হতে চলেছে 2025 সালের সবচেয়ে বড় অনুষ্ঠান, WWDC 2025

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 22 মে 2025 12:38 IST
হাইলাইট
  • WWDC অনুষ্ঠানটি প্রথম দিনে সরাসরি কী-নোট সেশনের সাথে অনলাইন অনুষ্ঠিত হবে
  • ডেভেলপাররা ব্যক্তিগতভাবে প্রবেশাধিকারের জন্য অ্যাপেলের ওয়েবসাইট অথবা অ্য
  • আশা করা যাচ্ছে অ্যাপেল iOS 19, iPadOS 19, macOS 16 এবং আরো অনেক কিছু উন্ম

WWDC 2025 হল কোম্পানির বার্ষিক ডেভেলপার সম্মেলনের সর্বশেষ সংস্করণ।

Photo Credit: Apple

বিগত মঙ্গলবার অ্যাপেল তাদের 2025 সালের WorldWide Developers Conference (WWDC)-টি জুন মাসে হতে চলেছে বলে ঘোষণা করেছে। আগেরবারের মতোই বার্ষিক ডেভেলপার কনফারেন্সটি ক্যালিফোর্নিয়ার অ্যাপেল পার্কে হতে চলেছে। সারা বিশ্বের মানুষ এই অনুষ্ঠানটির অনলাইন সম্প্রচার দেখতে পারবে। WWDC 2025 অনুষ্ঠানে আগামী বছরের জন্য যে সমস্ত টুলস, প্রযুক্তি এবং সফটওয়্যার ফিচার নিয়ে কোম্পানি কাজ করছে, সেগুলি জানাবে।WWDC 2025-এর তারিখ, সময় এবং প্রত্যাশিত ঘোষণা,অ্যাপেল ঘোষণা করেছে যে, তাদের 2025 সালের WWDC অনুষ্ঠানটি 9 থেকে 13ই জুনের মধ্যে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত কুপার্টিনোর অ্যাপেল পার্কে অনুষ্ঠিত হতে চলেছে। একটি সরাসরি কী-নোট সেশনের মাধ্যমে অ্যাপেলের CEO, Tim Cook সকাল 9 টায়(PT), (ভারতীয় সময় অনুযায়ী রাত্রি 10 টা) অনুষ্ঠানটিতে মূল সঞ্চালক হিসাবে থাকবেন। কী-নোট সেশনটিতে আসন্ন বিভিন্ন অ্যাপেলের প্ল্যাটফর্ম উপর যে আপডেট এবং পরিবর্তন আসবে তার প্রিভিউ দেখানো হবে, যেমন- iOS, iPadOS, VisionOS, watchOS এবং TVOS।

কোম্পানি বলেছে, সিট সীমিত থাকার জন্য উৎসাহী দর্শক এবং ডেভেলপাররা কী-নোট সেশনে যোগদান করতে চাইলে, কোম্পানির ওয়েবসাইট অথবা অ্যাপেল ডেভেলপার অ্যাপে আবেদন করতে পারেন। এছাড়াও কোম্পানি জানিয়েছে, অ্যাপেলের “সুইফ্ট স্টুডেন্ট প্রতিযোগিতার” বিজেতারা নিজেদের জন্য আবেদন করতে পারবেন।

মূখ্য আলোচনার পরে, অ্যাপল একটি Platforms State of the Union নামক ইভেন্ট আয়োজন করবে, যেখানে সফটওয়্যার ও প্ল্যাটফর্মে নতুন উন্নতির ওপর আরও গভীরভাবে আলোচনা করা হবে। 2025 সালের WWDC-তে অ্যাপেল বিশেষজ্ঞদের সাথে 100টিরও বেশি প্রযুক্তিগত সেসন আনার দাবি করেছে, যেখানে নতুন প্রযুক্তি এবং ফ্রেমওয়ার্কের মাধ্যমে ডেভেলপাররা বিভিন্ন তথ্য জানতে পারবেন। এই সম্মেলনের সবচেয়ে বড় ঘোষণা ও গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে তৈরি গাইড এবং নথিপত্র দেখতে পারবে।

এই কুপার্টিনো-ভিত্তিক প্রযুক্তি সংস্থাটি বলেছে যে, অ্যাপেল ডেভেলপার অনুষ্ঠানের সদস্যরা এবং অ্যাপেল ডেভেলপার এন্টারপ্রাইজ অনুষ্ঠানে সদস্যরা অ্যাপেল বিশেষজ্ঞদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে এবং এক একজন ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে অ্যাপেল ইন্টিলিজেন্স, ডিজাইন, ডেভেলপার টুলস, সুইফ্ট এবং আরো অনেক কিছুর বিষয় জানতে পারে।

যদিও অনুষ্ঠানে কি ঘোষণা করা হবে, সেই বিষয়ে কোম্পানি এখনও কিছু জানায়নি, তবে আগের আলোচনা থেকে বোঝা যাচ্ছে WWDC-তে কী ঘোষণা করা হতে পারে। মনে করা হচ্ছে অ্যাপেল তাদের পরবর্তী অপেরেটিং সিস্টেম আপডেটগুলি ঘোষণা করবে, যেমন - iOS 19, iPadOS 19, macOS 16, watchOS 12 এবং tvOS 19। iOS 19 এবং iPadOS 19-এ ডিজাইনের বিশেষ পরিবর্তন করতে পারে বলে মনে করা হচ্ছে, যার মধ্যে একটি নতুন ইন্টারফেস যা Apple Vision Pro-র মতো হতে পারে। এতে ফ্লোটিং ট্যাব ভিউ, আইকনের নতুন ডিজাইন, UI-তে গ্লাস ইফেক্ট এবং একটি নতুন ভিজ্যুয়াল সিস্টেম এলিমেন্ট থাকতে পারে, যা অন্যান্য ডিভাইসগুলোর সাথে আলাদা অভিজ্ঞতা দেবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WWDC 2025, WWDC 2025 date, WWDC 2025 keynote
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme C85 5G কাল ভারতে আসছে, এত সস্তায় 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারির ফোন বিশ্বাস হবে না
  2. Oppo A6x স্মার্টফোনের দাম ফাঁস, সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হবে
  3. বাজেট ফোন Redmi 15C 5G ডিসেম্বরে ভারতে আসছে, লঞ্চ ডেট ঘোষণা হল, দাম কত হবে জেনে নিন
  4. Xiaomi 17 Ultra দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে বাজারে আসছে, DSLR যুগ কি শেষ?
  5. Nothing Phone 3a Lite স্টাইলিশ লুকস ও স্মার্ট ফিচার্স নিয়ে কম দামে ভারতে লঞ্চ হল
  6. এত কম দামে ফোল্ডেবল ফোন! 60,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Samsung Galaxy Z Fold 6
  7. Redmi 15C এর দাম ভারতে আসার আগেই ফাঁস, কম দামে 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা থাকবে
  8. Realme P4x ডিসেম্বর 4 লঞ্চ হচ্ছে, থাকবে 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি, 120 FPS-এ গেম খেলা যাবে
  9. Poco F8 Pro ও Poco F8 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, প্রসেসর, ক্যামেরা, এবং ফিচার্সে চমক
  10. iQOO 15 ভারতে 100W ফাস্ট চার্জিং, 16GB র‍্যাম ও 100x জুম ক্যামেরা সহ লঞ্চ হল, দাম জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.