iOS 26 পাবলিক বিটার অ্যাক্সেস পেতে গেলে প্রথমেই অ্যাপল বিটা সফটওয়্যার প্রোগ্রামে নথিভুক্ত করতে হবে।
Photo Credit: Apple
iOS 26 ভার্সনের নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজ Apple Liquid Glass নামে পরিচিত
জুনে ওয়ার্ল্ড ওয়াইড ডেভলপার্স কনফারেন্সে (WWDC 2025) ঘোষণা করার পর, Apple অবশেষে iOS 26 এর প্রথম পাবলিক বিটা সংস্করণ প্রকাশ করছে। এটি iOS 7 এর পর মার্কিন টেক জায়ান্টটির সবচেয়ে গুরুত্বপূর্ণ মোবাইল অপারেটিং সিস্টেম আপডেট। এখন যাঁরা Apple iOS 26 পাবলিক বিটা ডাউনলোড করবেন, তাঁরা সাধারণ ইউজারদের আগেই প্রি-রিলিজ সফটওয়্যারটির UI এবং ফিচার্স টেস্ট করতে পারবেন। বিটা সংস্করণের সবথেকে বড় চমক লিকুইড গ্লাস ইন্টারফেস যা অ্যাপলের নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজ। এটি সমগ্র iPhone জুড়ে একটি স্বচ্ছ, কাচের মতো ইন্টারফেস তৈরি করে। এছাড়া, এতে অজানা নম্বরের জন্য কল স্ক্রিনিং, অটোমেটিক কল ওয়েটিং-এর জন্য হোল্ড অ্যাসিস্ট, উন্নত অ্যাপল ইন্টেলিজেন্স, ইত্যাদি বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ফ্রি বিটা iPhone 11 অথবা তার পরে রিলিজ হওয়া মডেলগুলিতে অ্যাপলের বিটা সফটওয়্যার প্রোগ্রামের মাধ্যমে ইনস্টল করা যেতে পারে। আপনার ফোনে iOS 26 পাবলিক বিটা কীভাবে ইনস্টল করবেন, তা Gadgets 360 বাংলার এই প্রতিবেদনে বিস্তারিত বর্ণনা করা হল।
অ্যাপলের ডেভেলপার এবং পাবলিক বিটা আপডেট প্রোগ্রামের অ্যাক্সেস পেতে, আপনাকে প্রথমেই অ্যাপল বিটা সফটওয়্যার প্রোগ্রামে নথিভুক্ত করতে হবে। তারপর আপনার iPhone মডেলে বিটা ফার্মওয়্যার ইনস্টল করলেই কাজ হাসিল। চলুন দেখে নিই, নতুন iOS 26 পাবলিক বিটা আপডেট কীভাবে ডাউনলোড ও ইন্সটল করবেন।
1. beta.apple.com ওয়েবসাইটে যান
2. সাইনআপ বোতামটি চাপুন ও আপনার অ্যাপল আইডি দিন
3. শর্তাবলী পড়ুন এবং যদি আপনি রাজী হন, তাহলে Accept বোতামটি ট্যাপ করুন
4. এরপর আপনার আইফোনে সেটিংস খুলুন
5. জেনারেল > সফটয়্যার আপডেটে যান। আইফোন স্বয়ংক্রিয়ভাবে চেক করবে, কোনও পেন্ডিং আপডেট আছে কিনা
6. উপরে, আপনি একটি নতুন বিটা আপডেট অপশন দেখতে পাবেন। সেটি চাপুন এবং iOS 26 পাবলিক বিটা সিলেক্ট করুন
7. সফটয়্যার আপডেট পেজে ফিরে গেলেই আপনি স্ক্রিনে iOS 26 পাবলিক বিটা দেখতে পাবেন
8. ডাউনলোড এবং ইনস্টল বাটন চাপুন, শর্তাবলী পড়ুন এবং সেগুলিতে সম্মত হন,
তারপর iOS 26 পাবলিক বিটা আপনার আইফোনে ডাউনলোড এবং ইনস্টল হয়ে যাবে
iPhone SE (2022 ও পরবর্তী মডেল)
iPhone 11, 11 Pro, 11 Pro Max
iPhone 12, 12 Mini, 12 Pro, 12 Pro Max
iPhone 13, 13 Mini, 13 Pro, 13 Pro Max
iPhone 14, 14 Plus, 14 Pro, 14 Pro Max
iPhone 15, 15 Plus, 15 Pro, 15 Pro Max
iPhone 16, 16 Plus, 16 Pro, 16 Pro Max
অ্যাপল জানিয়েছে, iOS 26 পাবলিক বিটা আইফোন 11 এবং পরবর্তী মডেলগুলিতে ইনস্টল করা যাবে, যা অ্যাপল বিটা সফ্টওয়্যার প্রোগ্রামে নথিভুক্ত করা হয়েছে। তবে, অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার্স কেবলমাত্র আইফোন 15 প্রো , আইফোন 15 প্রো ম্যাক্স ও আইফোন 16 সিরিজে সীমাবদ্ধ থাকবে।
আইওএস 26 এর সবচেয়ে আলোচিত ফিচার লিকুইড গ্লাস ডিজাইন ল্যাঙ্গুয়েজ। এটি বিভিন্ন ডিভাইসে স্বচ্ছ, কাচের মতো ইন্টারফেস তৈরি করে। কল স্ক্রিনিং নামে আরেকটি দরকারি বৈশিষ্ট্য রয়েছে, যা অজানা কলারের পরিচিতি বার করে ও স্ক্রিনিংয়ের জন্য লাইভ ট্রান্সক্রিপ্ট প্রদান করে। অ্যাপল সাপোর্টেড মডেলগুলিতে উন্নত অ্যাপল ইন্টেলিজেন্স যোগ করেছে। গ্রুপ মেসেজিং ফাংশন ও লাইভ ট্রান্সলেশন ফিচারে অগ্রগতি ঘটেছে। এছাড়া, অ্যাপল মিউজিক নিউজ, পডকাস্ট ও আরও অনেক অ্যাপে ট্যাব বারটি পুনরায় ডিজাইন করা হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন