ভারতের বাজারে ভিভো কোম্পানি লঞ্চ করলো Vivo V50,হ্যান্ডসেটটি

দুটি 50-মেগাপিক্সেলের আকর্ষণীয় ক্যামেরা দ্বারা সজ্জিত আছে Vivo V50-হ্যান্ডসেটটি

ভারতের বাজারে ভিভো কোম্পানি লঞ্চ করলো Vivo V50,হ্যান্ডসেটটি

Photo Credit: Vivo

Vivo V50-এ একটি 7.39mm পাতলা প্রোফাইল রয়েছে

হাইলাইট
  • Vivo V50- হ্যান্ডসেটটিতে একটি প্রধান 50-মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আ
  • হ্যান্ডসেটটি 6000mAh-ব্যাটারী দ্বারা সজ্জিত
  • Vivo V50-হ্যান্ডসেটটি 90W-এর দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে
বিজ্ঞাপন

বিগত সোমবার ভারতে লঞ্চ হয়েছে Vivo V50। স্মার্টফোনটি Snapdragon 7 Gen 3 চিপসেট ও 90W-তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 6000mAh-ব্যাটারী নিয়ে এসেছে। পাশাপাশি এটিতে দুটি 50-মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সাথে একটি 50-মেগাপিক্সেলের সেলফি শুটারও আছে। হ্যান্ডসেটটি জল এবং ধূলো প্রতিরোধের জন্য মিলিতভাবে IP68+IP69 রেটিং এবং একটি 7.39-মিমির পাতলা প্রোফাইলের দাবি করেছে। বলা হয়েছে যে,এটি তার সেগমেন্টের সবচেয়ে পাতলা স্মার্টফোন হতে চলেছে। ফোনটি বিভিন্ন AI-ফিচার যেমন - সার্কেলে-টু-সার্চ, ট্রান্সক্রিপ্ট-অ্যাসিস্ট, লাইভ-কল-ট্রান্সলেশন সহ আরো অনেক কিছু নিয়ে এসেছে।

ভারতে Vivo V50-এর দাম এবং উপলব্ধতা:

ভারতে Vivo V50-এর 8জিবি+128জিবি বিকল্পটির দাম 34,999 টাকা, যেখানে 8জিবি+ 256জিবি এবং 12জিবি+512জিবি বিকল্পগুলির দাম যথাক্রমে 36,999টাকা এবং 40,999টাকা। দেশের বাজারে এটি ফ্লিপকার্ট, অ্যামাজন এবং ভিভো ইন্ডিয়া ই-স্টোরের মাধ্যমে 25-ফেব্রুয়ারী থেকে কেনা যাবে। হ্যান্ডসেটটি বর্তমানে প্রী-বুকিং করার জন্য উপলব্ধ আছে।

গ্রাহকরা হ্যান্ডসেটটির সাথে Vivo TWS 3e-টি 1899-টাকার পরিবর্তে 1499-টাকায় কিনতে পারবে। হ্যান্ডসেটটি রোজ-রেড, স্ট্যারি-ব্লু এবং টাইটেনিয়াম-গ্রে রঙের বিকল্পে পাওয়া যাবে।

Vivo V50-এর স্পেসিফিকেশন এবং ফিচার:

Vivo V50-হ্যান্ডসেটটি 120Hz রিফ্রেশরেটের সাথে একটি 6.77-ইঞ্চির full-HD+ (1080×2392 পিক্সেল) কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে দ্বারা সজ্জিত, যেটির সর্বোচ্চ সাধারণ উজ্জ্বলতা 4,500নিট এবং পিক্সেল ডেন্সিটি 387ppi। ফোনটি 12জিবি LPDDR4X RAM এবং 512জিবি পর্যন্ত UFS 2.2 অন্তর্নির্মিত স্টোরেজ সহ কোয়ালকমের Snapdragon 7 Gen 3 SoC দ্বারা সজ্জিত হয়ে আছে। হ্যান্ডসেটটি Android 15-ভিত্তিক FuntouchOS 15 দ্বারা চালিত। 

ক্যামেরার ক্ষেত্রে হ্যান্ডসেটটির পিছনের অংশে OIS এবং f/1.88 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং f/2.0 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড শুটার আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটির সামনে f/2.0 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে।হ্যান্ডসেটটি Zeiss-এর সাথে চুক্তি সহযোগিতায় এসেছে। 

এছাড়াও হ্যান্ডসেটটি Vivo-র Aura-লাইট ফিচার এবং AI ভিত্তিক ফটো এডিটিং ফিচার যেমন Erase 2.0 এবং Light Portrait-ও নিয়ে এসেছে। পাশাপাশি এটি সার্কেলে-টু-সার্চ, ট্রান্সক্রিপ্ট-অ্যাসিস্ট, লাইভ-কল-ট্রান্সলেশনের মত AI ফিচারগুলি পেয়েছে।

হ্যান্ডসেটটিতে 90W-তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত 6000mAh ব্যাটারী দ্বারা চালিত। নিরাপত্তার জন্য হ্যান্ডসেটটির ডিসপ্লেতে একটি অপটিক্যাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে। সংযোগের ক্ষেত্রে এটিতে ডুয়াল 5G, 4G, WiFi, ব্লুটুথ 5.4, GPS, OTG এবং একটি USB 3.2 Type-C-পোর্ট যুক্ত করা হয়েছে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এটিতে মিলিতভাবে IP68+IP69 রেটিং পেয়েছে বলে দাবি করে।

Vivo V50-এর টাইটেনিয়াম-গ্রে রঙের বিকল্পটির পরিমাপ 163.29×76.72×7.39মিমি এবং ওজন 189গ্রাম। অন্যদিকে রোজ-রেড এবং স্টারি-নাইট বিকল্পগুলির ওজন 199গ্রাম ও প্রোফাইলগুলি যথাক্রমে 7.57 মিমি এবং 7.67মিমি।
 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. বিদ্যুতের গতিতে চার্জ হবে iQOO 15, ডিসপ্লে ও ক্যামেরায় চমকে দেবে সবাইকে
  2. পুজো সেলের ঘোষণা করল Xiaomi, কোন কোন স্মার্টফোনে ডিসকাউন্ট পাবেন দেখুন
  3. বছরের পর বছর গবেষণার ফসল, OnePlus 15 স্মার্টফোনের ক্যামেরায় মিলবে DSLR-এর ছোঁয়া!
  4. সেপ্টেম্বরে ধামাকা, Xiaomi 16 সিরিজের লঞ্চের তারিখ ফাঁস, ক্যামেরায় বড় চমক
  5. Samsung Galaxy Z TriFold: এক ফোনে তিনটি স্ক্রিন! সেপ্টেম্বরে আশ্চর্য স্মার্টফোন আনছে স্যামসাং
  6. 2026 সালেই মিলবে 10,000mAh ব্যাটারির ফোন, ইঙ্গিত দিলেন Realme-এর প্রেসিডেন্ট
  7. 6,500mAh ব্যাটারি, AI ফিচার্স সহ হাজির Honor X7d 5G, পড়লেও সহজে ভাঙবে না
  8. Realme 15T দেশে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, সঙ্গে ইয়ারফোন ফ্রি
  9. Vivo Y500: ভিভো বাজার তোলপাড় করে 8,200mAh ব্যাটারি স্মার্টফোন লঞ্চ করল
  10. Poco C85 সস্তায় 6,000mAh ব্যাটারি ও AI ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »