বৃহস্পতিবার লঞ্চ হবে Redmi Note 9 সিরিজের একাধিক ফোন। নতুন মিডরেঞ্জ সিরিজে একসঙ্গে তিনটি ফোন লঞ্চ করতে পারে Xiaomi। এই ফোনগুলি হল Redmi Note 9, Redmi Note 9 Pro ও Redmi Note 9 Pro Max। এই সিরিজের সব ফোনের পিছনেই চারটি করে ক্যামেরা থাকতে পারে।
করোনাভাইরাসের কারণে মার্চে সব স্মার্টফোন লঞ্চ অনুষ্ঠান বাতিল করেছে Xaiomi। বৃহস্পতিবার এক অনলাইন ইভেন্ট নতুন নতুন স্মার্টফোন লঞ্চ হবে। কোম্পানির YouTube চ্যানেল ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। আজ দুপুর 12 টায় Redmi Note 9 সিরিজ লঞ্চ শুরু করবে বেজিংয়ের কোম্পানিটি।
Redmi Note 9 Pro Max -এ MediaTek Dimensity 800 চিপসেট থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকবে 4,920 mAh ব্যাটারি। সঙ্গে থাকবে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। নীল, সাদা ও কালো রঙে এই ফোন পাওয়া যাবে।
অন্যদিকে Redmi Note 9 Pro তে Snapdragon 720G চিপসেট থাকবে। তিনটি ফোনের পিছনেই চারটি করে ক্যামেরা থাকবে। এছাড়াও থাকতে পারে হাই রিফ্রেশ রেট ডিসপ্লে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন