Samsung Galaxy M36 5G ভারতে মিড-রেঞ্জে সুপার অ্যামোলেড ডিসপ্লে, Exynos 1380 প্রসেসর, 50MP ট্রিপল ক্যামেরা, ও 5,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হয়েছে।
 
                Photo Credit: Samsung
Samsung Galaxy M36 5G অরেঞ্জ হ্যাজ, সেরেন গ্রিন এবং ভেলভেট ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে
Samsung Galaxy M36 5G ভারতে লঞ্চ হয়ে গেল। নতুন Galaxy M সিরিজের ফোনটিতে সেগমেন্টের সবচেয়ে স্লিম 7.7 মিমি প্রোফাইল রয়েছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি তাদের এই স্মার্টফোনে 5 ন্যানোমিটারের Exynos 1380 প্রসেসর ব্যবহার করেছে। মোবাইলটির সামনে 120 হার্টজ রিফ্রেশ রেট-সহ 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। স্ক্রিন টেকসই রাখতে Corning Gorilla Glass Victus Plus প্রোটেকশন রয়েছে। ফটোগ্রাফির জন্য, ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা 4K ভিডিয়ো রেকর্ডিং সাপোর্ট করে। Galaxy M36 5G-এর-এর লং লাস্টিং 5,000mAh ব্যাটারি 25W ওয়্যার্ড (তারযুক্ত) ফাস্ট চার্জিং সমর্থন করে।
স্যামসাং নিউজরুম ইন্ডিয়ার পোস্ট অনুযায়ী, Galaxy M36 5G এর 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 22,999 টাকা। তবে, লঞ্চ অফার হিসেবে ফোনটি 16,499 টাকায় কেনা যাবে, অর্থাৎ 6,500 টাকা ছাড়। আবার ব্যাঙ্ক ডিসকাউন্ট ধরে 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশন যথাক্রমে 17,999 টাকা ও 20,999 টাকায় উপলব্ধ হবে। এটি ভারতে অ্যামাজন, স্যামসাং ইন্ডিয়া ওয়েবসাইট ও নির্বাচিত অফলাইন স্টোরগুলির মাধ্যমে জুলাই 12 থেকে বিক্রি শুরু হবে।
স্যামসাং গ্যালাক্সি M36 5G ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.7-ইঞ্চি ফুল-এইচডি+ (1,080x2,340 পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। স্ক্রিনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন আছে। ফোনটি Android 15-নির্ভর One UI 7 কাস্টম স্কিনে চলে। এটি ছয়টি অ্যান্ড্রয়েড আপগ্রেড ও ছয় বছরের সিকিউরিটি আপডেট পাবে বলে নিশ্চিত করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy M36 5G এর পিছনে ট্রিপল ক্যামেরা রয়েছে, যার প্রাইমারি 50 মেগাপিক্সেলের ক্যামেরা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সমর্থন করে। সেটআপে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরাও রয়েছে। সামনে, একটি 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। পিছনের এবং সামনের উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সমর্থন করে। কম আলোতে ছবি তোলার জন্য অটো নাইট নামে একটি ক্যামেরা মোড বর্তমান।
Galaxy M36 5G একাধিক AI ইমেজ এডিটিং টুল অফার করে, যার মধ্যে রয়েছে অবজেক্ট ইরেজার, ইমেজ ক্লিপার এবং এডিট সাজেশন। এটি গুগলের সার্কেল-টু-সার্চ ফিচার এবং AI সিলেক্টের সাথেও আসে। এটি নিরাপত্তার জন্য Knox Vault ফিচার অফার করে। ফোনটির 5,000mAh ব্যাটারি 25W চার্জারে চার্জ করা যাবে।
Samsung India-এর MX Business-এর ডিরেক্টর অক্ষয় এস রাও বলেছেন, গ্রাহকদের জীবনকে শক্তিশালী করে অর্থবহ উদ্ভাবন আনার আমাদের প্রতিশ্রুতির অংশ হিসেবে, আমরা সেগমেন্ট-ফার্স্ট ফিচার্স সহ Galaxy M36 5G লঞ্চ করেছি। স্টাইলিশ এবং টেকসই Galaxy M36 5G আমাদের গ্রাহকদের জীবনযাত্রার পরিপূরক এবং Google এবং Gemini Live এর সাথে Circle to Search চালু করার মাধ্যমে, আমরা Galaxy ইকোসিস্টেম জুড়ে মোবাইল AI এর গণতন্ত্রীকরণকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছি।"
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
 Scientists May Have Finally Solved the Sun’s Mysteriously Hot Atmosphere Puzzle
                            
                            
                                Scientists May Have Finally Solved the Sun’s Mysteriously Hot Atmosphere Puzzle
                            
                        
                     Vivo X300 Series Launched Globally With 200-Megapixel Zeiss Camera, Up to 6.78-Inch Display: Price, Features
                            
                            
                                Vivo X300 Series Launched Globally With 200-Megapixel Zeiss Camera, Up to 6.78-Inch Display: Price, Features
                            
                        
                     Canva Introduces Revamped Video Editor, New AI Tools and a Marketing Platform
                            
                            
                                Canva Introduces Revamped Video Editor, New AI Tools and a Marketing Platform
                            
                        
                     Thode Door Thode Paas OTT Release Date: Know When and Where to Watch it Online
                            
                            
                                Thode Door Thode Paas OTT Release Date: Know When and Where to Watch it Online