Redmi Note 15 Pro ও Redmi Note 15 Pro+ অ্যামাজন থেকে কেনা যাবে।
Photo Credit: Redmi
Redmi Note 15 Pro Series boasts a 200-Megapixel rear camera with OIS Support
Redmi Note 15 Pro ও Redmi Note 15 Pro+ ভারতে জানুয়ারি 29 লঞ্চ হচ্ছে। অফিসিয়াল লঞ্চের তিন দিন আগেই এখন Redmi Note 15 Pro সিরিজের দাম ফাঁস হয়েছে। দুই ফোনের প্রি-বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে। আগে বুক করলে সর্বোচ্চ 4,999 টাকা বেনিফিট মিলবে, যার মধ্যে 1 বছর বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং একটি Redmi Watch Move স্মার্টওয়াচ রয়েছে। Redmi Note 15 Pro সিরিজে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, 100W ফাস্ট চার্জিং, কোয়াড কার্ভড ডিসপ্লে, এবং সর্বোচ্চ 6,580mAh ক্যাপাসিটির ব্যাটারি থাকার কথা নিশ্চিত করা হয়েছে। চলুন দেখে নিই Redmi Note 15 Pro ও Redmi Note 15 Pro+ কেমন দামে লঞ্চ হবে।
টেক ব্লগার সঞ্জু চৌধুরির X পোস্ট থেকে জানা গিয়েছে যে, Redmi Note 15 Pro-এর বেস 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 30,999 টাকা হবে। আর 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 32,999 টাকা হবে। এটি সিলভার অ্যাশ, কার্বন ব্ল্যাক, ও মাইরেজ ব্লু, ও রঙে উপলব্ধ হবে।
Redmi Note 15 Pro+ এর 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে 38,999 টাকা ও 40,999 টাকা হতে পারে। অন্য দিকে, টপ 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের মূল্য 44,999 টাকা রাখতে পারে কোম্পানি। হ্যান্ডসেটটি কফি মোকা, কার্বন ব্ল্যাক, ও মাইরেজ ব্লু রঙের বিকল্পে বিক্রি হবে।
রেডমি নোট 15 প্রো-এর সামনে একটি 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটি 1.5K রেজোলিউশন, 3,200 নিট পিক ব্রাইটনেস, ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্ক্রিনের উপরে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 কভার থাকবে। ডিভাইসটি IP66 + IP68 + IP69 + IP69K ওয়াটারপ্রুফিং অফার করবে। ডিভাইসটি চারটি মেজর Android আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে।
ফোনটি MediaTek Dimensity 7400 Ultra প্রসেসরে রান করবে। এতে 5W ফাস্ট চার্জিং ও 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট-সহ 6,580mAh সিলিকন-কার্বন ব্যাটারি থাকবে। এই ফোনে 4K ভিডিও রেকর্ডিং ও OIS সাপোর্ট সহ একটি 200 মেগাপিক্সেল AI ক্যামেরা মিলবে।
রেডমি নোট 15 প্রো+ স্মার্টফোনেও একই ডিসপ্লে, IP রেটিং, ক্যামেরা, ও সফটওয়্যার সাপোর্ট থাকবে। তবে এটি Snapdragon 7s Gen 4 প্রসেসর, 100W ফাস্ট চার্জি, ও 6,500mAh ব্যাটারির সাথে আসবে। ফোনগুলি অ্যামাজন থেকে 1,999 টাকা দিয়ে অগ্রিম বুকিং করা যাচ্ছে। সেল ফেব্রুয়ারি মাসে শুরু হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Salliyargal Now Streaming Online: Where to Watch Karunaas and Sathyadevi Starrer Online?
NASA’s Chandra Observatory Reveals 22 Years of Cosmic X-Ray Recordings
Space Gen: Chandrayaan Now Streaming on JioHotstar: What You Need to Know About Nakuul Mehta and Shriya Saran Starrer
NASA Evaluates Early Liftoff for SpaceX Crew-12 Following Rare ISS Medical Evacuation