মঙ্গলবার দুপুর 12 টায় Mi.com ও Amazon.in থেকে Redmi Note 9 Pro Max বিক্রি শুরু হবে। 6GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 9 Pro Max এর দাম 16,499 টাকা।
Redmi Note 9 Pro Max-এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে
মার্চে লঞ্চ হয়েছিল Redmi Note 9 Pro Max। কিন্তু লকডাউনের কারণে বিক্রি পিছিয়ে গিয়েছিল। অবশেষে ভারতে এই ফোন বিক্রি শুরু হচ্ছে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 720G চিপসেট, 8GB LPDDR4X RAM আর 128GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ।
মঙ্গলবার দুপুর 12 টায় Mi.com ও Amazon.in থেকে Redmi Note 9 Pro Max বিক্রি শুরু হবে। 6GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 9 Pro Max এর দাম 16,499 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 17,999 টাকা খরচ হবে। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোনের দাম 19,999 টাকা। 12 মে বিক্রি শুরু হবে Redmi Note 9 Pro Max।
ডুয়াল সিম Redmi Note 9 Pro Max -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 720G চিপসেট, 8GB LPDDR4X RAM আর 128GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ।
এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 64 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, ইনফ্রারেড (IR), NavIC, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,020 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Operation Undead Is Now Streaming: Where to Watch the Thai Horror Zombie Drama
Aaromaley OTT Release: When, Where to Watch the Tamil Romantic Comedy Online
Mamta Child Factory Now Streaming on Ultra Play: Know Everything About Plot, Cast, and More