Samsung Galaxy F36 5G কোরাল রেড, লাক্স ভায়োলেট এবং অনিক্স ব্ল্যাক রঙে কেনা যাবে
Photo Credit: Samsung
Samsung Galaxy F36 5G দেশে লঞ্চ হয়ে গেল। গত শনিবার ভারতীয় ক্রেতাদের জন্য নতুন মেড-ইন-ইন্ডিয়া স্মার্টফোনটি এনে হাজির করেছে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি। বাজেটের মধ্যে সুন্দর ডিজাইনের সঙ্গে দুর্দান্ত স্পেসিফিকেশন রয়েছে এই ফোনে। Samsung Galaxy F36 5G ছয়টি Android আপডেট এবং ছয় বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে বলে জানিয়েছে কোম্পানি। ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে প্রিমিয়াম ভিগান লেদার ব্যাক প্যানেল, 7.7 মিমি আলট্রা স্লিম বডি, 4K ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা, নাইট পোট্রেট, অত্যাধুনিক 5 এনএম প্রসেসর, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে তৈরি একঝাঁক ফিচার্স।
Samsung Galaxy F36 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনের দিকে 13 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা আছে। সামনের ও পিছনের ক্যামেরা উভয়ই 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
স্যামসাং গ্যালাক্সি এফ36 5G-তে 5,000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। এটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক One UI 7 কাস্টম অপারেটিং সিস্টেমে চলে। ফোনটিতে গুগলের সার্কেল টু সার্চ, জেমিনি লাইভ, ইমেজ ক্লিপার, অবজেক্ট ইরেজার, এবং এআই এডিট সাজেশনের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স উপলব্ধ।
Samsung Galaxy F36 5G এর সামনে গরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন-সহ 6.7 ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং FHD + রেজোলিউশন সাপোর্ট করে। হ্যান্ডসেটটি Exynos 1380 চিপসেট দ্বারা পরিচালিত। 5 ন্যানোমিটারের অক্টা-কোর প্রসেসরটি Mali-G68 MP5 GPU এর সাথে যুক্ত। ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার সমস্যা মেটাতে ভেপার চেম্বার সিস্টেমও রয়েছে। স্মার্টফোনটি 8 জিবি পর্যন্ত র্যাম ও 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ অপশনে কিনতে পারবেন।
Samsung Galaxy F36 5G এর দাম ভারতে 17,499 টাকা থেকে শুরু। বেস মডেলটি 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অফার করে। অন্যদিকে, 8 জিবি র্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য 18,999 টাকা। এটি জুলাই 29 দুপুর 12টা থেকে ফ্লিপকার্ট ই-কমার্স সাইট এবং স্যামসাংয়ের অফিসিয়াল অনলাইন স্টোর থেকে কেনা যাবে। ফোনটি কোরাল রেড, লাক্স ভায়োলেট এবং অনিক্স ব্ল্যাক রঙের বিকল্পে উপলব্ধ। প্রতিটি রঙের ব্যাক প্যানেলে ভিগান লেদার বা কৃত্রিম চামড়ার আবরণ রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.