিত।
প্রো-মডেলটিতে 120Hz ডায়নামিক রিফ্রেশ রেটের সাথে একটি 6.83-ইঞ্চির 1.5K (1,272× 2,800 পিক্সেল) ডিসপ্লে আছে যেটির পিক্সেল ডেন্সিটি 450ppi এবং সর্বোচ্চ উজ্জ্বলতা লেভেল 1200নিট।
স্ট্যান্ডার্ট মডেলটিতে সামান্য ছোটো একটি 6.59 ইঞ্চির full-HD+ (1,256× 2,760পিক্সেল) AMOLED স্ক্রিন আছে, যেটির রিফ্রেশরেট 120Hz, পিক্সেল ডেন্সিটি 460ppi এবং সর্বোচ্চ উজ্জ্বলতা লেভেল 1200নিট। এগুলিতে একটি aerospace-grade অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকার কথা বলা হয়েছে।
উভয় হ্যান্ডসেটই একটি 4nm MediaTek Dimensity 8350 চিপসেট দ্বারা চালিত এবং 12জিবি LPDDR5X RAM এবং 512জিবি পর্যন্ত UFS 3-স্টোরেজ যুক্ত করা আছে।
উভয় মডেলেই একটি 50-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। প্রো-মডেলটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট আছে।যারমধ্যে একটি OIS সমর্থিত 50-মেগাপিক্সেলের Sony IMX890 1/1.56ইঞ্চির প্রধান ক্যামেরা, 3.5X অপটিক্যাল জুম, 120x পর্যন্ত ডিজিট্যাল জুম এবং OIS সমৃদ্ধ একটি 50-মেগাপিক্সেলের JN5 টেলিফোটো সেন্সর এবং আরএকটি 8-মেগাপিক্সেলের OV08D সেন্সর আছে।
স্ট্যান্ডার্ড মডেলটিতে OIS সমর্থিত একটি 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং একটি 8-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাথে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে।
সংযোগের ক্ষেত্রে Oppo Reno 13 5G-সিরিজের ফোনগুলিতে
5G, WiFi-6,ব্লুটুথ 5.4,GPS এবং USB Type-C-পোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও ধূলো এবং জল প্রতিরোধের জন্য এটিতে মিলিতভাবে IP66+IP68+IP69 রেটিং আছে। হ্যান্ডসেটগুলিতে
কোম্পানির নিজস্ব তৈরি X1 নেটওয়ার্ক চিপ যুক্ত করা হয়েছে এবং দাবি করা হয়েছে যে,এটি উন্নতমানের সিগন্যাল কভারেজ দেবে।
ফ্লাগশিপ প্রো-মডেলটি 80W-তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 5,800mAh-ব্যাটারী দ্বারা চালিত। এটির পরিমাপ 162.73×776.55×7.55মিমি এবং ওজন 195গ্রাম। ভ্যানিলা মডেলটি 80W-তারযুক্ত চার্জিং সমর্থিত একটি 5,600-ব্যাটারী দ্বারা চালিত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন