তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। মঙ্গলবার দুপুর 12 টায় শুধুমাত্র Flipkart ত্থেকে Realme 3 কেনা যাবে ।
Realme 3 এর দাম শুরু হচ্ছে 8,999 টাকা থেকে
গত মঙ্গলবার বিক্রি শুরু হয়েছিল Realme 3। প্রথম দিন দুটি সেলে বিক্রি হয়েছিল এই ফোন। 12 মার্চ দুপুর 12 টা ও রাত 8 টায় দুটি ফ্ল্যাশ সেলে 2,10,000 ফোন বিক্রি করেছে Realme। শুধুমাত্র রাত 8 টায় সেলে বিক্রি হয়েছিল 60,000 Realme 3। নতুন ফোনের চাহিদার যোগান দিতে হিমশিম খাচ্ছে চিনের কোম্পানিটি। আজ আবার ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Realme 3। মঙ্গলবার দুপুর 12 টায় শুধুমাত্র Flipkart ত্থেকে Realme 3 কেনা যাবে।
3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে Realme 3 এর দাম 8,999 টাকা। 4GB RAM+64GB স্টোরেজে Realme 3 কিনতে 10,999 টাকা খরচ হবে। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। মঙ্গলবার দুপুর 12 টায় শুধুমাত্র Flipkart ত্থেকে Realme 3 কেনা যাবে ।
ডুয়াল সিম Realme 3 তে লেটেস্ট Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব Color OS 6.0 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। ফোনের ভিতরে থাকছে একটি 4,230 mAh ব্যাটারি আর ফোনের সাথে থাকবে 10W চার্জার।
ছবি তোলার জন্য Realme 3 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সাথে থাকছে একাধিক আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ফিচার। সেলফি তোলার জন্য Realme 3 তে একটি 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Assassin's Creed Mirage, Wo Long: Fallen Dynasty Reportedly Coming to PS Plus Game Catalogue in December
Samsung Galaxy S26 to Miss Camera Upgrades as Company Focuses on Price Control: Report