Samsung W26 সোনালী ফ্রেমের সঙ্গে এসেছে
Photo Credit: Samsung
Samsung W26 চীনে লঞ্চ হল। এটি ভারত সহ গ্লোবাল মার্কেটে বিক্রিত Galaxy Z Fold 7 ফোল্ডেবল ফোনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। স্মার্টফোন দু'টির স্পেসিফিকেশন একইরকম। তবে Samsung W26 মডেলটিতে স্যাটেলাইট কলিং ও মেসেজের সুবিধা দেওয়া হয়েছে, যা গ্লোবাল ভার্সনে নেই। এছাড়াও, গ্রাহকদের বিলাসবহুল অভিজ্ঞতা দিতে ডিজাইনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এটি লাল ও কালো রঙে উপলব্ধ। উভয় কালারে সোনালী ফ্রেম এবং ক্যামেরা রিংয়ের চারপাশে সোনালী ট্রিম রয়েছে। ফোল্ডেবল ডিভাইসটির অন্যান্য হাইলাইটের মধ্যে রয়েছে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 1 টেরাবাইট পর্যন্ত অনবোর্ড স্টোরেজ, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইত্যাদি।
Samsung W26-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ও 3X জুম অপটিক্যাল জুম সহ একটি 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে। ফোল্ডেবল ডিভাইসটির কভার স্ক্রিনে একটি 10 মেগাপিক্সেল ক্যামেরা এবং ভিতরের আরেকটি 10 মেগাপিক্সেল ক্যামেরা উপলব্ধ।
ফোনটির বাইরের দিকে 6.5 ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080x2,520 পিক্সেল), ও 2600 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনের অভ্যন্তরে 8 ইঞ্চি AMOLED ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে আছে যা QXGA+ রেজোলিউশন (1,968x2,520 পিক্সেল) সাপোর্ট করে।
এটি Galaxy Z Fold 7-এর মতো Snapdragon 8 Elite চিপসেটে রান করে, যা সর্বোচ্চ 16 জিবি র্যাম ও 1 টিবি স্টোরেজ অপশনের সঙ্গে যুক্ত। এর 4,400mAh ব্যাটারি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটিতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও উন্নত আর্মার অ্যালুমিনিয়াম ফ্রেম আছে। এটি Android 16 অপারেটিং সিস্টেমে চলে এবং তার উপর One UI 8 কাস্টম স্কিন রয়েছে।
Samsung W26-এর 16 জিবি + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি + 1 টিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 16,999 ইউয়ান (2,11,600 টাকা) এবং 18,999 টাকা (2,36,500 টাকা)। এটি শুধুমাত্র চাইনিজ মার্কেটের জন্য এক্সক্সুসিভলি বিক্রি হবে। উল্লেখ্য, জুলাইয়ে ভারতে লঞ্চ হওয়ার সময় Galaxy Z Fold 7 ফোল্ডেবলের দাম 1,74,999 টাকা ছিল।
বুক স্টাইলের ফোল্ডেবল ফোনটির সঙ্গে Samsung Galaxy Z Flip 7 ভারতে লঞ্চ হয়েছিল। তখন দাম শুরু হয়েছিল 1,09,999 টাকা (12 জিবি + 256 জিবি) থেকে। এছাড়াও, দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি জুলাইয়ে দেশের বাজারে তাদের প্রথম নন-প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন, Galaxy Z Flip 7 FE এনেছে। লঞ্চের সময় 8 জিবি র্যাম + 128 জিবি ভার্সনের দাম 89,999 টাকা রাখা হয়েছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.