Media Tek প্রসেসর যুক্ত Samsung galaxy এর নতুন স্মার্টফোন Samsung galaxy A06।

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 13 অগাস্ট 2024 11:45 IST
হাইলাইট
  • Samsung Galaxy A06 তে ডুয়াল ক্যামেরা ইউনিট থাকবে বলে আশা করা হচ্ছে।
  • স্মার্টফোনটি Android 14 এর সাথে সংযুক্ত হতে পারে।
  • স্মার্টফোনটি Android 14 এর সাথে সংযুক্ত হতে পারে।

Photo Credit: Samsung

বিগত কিছু সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল Samsung কোম্পানী। শোনা যাচ্ছিল samsung কোম্পানী তাদের নতুন কিছু স্মার্ট ফোন লঞ্চ করতে পারে। তবে এটিতে এবার সিলমোহর দিলো Samsung কোম্পানী নিজেই। শোনা যাচ্ছে যে,Samsung galaxy A05 এর উত্তরসূরি হিসাবে, Samsung কোম্পানী আনতে চলেছে তাদের নতুন স্মার্টফোন Samsung galaxy A06। সম্প্রতি এটির একটি ডিজাইন উন্মুক্ত করা হয়েছে।এর পাশাপাশি এটির দাম ও স্পেসিফিকেশনও ফাঁস হয়েছে। এখন শুধু অপেক্ষা এই সমস্ত কিছু নতুন ফোনের জন্য প্রযোজ্য কিনা সেটা দেখার।

Samsung galaxy Ao6 এর আনুমানিক ডিজাইন এবং কালার: 

ইভান ব্লাস দ্বারা প্রকাশিত তথ্যের উপর নির্ভর করে অনুমান করা যাচ্ছে যে, Samsung galaxy Ao6 ফোনটি Samsung galaxy Ao5 এর পথ প্রদর্শক হয়েই আসতে চলেছে।

যতটুকু বোঝা যাচ্ছে যে, নতুন হ্যাণ্ডসেটটির পিছনের দিকের অংশে একটি LED ফ্ল্যাশ লাইটের পাশাপাশি একটি ডুয়াল ক্যামেরা থাকবে । ফোনটির পিছনের, উপরের বাম দিকের কোণে লম্বালম্বি ভাবে, বৃত্তাকার ক্যামেরা দুটিকে সাজানো হয়েছে। এগুলিকে উল্লম্ব পিনস্ট্রিপ ফিনিস দেওয়া হয়েছে।

Samsung galaxy A06 এর সামনের দিকটি কিছুটা Galaxy A55 এবং A35 এর মত দেখতে। রিপোর্ট অনুযায়ী এটির সামনের অংশ পাতলা বেজেল সহ ফ্ল্যাট ডিসপ্লে দ্বারা সজ্জিত করা হয়েছে ।এটির সামনের উপরের অংশে ক্যামেরার সেন্সর এর জন্য ছোট আকারের বৃত্ত আছে। এটির পাওয়ার বোতাম এবং ভলিউম কমানো ও বাড়ানোর জন্য বোতাম গুলি ডান দিকের পাশের অংশে উলম্ব আকারে সাজানো। সুত্রর খবর অনুযায়ী Galaxy A06 হ্যান্ডসেটটি কালো এবং সিলভার রঙে পাওয়া যাবে।

Samsung Galaxy Ao6 এর প্রত্যাশিত বৈশিষ্ট্য এবং দাম:

এখনো পর্যন্ত সূত্রের খবর অনুযায়ী, Samsung Galaxy A06 স্মার্ট ফোনটি MediaTek Helio G85 SoC প্রসেসর দ্বারা সংযুক্ত করা হবে। বর্তমানে এই প্রসেসর টি গেমিং এর জন্য খুবই বিখ্যাত। এছাড়াও শোনা যাচ্ছে এটি Android 14-ভিত্তিক UI দ্বারা সজ্জিত হবে। Samsung galaxy A06 ফোনটি ইন বিল্ড 6GB RAM এর সাথে আসার সম্ভবনা আছে।সম্ভবত ফোনটিতে একটি 6.7-ইঞ্চি উন্নতমানের LCD স্ক্রিন থাকবে। স্মার্ট ফোনটিতে 15W তারযুক্ত চার্জিং ব্যাবস্থা থাকবে বলে অনুমান করা হচ্ছে। এবং এটিতে একটি 5,000mAh ব্যাটারি যুক্ত করা হবে।
রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A06 এর আনুমানিক দাম হতে পারে ভারতীয় মূল্যে প্রায় 18,200 টাকা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. এই প্রথম ট্যাবে 7 বছর Android আপগ্রেড মিলবে, বড় চমক নিয়ে আসছে Samsung Galaxy Tab A11 সিরিজ
  2. সমস্ত সমালোচনা তুড়ি মেরে উড়িয়ে দিল iPhone 17 Pro Max, তিন দিনে স্টক শেষ
  3. Flipkart সেলে 8,799 টাকায় মিলবে দুর্দান্ত Poco 5G স্মার্টফোন, দেখে নিন সব অফার
  4. 6,500mAh ব্যাটারি, IP69 রেটিং সহ দেশে আসছে Vivo V60e 5G, লঞ্চের আগেই দাম ফাঁস হল
  5. iPhone 17 Pro Max-এর মতো ফিচার নিয়ে লঞ্চ হবে iQOO 15, চমক ব্যাটারি, প্রসেসরেও
  6. অ্যাপলকে সরাসরি চ্যালেঞ্জ! iPhone 17 সিরিজকে টেক্কা দিতে আসছে Xiaomi 17, 17 Pro ও 17 Pro Max
  7. iPhone ব্যবহারকারীদের জন্য খুশির খবর, আজ ফোনে আসবে নতুন iOS 26 আপডেট
  8. iPhone 17-এর থেকে 22,900 টাকা সস্তায় Samsung Galaxy S25 FE ভারতে লঞ্চ হল
  9. 79,999 টাকার Nothing Phone 3 মিলবে 34,999 টাকায়, Flipkart Big Billion Days সেলে অবিশ্বাস্য অফার
  10. Vivo Y31 সিরিজ 15,000 টাকার কমে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.