লঞ্চের আগেই প্রকাশিত হলো Vivo V50 Elite Edition-এর রিয়ার ক্যামেরা মডিউল

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 14 মে 2025 11:10 IST
হাইলাইট
  • Vivo V50 Elite Edition-টি Snapdragon 7 Gen 3 SoC দ্বারা চালিত হতে পারে
  • Vivo V50 Elite Edition-টি Snapdragon 7 Gen 3 SoC দ্বারা চালিত হতে পারে
  • Vivo V50 Elite Edition-টিতে 6000mAh ব্যাটারী থাকতে পারে

Vivo V50 (ছবিতে) একটি পিল-আকৃতির রিয়ার ক্যামেরা মডিউল সহ আসে

Photo Credit: Vivo

Vivo কোম্পানি ভারতে V50 Elite Edition লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির ফোনটি লঞ্চের তারিখ ঘোষণা করেছে, পাশাপাশি ফোনটির রিয়ার ক্যামেরা মডিউলের ছবি প্রকাশ করেছে। তুলনার জন্য বলা ভালো ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়া Vivo V50 মডেলে একটি পিল আকৃতির রিয়ার ক্যামেরা ইউনিট আছে, যেখানে নতুন V50 Elite Edition-টিকে একটি গোলাকৃতি রিয়ার ক্যামেরা মডিউলের সাথে দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে, নতুন বিকল্পটিতে স্ট্যান্ডার্ড ভার্সনের মতো বেশ কিছু একই ধরনের ফিচার থাকবে। অন্যদিকে দেশে Vivo V50e মডেলটি এপ্রিল মাসে উন্মোচিত হয়েছে।

ভারতে লঞ্চ হতে চলেছে Vivo V50 Elite Edition:

কোম্পানি একটি X পোস্টের মাধ্যমে জানিয়েছে যে, ভারতে Vivo V50 Elite Edition-টি 15ই মে দুপুর 12-টায় লঞ্চ হতে চলেছে। পোস্টের সাথে একটি সংযুক্তকারী ভিডিওতে দেখা যাচ্ছে আসন্ন হ্যান্ডসেটটির রিয়ার প্যানেলের ক্যামেরা মডিউলের ঠিক নিচে “Elite Edition” লেখা আছে। ক্যামেরার মডিউলটি বেস Vivo V50 মডেলটির আকৃতির পরিবর্তে পিল আকৃতির হতে পারে।

কোম্পানি এখনও পর্যন্ত Vivo V50 Elite Edition-টির অন্য কোনো বিবরণ প্রকাশ করেননি। এটির টিজারে লেখা আছে, এতে "সারাউন্ড সাউন্ড আর মন কাড়া ছবি তোলে— এটা শুধু একটা ফোন না, এর থেকেও বেশি কিছু।”

আশা করা যাচ্ছে Vivo V50 Elite Edition-টি ভ্যানিলা Vivo V50 মডেলটির মতো বেশকিছু একই ফিচার থাকবে। ফোনটি সম্ভবত Snapdragon 7 Gen 3 SoC দ্বারা চালিত হবে। এছাড়াও এটিতে সাথে 90W তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত 6000mAh ব্যাটারী, Zeiss ব্র্যান্ডের 50-মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট এবং একটি 50 মেগাপিক্সেলের সেলফি শুটার যুক্ত করা হতে পারে।

ধূলো এবং জল প্রতিরোধের জন্য Vivo V50 মডেলটি একসাথে IP68+IP69 রেটিং পেয়েছে। এটিতে একটি 6.77 ইঞ্চির full-HD+ কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে আছে। যেটির রিফ্রেশ রেট 120Hz এবং সর্বোচ্চ উজ্জ্বলতা লেভেল 4,500নিট। হ্যান্ডসেটটি Android 15-ভিত্তিক FuntouchOS 15 দ্বারা চালিত এবং এটির সাথে 12জিবি LPDDR4X RAM ও 512জিবি UFS 2.2 স্টোরেজ অন্তর্ভুক্ত করা আছে।

লঞ্চের সময় Vivo V50 ফোনটির 8জিবি+128জিবি, 8জিবি+256জিবি এবং 12 জিবি+512জিবি বিকল্পগুলির দাম ছিল যথাক্রমে 34,999 টাকা, 36,999 টাকা এবং 40,999 টাকা। এগুলো রোজ রেড, স্ট্যারি ব্লু এবং টাইটেনিয়াম গ্রে রঙের বিকল্পে উপস্থিত হয়েছিল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BSNL পঞ্চমীতে দেশজুড়ে 4G পরিষেবা চালু করল, সবথেকে কম খরচে ডেটা ও আনলিমিটেড কল
  2. চীনের বাজার কাঁপিয়ে Xiaomi 17 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স অবাক করবে
  3. চীনে লঞ্চের আগেই ভারতে প্রদর্শিত হল OnePlus 15, পারফরম্যান্সে বাজিমাত
  4. প্রিমিয়াম ফোনের বাজার কাঁপাবে iQOO 15, থাকবে দুর্ধর্ষ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর
  5. 165Hz স্ক্রিন ও Snapdrgon 8 Elite Gen 5 চিপসেটের সঙ্গে বাজার কাঁপাতে আসছে OnePlus 15
  6. 50MP সেলফি ক্যামেরা, 7,500mAh ব্যাটারি সহ লঞ্চ হল Xiaomi 17 Pro ও 17 Pro Max, সামনে-পিছনে দু'দিকই ডিসপ্লে!
  7. Apple-এর ঘুম কেড়ে লঞ্চ হল Xiaomi 17, ক্যামেরা ও ফিচার্সে iPhone 17-কে টেক্কা
  8. টাচ করলেই পাল্টাবে ডিজাইন! অবিশ্বাস্য ফিচার নিয়ে হাজির Oppo Reno 14 5G Diwali Edition
  9. ভিডিও আর দেখা যাচ্ছে না, YouTube-এর নতুন নিয়মের গেরোয় ভুক্তভোগী ইউজাররা
  10. ফোনকে দেবে চার্জ, বিশাল 12,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Redmi Pad 2 Pro ট্যাব
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.