দুর্দান্ত ক্যামেরা যুক্ত Vivo V50 5G মিড-রেঞ্জে অন্যতম সেরা ফোন।
Photo Credit: Vivo
Vivo V50 5G Listed on Amazon at Rs. 29,999
Amazon ও Flipkart-এর ফেস্টিভ সেল এই বছরের মতো আপাতত শেষ। মেগা ডিসকাউন্ট ও অফার পেতে আবার আগামী বছর পুজোর মরসুম আসা পর্যন্ত অপেক্ষা। তবে স্মার্টফোনের উপর ডিল কিন্তু শেষ হয়ে যায়নি। আপনি যদি দুর্দান্ত ক্যামেরা যুক্ত একটি মিড-রেঞ্জ হ্যান্ডসেট কিনতে চান, তাহলে আপনার জন্য 8,300 টাকা ডিসকাউন্ট অপেক্ষা করছে। Vivo V50 5G এমনই অফারের সঙ্গে পাওয়া যাচ্ছে। এটি বর্তমানে অ্যামাজনে 30,000 টাকার নিচে বিক্রি হচ্ছে। ক্রেডিট কার্ড EMI স্কিমে নিলে 3,000 টাকা অতিরিক্ত ছাড় পেতে পারেন। ফলে ভারতে যে দামে লঞ্চ হয়েছিল, তার থেকে 8,000 টাকারও বেশি সস্তায় কেনার সুযোগ।
Vivo V50 5G ফোনের ফিচার্সের মধ্যে রয়েছে IP68 + IP69 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, Zeiss-টিউনড রিয়ার ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 6,000mAh সিলিকন-কার্বন ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং সাপোর্ট, আন্ডার-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 120 হার্টজ AMOED ডিসপ্লে, ইত্যাদি।
Vivo V50 5G চলতি বছর ফেব্রুয়ারি মাসে ভারতে 34,999 টাকা দামে লঞ্চ হয়েছিল। বেস মডেলে 8 জিবি র্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। ফোনটি অ্যামাজনে 29,999 টাকায় লিস্টেড থাকতে দেখা গেছে। অর্থাৎ ফ্ল্যাট 5,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আবার Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে, 1,500 টাকার সঙ্গে অতিরিক্ত 855 টাকা ক্যাশব্যাক মিলবে।
আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, এবং অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 3 মাসের জন্য নো-কস্ট EMI স্কিমে কিনলে, ক্রেতারা 3,300 টাকা ডিসকাউন্ট পেতে পারেন। এর ফলে দাম নেবে আসবে 26,699 টাকায়, যা লঞ্চ প্রাইসের থেকে 8,300 টাকা কম। এছাড়াও, এই তিনটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পুরো পেমেন্ট করলে 1,500 টাকা এক্সটা ডিসকাউন্ট মিলবে।
Vivo V50 5G Now Available For Rs 26,999
Photo Credit: Screenshot/Amazon
ভিভোর এই মিড-রেঞ্জ ফোনে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 1 বিলিয়ন কালার, HDR10+, 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, 388 পিপিআই পিক্সেল ডেনসিটি, এবং 1,0820 x 2,392 পিক্সেল) রেজোলিউশন সমর্থন করে। স্ক্র্যাচ আটকাতে স্ক্রিনের উপর ডায়মন্ড শিল্ড গ্লাস আছে। হ্যান্ডসেটটি 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত Snapdragon 7 Gen 3 প্রসেসরে রান করে। ফোনে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,200mAh ব্যাটারি আছে।
স্মার্টফোনটির ব্যাক প্যানেলে Zeiss-টিউনড ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট, f/1.9 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ও f/2.0 অ্যাপারচার, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 50 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনের দিকে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন