Redmi Note 15 Pro 5G ও Redmi Note 15 Pro+ 5G অ্যামাজনে 1,999 টাকা দিয়ে প্রি-বুক করা যাচ্ছে।
Photo Credit: Redmi
Redmi Note 15 Pro+ boasts a 200-megapixel camera with 4K video recording support
Redmi Note 15 Pro 5G এবং Redmi Note 15 Pro+ 5G জানুয়ারি 29 ভারতে আসছে। অফিসিয়াল লঞ্চের ক'দিন আগেই Redmi Note 15 Pro লাইনআপের অগ্রিম বুকিং শুরু হয়েছে। উভয় স্মার্টফোন অ্যামাজন থেকে প্রি-বুক করা যাচ্ছে। ক্রেতারা আগে বুকিং করলে 4,999 টাকার সুযোগ সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন, যার মধ্যে রয়েছে 1 বছর ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং একটি Redmi Watch Move স্মার্টওয়াচ। Redmi Note 15 Pro 5G সিরিজে 200 মেগাপিক্সেল AI ডুয়াল ক্যামেরা, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, 100W হাইপার চার্জ, 6,580mAh ব্যাটারি, কোয়াড কার্ভড ডিসপ্লে, ও 512 জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে।
Redmi Note 15 Pro সিরিজের জন্য অ্যামাজনে একটি আলাদা মাইক্রোসাইট তৈরি হয়েছে। সেখানে ফোনটির একাধিক ফিচার্স প্রকাশিত হয়েছে। Redmi Note 15 Pro 5G প্রি-বুক করতে 1,999 টাকা জমা দিলে 2,499 টাকার বেনিফিট (এক বছর ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট) মিলবে। এটি 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে।
অন্য দিকে, Redmi Note 15 Pro+ 5G একই টাকায় অগ্রিম বুক করা যাবে। টপ মডেল হওয়ার কারণে এক বছর ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার ও ক্রেতাদের Redmi Watch Move বিনামূল্যে উপহার দেবে কোম্পানি। এই ফোনে 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, ও 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশন পাওয়া যাবে। বুকিংয়ের টাকা অ্যামাজন পে ব্যালেন্সে যোগ হবে।
For those who don't wait for the future.
— Redmi India (@RedmiIndia) January 24, 2026
Pre-orders for the #REDMINote15ProSeries start today. Be the first to experience a world of zero compromise.
That's #SimplyBetter.
Pre-order now:
➡️ https://t.co/8txRoDKj9j
➡️ https://t.co/81Qj2xis8Y #200MasterPixelCamera pic.twitter.com/H1UsksrQ5H
রেডমি নোট 15 প্রো 5G সিলভার অ্যাশ, মাইরেজ ব্লু, ও কার্বন ব্ল্যাক রঙের বিকল্পে উপলব্ধ হবে। অ্যামাজনের মাইক্রোসাইট অনুসারে, এই ফোনে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট সহ 200 মেগাপিক্সেল ডুয়াল AI ক্যামেরা থাকবে। ফোনটি MediaTek Dimensity 7400 Ultra প্রসেসরে রান করবে। এতে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 6,580mAh সিলিকন-কার্বন ব্যাটারি। এর সাথে 45W ফাস্ট চার্জিং ও 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট থাকবে।
ডিভাইসের সামনে 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটি 1.5K রেজোলিউশন, 3,200 নিট পিক ব্রাইটনেস, ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্ক্রিনের উপরে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 কভার থাকবে। ডিভাইসটি IP66 + IP68 + IP69 + IP69K ওয়াটারপ্রুফিং অফার করবে। রেডমি চারটি মেজর Android OS আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট দেওয়ার কথা জানিয়েছে।
অন্য দিকে, রেডমি নোট 15 প্রো+ 5G মডেলেও একই ফিচার্স থাকবে। তবে এতে Snapdragon 7s Gen 4 প্রসেসর, 100W ফাস্ট চার্জি, ও 6,500mAh ব্যাটারি মিলবে। ফোনটি মাইরেজ ব্লু, কার্বন ব্ল্যাক, ও কফি মোকা রঙে বিক্রি হবে। এছাড়াও, রেডমির দুই নতুন ফোনে অফলাইন কলিং ফিচার পাওয়া যাবে। এটি নেটওয়ার্ক বা ওয়াই-ফাই কানেক্টিভিটি ছাড়াই কোম্পানির দুইটি ফোনের মধ্যে যোগাযোগ স্থাপন করতে দেবে। বৈশিষ্ট্যটি এক কিমির মধ্যে কাজ করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Sarvam Maya Set for OTT Release on JioHotstar: All You Need to Know About Nivin Pauly’s Horror Comedy
Europa’s Hidden Ocean Could Be ‘Fed’ by Sinking Salted Ice; New Study Boosts Hopes for Alien Life