আবারো Vivo কোম্পানীর ধামাকা, নিয়ে আসতে চলেছে একটি নতুন মডেল Vivo V50

Vivo-কোম্পানীর V50-মডেলটি একটি 6000mAh ব্যাটারী দ্বারা সজ্জিত হয়ে আসতে পারে

আবারো Vivo কোম্পানীর ধামাকা, নিয়ে আসতে চলেছে একটি নতুন মডেল  Vivo V50

Photo Credit: Vivo

Vivo V50 (ছবিতে) আগের V40 মডেলের সাথে কিছুটা মিল রয়েছে

হাইলাইট
  • Vivo V50 মডেলটিতে IP68 এবং IP69-রেটেড ডিজাইন করা থাকতে পারে
  • এটি একটি 6000mAh ব্যাটারী পেতে পারে
  • এই ডিভাইসটি পুনরায় তিনটি 50-মেগাপিক্সেলের ক্যামেরা প্রদান করবে
বিজ্ঞাপন

Vivo-কোম্পানী তাদের আসন্ন V-সিরিজের ফ্লাগশিপ মডেল V50-ফোনটির বিবরণগুলি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। ভারতে V50-মডেলটি V40-মডেলের পরিবর্তে আসতে চলেছে, যেটি 2024 সালের আগস্ট মাসে ‘V40 Pro' মডেলের সাথে ভারতে উন্মোচিত হয়েছিল। মনে করা হচ্ছে যে, বেশ কিছু গুজবের পর, ভিভো কোম্পানি সিদ্ধান্ত নেয় যে, তাদের আসন্ন প্রিমিয়াম স্মার্টফোনটির ব্যাপারে বেশ কিছু বিবরণ তারা নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে, তবে এখনো পর্যন্ত তারা ফোনটির প্রসেসর, চার্জিং স্পিড এবং আরো কিছু বিবরণ প্রকাশ করেননি। এছাড়াও ল্যান্ডিং পেজটিতে ফোনটির কসমেটিক ডিজাইনের পাশাপাশি লঞ্চের সময় এটি কি রঙের বিকল্পে উপলব্ধ হবে সেটিও প্রকাশ করা হয়েছে।

দেখা যাচ্ছে Vivo V50-এর ডিজাইনটি পরিবর্তিত মডেলের সাথে অনেকাংশে একই ধরনের, শুধু এটি একটু বেশি গোলাকার রূপ পেয়েছে। অন্যদিকে ফোনটির ডিসপ্লে বিষয়ক ডিজাইনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। এটিতে ডুয়াল কার্ভড এজ প্যানেলের পরিবর্তে একটি কোয়াড কার্ভড প্যানেল দেখা যাবে, মানে ডিসপ্লেটির দুই দিকের বদলে (ডান এবং বাম) চারদিকের এজগুলি সামান্য বক্র থাকবে, যা আগে Vivo V4O-তে দেখা গিয়েছে।

এছাড়াও ফোনটির IP-রেটিংও উন্নতমানের করা হয়েছে, যা ধূলো এবং জলের জন্য অফিসিয়াল IP68 এবং IP69 রেটিং পেয়েছে। ফোনটি রোজ-রেড, স্ট্যারি-ব্লু, এবং টাইটেনিয়াম-গ্রে রঙের বিকল্পে উপলব্ধ হতে পারে।

ফোনটির পিছনের অংশে এর আগের মডেলটির মত একই ধরনের চাবির মত গর্ত আকারের ক্যামেরা মডিউল আছে এবং এটি পুনরায় সেই জায়গায় দুটি ক্যামেরা ধরে রেখেছে। তিনটি ক্যামেরাই 50-মেগাপিক্সেলের সেন্সর পাবে বলে সাইটটিতে উল্লেখ করা হয়েছে। হ্যান্ডসেটটিতে সম্ভবত একটি 50- মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা,একটি 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং একটি 50-মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে। এছাড়াও এটিতে ভিভোর পূর্ববর্তী মডেলের তুলনায় অনেক বড়ো আকারের কোম্পানির ‘aura lighit' ফিচারটি উপস্থিত আছে।

এর পাশাপাশি ল্যান্ডিং পেজটিতে আরো অন্যান্য বিবরণ প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে এটিতে সম্প্রতি কোম্পানির ফ্লাগশিপ মডেল Vivo X200 Pro-এর মত একটি 6000mAh ব্যাটারী, Funtouch OS 15 এবং কিছু AI ও ক্যামেরা ফিচারও যুক্ত আছে। যদিও এটির প্রসেসর এবং চার্জিং স্পিড এখনও নিশ্চিত করা হয়নি। পূর্বের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে, এটি একটি কোয়ালকমের Snapdragon 7 Gen 3 SoC পেতে পারে। অন্য একটি রিপোর্ট অনুযায়ী ভারতে আলোচিত ফোনটি 18-ই ফেব্রুয়ারি লঞ্চ হতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. নতুন বছরের আগে Apple-এর সবচেয়ে স্লিম আইফোনে ধামাকা অফার, দাম এত কমল জানলে চমকে উঠবেন
  2. 6,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরার ঝকঝকে 5G ফোনের সেল শুরু, দাম শুনলে লাফাবেন
  3. Redmi K90 Ultra: 10000mAh ব্যাটারির বাহুবলী স্মার্টফোন আনছে রেডমি, ছাব্বিশে ঘটবে বিপ্লব
  4. West Bengal SIR Draft: স্মার্টফোনে এক ক্লিকেই নিজের নাম খসড়া ভোটার তালিকায় আছে কিনা দেখে নিন
  5. Realme Narzo 90 5G ও Narzo 90x 5G ভারতে 7,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল, রয়েছে 50MP সেলফি ক্যামেরা
  6. Redmi ভারতে আনছে দুরন্ত স্মার্টফোন, 4 বছর পরেও ঝরঝরে পারফরম্যান্স মিলবে
  7. 12.1 ইঞ্চি ডিসপ্লে ও 10,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Lenovo Tab Plus, বিনামূল্যে মিলছে স্টাইলাস পেন
  8. Vivo S50 ও Vivo S50 Pro Mini বাজার কাঁপিয়ে লঞ্চ হল, ডিজাইন, সেরা ফিচার্সে বাজিমাত
  9. Oppo Reno 15c চমৎকার ফিচার্স নিয়ে হাজির, 50MP সেলফি ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি রয়েছে
  10. Jio তিনটি নতুন রিচার্জ প্ল্যান আনল, সঙ্গে হটস্টার, হইচই, প্রাইম ভিডিও পুরো ফ্রি, দাম 103 টাকা থেকে শুরু
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »