ধামাকাদার খবর, বাজারে লঞ্চ করার আগেই ফাঁস হয়ে গেলো Samsung Galaxy A06 এর নতুন লুক এবং ডিজাইন।

ধামাকাদার খবর, বাজারে লঞ্চ করার আগেই ফাঁস হয়ে গেলো Samsung Galaxy A06 এর নতুন লুক এবং ডিজাইন।

Photo Credit: Samsung

হাইলাইট
  • আসন্ন Samsung Galaxy A06 ফোনটিতে LCD স্ক্রিন থাকতে পারে।
  • ফোনটি Media Tek চিপসেট প্রসেসর দ্বারা সজ্জিত হতে পারে।
  • ফোনটি সহজলভ্যে ব্যাবহারকারীরা পেতে পারেন।
বিজ্ঞাপন

সমস্ত জল্পনার অবসান ,আসতে চলেছে Samsung কোম্পানীর Galaxy এর A সিরিজের নতুন ফোন। অকস্মাৎ এই ফোনের বৈশিষ্ট্য এবং ডিজাইন সমস্ত খবর বাজারে লিক হয়েছে। খবর অনুযায়ী শোনা যাচ্ছে যে, Samsung কোম্পানী নিজের ওয়েবসাইটে এর একটি ছবি পোস্ট করেছে।সেই ছবি থেকেই অনুমান করা হচ্ছে, শীঘ্রই দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতার দ্বারা Samsung Galaxy A06, ভারতের বাজারে আসতে চলেছে।

Samsung Galaxy A06 এর ডিজাইন:

প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করে শোনা যাচ্ছে যে, Samsung Galaxy A06 স্মার্টফোনটি অত্যন্ত সহজ লভ্য হবে, অর্থাৎ নিজের সাধ্যের মধ্যে ব্যবহারকারীরা কিনতে পারবেন। ফোনটি ফ্ল্যাট ডিসপ্লে দ্বারা যুক্ত এবং ফোনটির চারিপাশ একদম ফ্ল্যাট হবে। ফোনটির ডিসপ্লেতে একটি সেলফি ক্যামেরা থাকবে। পিছনের প্যানেলেটিতে চকচকে ফিনিশ রয়েছে এবং একটি LED ফ্ল্যাশ ও লম্বালম্বি ভাবে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। ফোনটির ডান দিকের পাশে ভলিউম বোতাম এবং ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার আছে। ফোনটির নিচের অংশে অন্য ফোনের মতোই হেডফোন জ্যাক, স্পীকার এবং USB type C চার্জিং এর ব্যবস্থা আছে।

Samsung Galaxy A06 এর কিছু বৈশিষ্ট্য: 

1. Samsung Galaxy A06- ফোনটি অ্যানড্রয়েড 14 দ্বারা যুক্ত হবে এবং Media Tek এর Helio G85 চিপসেট প্রসেসর দ্বারা চালিত হবে। 
2. এটিতে একটি 6.7-ইঞ্চি এলসিডি স্ক্রিন থাকবে।
3. স্মার্টফোনটি 6GB র‍্যাম দিয়ে সজ্জিত বলে জানা গেছে কিন্তু এখনো ইন বিল্ট স্টোরেজ কত থাকবে তা জানা যায়নি।
4. এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী হ্যান্ডসেটটি প্রধানত ডুয়াল ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত হবে। এবং একটি সেলফি ক্যামেরাও থাকবে।
5. ফোনটিতে 15W চার্জিংয়ের ব্যাবস্থার সাথে এতে একটি 5,000 mAh ব্যাটারি থাকতে পারে বলে জানা যাচ্ছে।
কিছু সূত্র থেকে জানা গেছে যে, এই মডেল নম্বর SM-A065F টি কোম্পানীর ওয়েবসাইটে পাওয়া গেছে এবং হ্যান্ডসেটের জন্য একটি সমর্থন পেজও খুঁজে পাওয়া গেছে, সুতরাং এই সমস্ত তথ্যের উপর নির্ভর করে বলা যেতেই পারে যে, শীঘ্রই ভারতে এই ফোন লঞ্চ করতে চলেছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. সমস্ত জিনিসের উপর আকর্ষনীয় ডিলের সাথে শুরু হলো 2025-সালের অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল
  2. অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025: নামী দামি কোম্পানির ডিভাইসের উপর থাকছে দারুন অফার
  3. মধ্য বাজেটের মধ্যে লঞ্চ করা হতে পারে iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro
  4. 2.5D AMOLED স্ক্রিন এবং সুইমিং মোডের সাথে লঞ্চ হতে চলেছে Huawei Band 9
  5. এবার জিও-ফাইবার এবং জিও এয়ার-ফাইবারের সাবস্ক্রাইবাররা পাবে বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম দেখার সুযোগ
  6. খুব শীঘ্রই লঞ্চ হতে পারে Samsung Galaxy S-সিরিজের তিনটি নতুন স্মার্টফোন
  7. ভারতে লঞ্চ হয়ে গেছে Oppo Reno 13 5G সিরিজ, দেখেনিন এটির মূল বৈশিষ্ট্য এবং দাম
  8. ভারতের বাজারে লঞ্চ হয়ে গেলো নতুন স্মার্টফোন Poco X7 Pro 5G,সাথে আছে Poco X7 5G
  9. স্মার্টফোনের উপর অসাধারণ ছাড় নিয়ে এসে গেলো অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025
  10. খুঁজে পাওয়া গেলো মাকড়সার মধ্যে এক নতুন অভিনব দিক এবং ক্ষমতা
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »