Photo Credit: Realme
একটি কার্ভড স্ক্রীনের সমন্বয়ে Realme Narzo 70 Curve খুব শীঘ্রই লঞ্চ হতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ না আসলেও, আসন্ন হ্যান্ডসেটটির RAM এবং স্টোরেজ সহ রঙের বিকল্পগুলি অনলাইনের মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে। টিপ করা হয়েছে যে, Realme Narzo 70 Curve চারটি RAM এবং স্টোরেজ কনফিগারেশনের সাথে আসতে চলেছে। এটি দুটি রঙের বিকল্পে পাওয়া যাবে। সাম্প্রতিক একটি গুজবের পরে এই নতুন তথ্যটি সামনে এসেছে, যেখানে ফোনটির বাজারে আসার সম্ভাব্য সময় এবং দাম সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছিল।
ইতিমধ্যেই Realme-র Narzo 70 সিরিজের মধ্যে চারটি হ্যান্ডসেট আছে,এবং প্রত্যেকটি মডেলই MediaTek Dimensity চিপসেট দ্বারা চালিত।
অভ্যন্তরীণ সূত্রকে উদ্ধৃতি দিয়ে 91mobiles, Realme Narzo 70 Curve হ্যান্ডসেটটির RAM, স্টোরেজ এবং রঙের বিকল্পগুলি শেয়ার করেছে। বলা হয়েছে যে, এটি ভারতে চরটি RAM এবং স্টোরেজ বিকল্পের সাথে আসবে -8জিবি+128জিবি 8জিবি+256জিবি,12জিবি+256জিবি,12জিবি+512জিবি।
Realme Narzo 70 Curve হ্যান্ডসেটটি সম্ভবত ডিপ ভায়োলেট এবং ডিপ স্পেস টাইটেনিয়াম রঙের বিকল্পে উপলব্ধ হবে। এটির মডেল নম্বর RMX3990, হবে বলে জানা গিয়েছে।
Realme এখনো পর্যন্ত নতুন Narzo সিরিজের ফোনটি সম্মন্ধে কোনো তথ্য উল্লেখ করেনি,তবে মনে করা হচ্ছে এটি পরবর্তী মাসের শেষের দিকে দেশের বাজারে লঞ্চ করা হবে। রিপোর্ট অনুযায়ী,এটির দাম 15,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে হবে। আলোচিত হ্যান্ডসেটটি অন্যান্য Narzo 70 সিরিজের ফোন যেমন -Realme Narzo 70, Narzo 70 Pro, Narzo 70x এবং Narzo 70 Turbo 5g- এর মতো একই স্পেসিফিকেশন এবং ডিজাইন বহন করবে।
Realme Narzo 70-একটি MediaTek Daimensity 7050 5g SoC দ্বারা চালিত, Narzo 70x হ্যান্ডসেটটি MediaTek Dimensity 6100+ SoC দ্বারা চালিত। Realme Narzo 70 Pro 5g হ্যান্ডসেটটিতে MediaTek Dimensity 7050 SoC আছে, অন্যদিকে Narzo 70 Turbo 5g তে Dimensity 7300 Energy 5g SoC দ্বারা চালিত। উপরোক্ত প্রত্যেকটি মডেলেই 50মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা এবং 5000mAh-এর ব্যাটারী আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন