ছয় মাসে কত ZenFone Max Pro M1 বিক্রি করেছে Asus?
লঞ্চের ছয় মাসের মধ্যেই কোম্পানি জানিয়েছে 10 লক্ষ ZenFone Max Pro M1 বিক্রি হয়েছে। ZenFone Max Pro M1 ফোনের অন্যতম প্রধান আকর্ষন 18:9 FHD+ ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি আর Snapdragon 636 চিপসেট। এই ফোনের দাম শুরু হচ্ছে 10,999 টাকা থেকে।