শুক্রবার পর্যন্ত Amazon এ সস্তা হয়েছে Redmi Note 6 Pro, Redmi Note 5 Pro, Redmi 6, Redmi 6A আর Redmi Y2।
Mi Super Sale: সস্তা হয়েছে Redmi Note 6 Pro, Redmi 6 Pro, Redmi Note 5 Pro সহ একাধিক স্মার্টফোন
ভারতে একগুচ্ছ Redmi ফোনের দাম কমালো Xiaomi। 31 মে পর্যন্ত এই সেল চলবে। Mi Super Sale এ সস্তা হয়েছে Redmi Note 6 Pro, Redmi Note 5 Pro, Redmi 6, Redmi 6A, Redmi Y2 আর Redmi 6 Pro। Mi.com থেকে এই সেল শুরু হলেও Amazon.in থেকে একই ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। Amazon থেকে এই ফোন কিনলে থাকছে Amazon Pay ক্যাশব্যাক আর এক্সচেঞ্জ অফার।
শুক্রবার পর্যন্ত Amazon এ সস্তা হয়েছে Redmi Note 6 Pro, Redmi Note 5 Pro, Redmi 6, Redmi 6A আর Redmi Y2। Amazon.in ওয়েবসাইটে এই সেলের নাম Mi Days অন্যদিকে Mi.com ওয়েবসাইটে এই সেলের নাম Mi Super Sale.
10,999 টাকায় পাওয়া যাবে Redmi Note 5 Pro। এই দামে পাওয়া যাবে 4GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্ট। 6GB RAM+64GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 11,999 টাকা। 13,999 টাকা থেকে কমে 11,999 টাকায় পাওয়া যাচ্ছে Redmi Note 6 Pro। সাথে এক্সচেঞ্জে অতিরিক্ত 1,000 টাকা ছাড় পাওয়া যাবে।
![]()
Mi Super Sale এ ডিসকাউন্ট থাকলেও এক্সচেঞ্জ অফার থাকছে না
8,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে Redmi 6 Pro। 7,499 টাকা থেকে পাওয়া যাচ্ছে Redmi 6। অন্যদিকে Redmi 6A ফোনের দাম কমে হয়েছে 6,499 টাকা। এছাড়াও 9,999 টাকায় পাওয়া যাচ্ছে Redmi Y2 ফোনের 4GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্ট।
এছাড়াও Mi A2 ফোনে 2,000 টাকা ও Poco F1 ফোনে 5,000 টাকা ছাড় দিচ্ছে Xiaomi।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
WhatsApp for iOS Finally Begins Testing Multi-Account Support With Seamless Switching