Photo Credit: Vivo
ভারতে চলতি বছরের জুলাই মাসে Vivo Y28e 5g সাথে Vivo Y28s 5g লঞ্চ করা হয়েছিল। বর্তমানে কোম্পানী ঘোষণা করেছে যে, Vivo Y28s 5g-এর দাম 500 টাকা কমানো হয়েছে। হ্যান্ডসেটটি বর্তমানে তিনটি RAM এবং স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হয়ে আছে। 8জিবি পর্যন্ত LPDDR4X RAM-এর সাথে MediaTek Dimensity 6300 চিপসেট প্রসেসর দ্বারা চালিত। স্মার্টফোনটি 50মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং 8মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দ্বারা সজ্জিত হয়ে আছে।এটিতে একটি 6.56ইঞ্চির HD+LCD স্ক্রীন আছে এবং এটিতে IP64 রেটিং নির্মাণ করা আছে।
বর্তমানে ভারতে হ্যান্ডসেটটির 4জিবি বিকল্পের দাম 13,499টাকা,এবং 6জিবি ও 8জিবি বিকল্পের দাম যথাক্রমে 14,999টাকা এবং 16,499টাকা,তালিকাভুক্ত করা হয়েছে।ফোনটি 128জিবি অন্তর্নির্মিত স্টোরেজ সহ আসে।এটি ভিনটেজ রেড এবং টুইঙ্কলিং পার্পল রঙের বিকল্পে উপলব্ধ। ফোনটি ফ্লিপকার্ট এবং ভারতীয় ভিভো ই-স্টোরের মাধ্যমে ক্রয় করা যাবে।
লঞ্চের সময় স্মার্টফোনটির 4জিবি বিকল্পের দাম ছিল 13,999 টাকা, সেখানে 6জিবি এবং 8জিবি বিকল্পের দাম ছিল যথাক্রমে 15,499 এবং 16, 999টাকা।
Vivo Y28s 5gফোনটি একটি 6.56ইঞ্চি HD+LCD
(720× 1,612 পিক্সেল) স্ক্রিন দ্বারা সজ্জিত হয়ে আছে।এটির রিফ্রেশ রেট 90Hz এবং এটি সর্বোচ্চ 840নিট পর্যন্ত উজ্জ্বলতা প্রদান করে থাকে। হ্যান্ডসেটটি 8GB পর্যন্ত LPDDR4X RAM এবং 128GB eMMC 5.1 অনবোর্ড স্টোরেজ সহ MediaTek Dimensity 6300 SoC প্রসেসর দ্বারা চালিত।এটি অ্যানড্রয়েড-14 ভিত্তিক Funtouch OS 14 দ্বারা চালিত।
ক্যামেরার বিভাগে Vivo Y28s 5gফোনটি দ্বিমাত্রিক রিয়ার ক্যামেরা ইউনিট দ্বারা সজ্জিত। যার মধ্যে একটি 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং একটি 0.08 মেগাপিক্সেলের দ্বিতীয় সেন্সর।সেলফির ক্ষেত্রে এটিতে একটি 8মেগাপিক্সেলের ক্যামেরা আছে।
হ্যান্ডসেটটি USB Type-C পোর্টের মাধ্যমে 15W-এর তারযুক্ত চার্জিং ব্যাবস্থার সাথে একটি 5000mAh-এর ব্যাটারী দ্বারা সজ্জিত হয়ে আছে। সংযোগের ক্ষেত্রে এটিতে 5g, ব্লুটুথ 5.4,GPS, এবং Wi-Fi যুক্ত করা হয়েছে। হ্যান্ডসেটটির পাশে একটি সামান্য উঁচু করা ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে। ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য একটি IP64 রেটিং নির্মাণ করা আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন