Vivo V60 ভারতে আগস্ট 19 লঞ্চ হতে পারে।
Photo Credit: Vivo
Vivo V50 ফোনের আপগ্রেড ভার্সন হল Vivo V60
Vivo V60 আগামী মাসেই ভারতে পা রাখতে চলেছে। রিপোর্ট বলছে, ফোনটি Android 16-নির্ভর OriginOS সফটওয়্যারের সাথে আগস্ট 19 লঞ্চ হতে পারে। এটি পূর্বসূরী Vivo V50 মডেলটির তুলনায় একাধিক আপগ্রেড পেতে চলেছে, যা Snapragon 7 Gen 3 প্রসেসর ও 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সাথে গত গত ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল। এখন এক টিপস্টার Vivo V60-এর বেশ কিছু স্পেসিফিকেশন এবং ডিজাইন ফাঁস করেছে। হ্যান্ডসেটটি তিনটি প্রিমিয়াম কালার অপশনে আসবে বলে জানা গিয়েছে। এটি সম্প্রতি TUV ও SIRIM ওয়েবসাইটে স্পট করা হয়েছে। ফোনটির ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সমর্থন করবে।
টিপস্টার যোগেশ ব্রার (@heyitsyogesh) X (সাবেক টুইটার) পোস্টে Vivo V60-এর কয়েকটি স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। তাঁর দাবি, এই ফোন 6,500 ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে। এটি Snapdragon 7 Gen 4 চিপসেট দ্বারা পরিচালিত হতে পারে। ফোনটি ইতিমধ্যেই SIRIM এবং TUV ওয়েবসাইটে লিস্টেড থাকতে দেখা গিয়েছে, যেখান থেকে 90W ফাস্ট চার্জিং সাপোর্টের ইঙ্গিত পাওয়া গিয়েছে।
তাছাড়া, যোগেশ আরও জানিয়েছেন যে Vivo V60 এর ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। তবে, পিছনের অংশের ক্যামেরাগুলির ডিটেলস নির্দিষ্ট করে বলেননি টিপস্টার। তিনি দুটি কালার ভেরিয়েন্টের ছবি প্রকাশ করে ফোনটির সম্ভাব্য রঙের বিকল্পগুলির দিকে ইঙ্গিত করেছেন। Vivo V60 মিস্ট গ্রে, মুনলিট ব্লু ও অস্পিসিয়াস গোল্ড কালার অপশনে বিক্রি হতে পারে।
একই সূত্রের শেয়ার করা ডিজাইন রেন্ডার ভিভো ভি60 মডেলটির পিছনে ট্রিপল ক্যামেরা ইউনিটের উপস্থিতি নিশ্চিত করেছে। ছবিতে দেখা যাচ্ছে, পিল-আকৃতির ক্যামেরা আইল্যান্ডের ভিতরে দুটি লেন্স রয়েছে। আর তৃতীয় সেন্সরটি ক্যামেরা আইল্যান্ডের বাম দিকে LED ফ্ল্যাশ লাইটের সোজাসুজি ঠিক উপরে অপস্থিত। ভিভোর অন্যান্য মোবাইলের মতো পিছনের প্যানেলের নীচে বাম কোণে ব্র্যান্ডের নাম লেখা আছে।
উল্লেখ্য, চীনে বিক্রিত ভিভোর প্রতিটি ফোন OriginOS-এ চলে, যা তাদের Android-নির্ভর কাস্টম অপারেটিং সিস্টেম। Vivo V60 কোম্পানির প্রথম গ্লোবাল মডেল হবে বা চীনের বাইরে OriginOS সফটওয়্যার অফার করবে। বর্তমানে ভারতে উপলব্ধ ভিভোর সমস্ত মোবাইল ফোন Android-নির্ভর Funtouch OS দ্বারা পরিচালিত হয়।
জানিয়ে রাখি, Vivo V50 গত ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল। ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,000mAh ব্যাটারি বর্তমান। পিছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সামনেও একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। 6.77-ইঞ্চি কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে ফুল-এইচডি+ রেজোলিউশন, এবং 4,500 নিট পিক লোকাল ব্রাইটনেস অফার করে।
ট, ফুল-এই
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nandamuri Balakrishna's Akhanda 2 Arrives on OTT in 2026: When, Where to Watch the Film Online?
Single Papa Now Streaming on OTT: All the Details About Kunal Khemu’s New Comedy Drama Series
Scientists Study Ancient Interstellar Comet 3I/ATLAS, Seeking Clues to Early Star System Formation