লঞ্চের আগেই দেখা গেল vivo কোম্পানির বেস কিছু নতুন মডেল
সম্প্রতি একটি রিপোর্ট অনুযায়ী মনে করা হচ্ছে হচ্ছে Vivo কোম্পানী তাদের কিছু স্মার্টফোন খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। প্রত্যাশিত লঞ্চের আগেই কোম্পানির কিছু হ্যান্ডসেট সম্বন্ধিত তথ্য নানারকম প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। এই তালিকার মধ্যে কোম্পানি Vivo V50 সিরিজ এবং Vivo Y29 4g হ্যান্ডসেটিকে লক্ষ্য করা গিয়েছে