Samsung Galaxy M36 5G জুন 27 দেশে আসছে, দাম ও ক্যামেরা কেমন হবে দেখুন

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 23 জুন 2025 10:31 IST
হাইলাইট
  • Samsung Galaxy M36 5G বিক্রি হবে Amazon সাইটে
  • স্মার্টফোনটির দাম ভারতে 20,000 টাকার নিচে থাকবে
  • Samsung Galaxy M36 5G এর বিল্ড 7.7 মিমি পুরু হবে

Samsung Galaxy M36 5G অরেঞ্জ হ্যাজ, সেরেন গ্রিন এবং ভেলভেট ব্ল্যাক কালারে আসবে

Photo Credit: Samsung

Samsung Galaxy M36 5G আগামী সপ্তাহে ভারতে আসছে। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি জল্পনার অবসান ঘটিয়ে স্মার্টফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করেছে। সংস্থা সম্প্রতি ফোনটির ডিজাইন ও দামের রেঞ্জ প্রকাশ করেছিল। আর এখন, Galaxy M36 5G এর একাধিক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ক্যামেরা, ডাইমেনশন, এবং বিল্ড। আবার ফোনটি Google Gemini এবং Circle to Search এর মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) চালিত ফিচার্স অফার করবে বলে জানা গিয়েছে। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এটি 2024 সালের জুলাইতে লঞ্চ হওয়া Galaxy M35 5G এর উত্তরসূরী হতে চলেছে।

ভারতে Samsung Galaxy M36 5G লঞ্চের তারিখ

কোম্পানির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, Samsung Galaxy M36 5G ভারতে জুন 27 আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। অর্থাৎ হাতে আর মাত্র এক সপ্তাহ সময় বাকি আছে। ডিভাইসটির জন্য ইতিমধ্যেই  অ্যামাজনে একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে, যার মাধ্যমে জানা গিয়েছে যে, এটি ওই ই-কমার্স সাইটের পাশাপাশি স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে কেনার জন্য উপলব্ধ হবে। স্মার্টফোনটি সেরেন গ্রিন, অরেঞ্জ হ্যাজ, এবং ভেলভেট ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে।

Samsung Galaxy M36 5G স্পেসিফিকেশন ও দাম

স্যামসাং গ্যালাক্সি এম36 5G এর বিল্ড সম্পর্কিত তথ্যও প্রকাশ হয়েছে। এটি 7.7 মিমি পুরু হবে এবং এতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ডিসপ্লে প্রোটেকশন থাকবে। ফোনটিতে গুগল জেমিনি এবং সার্কেল টু সার্চের মতো এআই বৈশিষ্ট্য ব্যবহার করা যাবে। কোম্পানি সম্প্রতি আপকামিং Galaxy M36 5G এর দামের রেঞ্জও প্রকাশ করেছে। Samsung জানিয়েছে, ভারতীয় বাজারে ফোনটির দাম 20,000 টাকার নিচে হবে।

এবার Samsung Galaxy M36 5G এর ফটোগ্রাফি ডিপার্টমেন্টে আসা যাক। ফোনটির প্রাইমারি ক্যামেরা হিসেবে একটি 50 মেগাপিক্সেল সেন্সর থাকতে চলেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সমর্থন করে। ফলে ছবি এবং ভিডিয়ো রেকর্ডিং আরও স্পষ্ট উঠবে। ক্যামেরা নড়াচড়ার কারণে হওয়া ঝাপসা ভাব কমে আসবে। ব্যাক প্যানেলে আরও দুটি ক্যামেরা থাকবে যাদের সম্পর্কে বিস্তারিত তথ্য উপলব্ধ নেই।

ক্যামেরা সেন্সরগুলি একটি পিল আকৃতির মডিউলের ভিতরে থাকবে। LED ফ্ল্যাশটি পাশেই অবস্থান করবে। সামনের এবং পিছনের উভয় ক্যামেরাই 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। সম্প্রতি, Samsung Galaxy M36 5G গিকবেঞ্চে SM-M366B মডেল নম্বরের সাথে দেখা গিয়েছে। বেঞ্চমার্ক প্ল্যাটফর্মটির লিস্টিং অনুযায়ী, এই ফোনে Exynos 1380 প্রসেসর ও 6GB RAM ভেরিয়েন্ট থাকতে পারে। এটি অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক One UI 7 কাস্টম স্কিনের সাথে আসবে বলে মনে করা হচ্ছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Gorilla Glass Victus+ protection on display
  • Excellent battery life
  • Long software support
  • Vapour cooling chamber
  • Bad
  • Bulky design
  • No headphone jack
  • Slow charging
 
KEY SPECS
Display 6.60-inch
Front Camera 13-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 6000mAh
OS Android 14
Resolution 2340x1080 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BSNL eSIM: 4G চালুর পর নতুন পরিষেবা নিয়ে হাজির BSNL, এবার সিম ছাড়াই কলিং এবং ইন্টারনেট
  2. ক্যামেরায় দুর্দান্ত, পারফরম্যান্স অদ্বিতীয়, OnePlus 13-এর দাম 10,000 টাকা কমল
  3. Flipkart Festive Dhamaka Sale: ফ্লিপকার্টে শুরু ফেস্টিভ ধামাকা সেল, প্রিমিয়াম ফোনে বাম্পার ছাড়
  4. 6,999 টাকার ফোনে 6 বছর পর্যন্ত Android আপডেট, বড় চমক নিয়ে ভারতে হাজির Samsung Galaxy M07
  5. Upcoming Smartphones in October 2025: অক্টোবরে ধামাকা, বাজার কাঁপাতে আসছে ভিভো, ওয়ানপ্লাসরা
  6. Lava Agni 4: চাইনিজ ব্র্যান্ডদের ঘোল খাইয়ে ছাড়বে স্বদেশি স্মার্টফোন, আসছে লাভা অগ্নি 4
  7. iQOO 15 তুখোড় ফিচার্সের সঙ্গে নভেম্বরে ভারতে লঞ্চ হতে পারে, দাম নিয়ে বড় খবর
  8. 4G চালুর পর ধামাকা অফার আনল BSNL, 225 টাকায় সারা মাস 75 জিবি ডেটা ও যত খুশি কথা
  9. দুর্ধর্ষ 200MP ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারির Vivo V60e লঞ্চ হবে 7 অক্টোবর
  10. Realme 15x 5G সস্তায় 50MP AI সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.